আমরা যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি তাদের সচরাচর চার্জের বিনিময়ে নিজেদের অপারেটরের কাছ থেকে কনফিগারেশন নিতে হয়, তাই না? হাঁ ঠিক তাই কম পক্ষে একটা মেসেজ এর …টাকা তো দিতে হয়। আমি আজ আপনাদের সবার মোবাইলে ফ্রি ইন্টারনেট কনফিগারেশন দিব। এর জন্য প্রথমে আপনাকে নীচের লিঙ্কে প্রবেশ করুন -
…
এর পর এখান থেকে প্রথমে আপনি আপনার মোবাইলের ব্রাণ্ড সিলেক্ট করুন ও পাশের >> চিহ্নে ক্লিক করুন।
এর পর এখান থেকে প্রথমে আপনি আপনার মোবাইলের ব্রাণ্ড সিলেক্ট করুন ও পাশের >> চিহ্নে ক্লিক করুন।
এরপর আপনি এখান থেকে আপনার মোবাইলের মডেল সিলেক্ট করুন ও >> চিহ্নে ক্লিক করুন
এবার আপনি এখান থেকে আপনার মোবাইল নং টি প্রবেশ করার জন্য প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন করার পর দেখবেন কোড 880 সেখানে ডিসপ্লে হবে আপনি শুধু বাকি নং গুলো প্রবেশ করাবেন যেমন 1618555100 এবং >> চিহ্নে ক্লিক করুন।
এখন আপনি মোবাইল প্রোভাইডার সিলেক্ট করবেন এবং >> চিহ্নে ক্লিক করবেন।
এবার কনফার্মেশন কোড গুলো প্রবেশ করিয়ে, একসেপ্ট বক্সে টিক চিহ্ন দিয়ে Get settings এ ক্লিক করুন,
ব্যস আপনার কাজ শেষ এবার আপনার মোবাইলে সেটিংস আসলে 1234 দিয়ে সেভ করুন এবং উপভোগ করুন। এভাবে আপনি পৃথিবীর যে কোন দেশের যে কোন মোবাইলে সেটিংস নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ ।।
ভাই, আপনি তো সত্যিই দারুন লেখেন।
উত্তরমুছুনএই ধরনের আরো লেখা থাকলে, আপনি এইখানেও লেখা জমা দিতে পারেনঃ www.tech-tunes.com
আপনার কষ্টের লেখা, জনপ্রিয় হবে আরো
ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত প্রদানের জন্য...............।
মুছুন