সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

অব্যবহৃত সিমের মালিকানা হারাবেন গ্রাহক

মোবাইল সংযোগ একনাগাড়ে দুই বছর ব্যবহার না করলে সিমের মালিকানা হারাবেন মোবাইল ফোন গ্রাহক। এরপর সংশ্লিষ্ট কোম্পানি ওই নম্বরটি বিক্রি করে দিতে পারবে। এ ছাড়া অব্যবহৃত ইন্টারনেট ডেটা পরের মাসে কেনা প্যাকেজের সঙ্গে ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি মোবাইল ফোন কোম্পানিগুলোকে এ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় তিনটি সুনির্দিষ্ট বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। মোবাইল কোম্পানিগুলো বলছে, তাদের সঙ্গে আলোচনা করেই এ নির্দেশনা দেওয়া হয়েছে এবং দেশের মোবাইল খাতের জন্য এ সিদ্ধান্তকে তারা ইতিবাচকভাবেই দেখছে।

পড়াশুনায় ক্ষতির কারণ হতে পারে যে ১০ টি প্রযুক্তি পণ্য

জানেন কি, মাল্টিটাস্কিংয়ের নামে হাইটেক গ্যাজেট এবং টেকনোলজির ব্যবহার কাজে অন্যতম বাধার কারণ হতে পারে! রিসার্চে দেখা গেছে, যারা নিজেদেরকে মাল্টিটাস্কিংয়ে পারদর্শী দাবী করে কর্মক্ষেত্রে তারা অন্যদের তুলনায় আরো বাজে ফলাফল দেখিয়েছেন। তাছাড়া অন্য আরেকটি গবেষণায় দেখা গেছে, সচরাচর মানুষের কোন কাজের মাঝে ব্যাঘাত ঘটলে আগের মত পূর্ণ মনযোগ ফিরিয়ে আনতে ৮-৯ মিনিট পর্যন্ত সময় নিতে পারে। তাই পূর্ণ মনযোগ প্রয়োজন হতে পারে এমন কাজের মাঝে প্রযুক্তি পণ্যের ব্যবহার কাজের প্রোডাক্টিভিটি অনেকখানি কমিয়ে দেয়। তেমন দশটি হাইটেক গ্যাজেট এবং টেকনোলজি নিয়েই আজ আলোচনা করবো যার ব্যবহার পড়াশোনা কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে লাভের চেয়ে ক্ষতিই করে বেশি।

উইন্ডোজ ৭ ও ৮ অপারেটিং সিস্টেম বিক্রি বন্ধ!

উইন্ডোজ ৭ ও ৮ অপারেটিং সিস্টেমের কয়েকটি সংস্করণের খুচরা বিক্রি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিল মাইক্রোসফট। এর আগে সেপ্টেম্বর মাসে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের নির্দিষ্ট কিছু সংস্করণ বিক্রি বন্ধ করার কথা জানিয়েছিল বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি। বাজার গবেষকেরা বলছেন, উইন্ডোজের সাম্প্রতিক সংস্করণগুলো জনপ্রিয় করতেই মাইক্রোসফট পুরোনো সংস্করণের অপারেটিং সিস্টেম বিক্রি বন্ধ করে দিচ্ছে। এ পরিকল্পনায় কিছুটা সাফল্যও পেয়েছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের পিসি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮.১ বাজারে আসার এক বছর পর কিছুটা জনপ্রিয় হতে শুরু করেছে। ওয়েব তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসের হিসাব অনুযায়ী উইন্ডোজ ৮.১ নির্ভর পিসি ব্যবহারের সংখ্যা ১০.৯ শতাংশে পৌঁছেছে। সেপ্টেম্বর মাসে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের উপস্থিতি ছিল ৬.৭ শতাংশ পিসিতে।

নেট অ্যাপ্লিকেশনের তথ্য অনুযায়ী, উইন্ডোজ ৮.১ জনপ্রিয় হতে শুরু করলেও এখনো অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে উইন্ডোজ ৭। ৫৩.১ শতাংশ কম্পিউটারে ব্যবহৃত হচ্ছে এই অপারেটিং সিস্টেম। অন্যদিকে মাইক্রোসফটের পক্ষ থেকে অফিশিয়াল আপডেট সরবরাহ বন্ধ হলেও ১৭.২ শতাংশ পিসিতে ব্যবহৃত হচ্ছে এক যুগ আগের উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম। 

৩১ অক্টোবরের পর থেকে উইন্ডোজ ৭-এর হোম বেসিক, হোম প্রিমিয়াম ও আলটিমেট সংস্করণ বিক্রি বন্ধ করেছে মাইক্রোসফট। একই সঙ্গে উইন্ডোজ ৮ সংস্করণটির বিক্রিও বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। এখন থেকে উইন্ডোজ ৮.১ সংস্করণটি পিসিতে ডিফল্ট সংস্করণ হিসেবে পাওয়া যাবে। তবে যেসব উইন্ডোজ পিসি নির্মাতার কাছে উইন্ডোজের এই সংস্করণের পিসি মজুত রয়েছে তা বিক্রি করতে পারবে।

প্রযুক্তি বিশ্লেষক গর্ডন কেলি ফোর্বস অনলাইনে লিখেছেন, মাইক্রোসফটের সাম্প্রতিক এই পদক্ষেপ উইন্ডোজ ৮ থেকে তাদের দূরে সরে যাওয়ার ইচ্ছারই প্রতিফলন। যদিও মাত্র দুই বছর আগে এই সংস্করণটি উন্মুক্ত করেছিল তারা। ডেস্কটপের জনপ্রিয় অপারেটিং সিস্টেমের বেশ কিছু ফিচার সরিয়ে ফেলার কারণে উইন্ডোজ ৮-এর মূল সংস্করণটি জনপ্রিয় হয়নি। তবে ২০০৯ সালের শেষদিকে বাজারে আসা উইন্ডোজ ৭ অনেকেরই মন জয় করেছে। 
বাজার গবেষকেরা বলছেন, উইন্ডোজ ১০-এর পথ পরিষ্কার করতেই উইন্ডোজ ৭ ও ৮ কে বিদায় দিচ্ছে মাইক্রোসফট। 
এ বছরের সেপ্টেম্বর মাসে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘উইন্ডোজ ১০’-এর ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠানে উইন্ডোজ ৮-এর পরবর্তী সংস্করণ হিসেবে উইন্ডোজ ১০-এর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, উইন্ডোজ ১০ সংস্করণটি মোবাইল ফোন, ট্যাবলেট, পিসি, এক্সবক্স গেম কনসোলসহ বিভিন্ন ধরনের পণ্যেই চলবে। একটি একক অ্যাপ্লিকেশন স্টোর থেকে উইন্ডোজের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিনতে পাওয়া যাবে। বাজার বিশ্লেষকেরা বলেছেন, আগামী বছর নাগাদ উইন্ডোজ ১০ বাজারে আসতে পারে।

আসছে স্যামসাংয়ের ভাঁজ করা ট্যাবলেট

আগামী বছরের শুরুতেই স্যামসাং বিশেষ এক ধরনের ট্যাবলেট কম্পিউটার বাজারে আনছে এটি সহজেই ভাঁজ করে রাখা যাবে। কোরিয়ার দায়ুম নামের একটি অনলাইন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

২০১৩ সালে স্যামসাং কর্তৃপক্ষ এ ধরনের ট্যাবলেট ২০১৬-১৭ সালের দিকে বাজারে আনার কথা জানিয়েছিল। স্যামসাংয়ের ভাঁজ করা এই ট্যাবলেট হবে আট ও নয় ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত যা তিন ভাঁজ করা সম্ভব হবে। এর ডিসপ্লে প্যানেল তৈরিতে প্লাস্টিক টাচ ব্যবহার করা হয়েছে। 

হার্ডওয়্যারের পাশাপাশি এ ধরনের ট্যাবলেটের জন্য সফটওয়্যারেরও বিশেষ পরিবর্তন আনবে স্যামসাং কর্তৃপক্ষ। তবে এ ধরনের ট্যাবলেটকে জনপ্রিয় করতে বিশেষ কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে বলেই মনে করেন বাজার-বিশ্লেষকেরা।

ভাঁজ করা ট্যাবলেটের উত্পাদন খরচ অনেক বেশি বলে এই ট্যাবলেটের দামও বেশি হতে পারে। এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শোতে এই ট্যাবলেট প্রদর্শন করেছে স্যামসাং।
বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী বছর প্রযুক্তিপণ্যের বাজারে নতুনত্ব আনতে ট্যাবলেটের পাশাপাশি নমনীয় স্ক্রিনের স্মার্টফোনও বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ ৭ !!!

 
 আগামী বছরের শুরুতেই মাইক্রোসফটের বাতিলের খাতায় পড়তে যাচ্ছে উইন্ডোজ ৭। ২০১৫ সালের ১৩ জানুয়ারি থেকে উইন্ডোজ ৭ এর জন্য আর কোনো ফ্রি সেবা দেয়া হবে না বলে জানিয়েছে মাইক্রোসফট। এর আগে এ বছরের শুরুর দিকে উইন্ডোজ এক্সপির সেবা দেয়া বন্ধ করেছিল মাইক্রোসফট।
 
অনেকের ধারণা ছিল এক্সপির মতো উইন্ডোজ ৭ এর ক্ষেত্রেও সেবা দেয়ার মেয়াদকাল বৃদ্ধি করবে মাইক্রোসফট। এক্সপির জনপ্রিয়তার কারণে টানা ১৩ বছর সেবা দিয়েছিল মাইক্রোসফট। উইন্ডোজ ৭ ও এক্সপির প্রায় কাছাকাছি জনপ্রিয়তা অর্জন করলেও এক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি করবে না মাইক্রোসফট। তবে যারা বাণিজ্যিকভাবে উইন্ডোজ ৭ ব্যবহার করছে তারা নতুন করে অর্থের বিনিময়ে সেবা পাবে। এক্ষেত্রে ২০২০ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত পাঁচ বছরের সেবা দেবে মাইক্রোসফট। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য সেটা বেশ ব্যয় সাধ্য হবে।
 
ধারণা করা হচ্ছে, উইন্ডোজ ৮ এর বিক্রি বাড়াতেই উইন্ডোজ ৭ এর সেবা দেয়ার মেয়াদ বৃদ্ধিতে অস্বীকৃতি জানিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ৭ এর জনপ্রিয়তার কারণেই উইন্ডোজ ৮ ততটা সুবিধা সৃষ্টি করতে পারেনি প্রতিষ্ঠানটির জন্য। অবশ্য এ ঘটনায় উইন্ডোজ ৭ প্রেমীদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ উইন্ডোজ ৮ এর উন্নত সংস্করণ ৮ পয়েন্ট ১ এ চাইলেই উইন্ডোজ তারা উইন্ডোজ ৭ এর মত পরিবেশ পাবেন। সেজন্য উইন্ডোজ ৮ এর ডেস্কটপ মুড চালু করতে হবে।
 
মজার ব্যাপার হচ্ছে, উইন্ডোজ ৮ খুব বেশি দিন সেবা দেবে না প্রতিষ্ঠানটি। ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত অপারেটিং সিস্টেমটির সেবা দেয়ার সময়সীমা বেধে দেয়া হয়েছে মাইক্রোসফটের পক্ষ থেকে। এদিকে ২০১৫ সালের শুরুতেই আসবে উইন্ডোজ ৯। তবে বিশ্লেষকদের মতে এত দ্রুত উইন্ডোজ ৯  এত তাড়াতাড়ি বাজারে আসলে ক্ষতির মুখে পড়বে উইন্ডোজ ৮। এর আগেও লক্ষ্য করা গেছে, ভিস্তা বাজারে আসার মাত্র দু’বছর পর বাজারে আসে উইন্ডোজ ৭। যার ফলে প্রযুক্তির জগতের ফ্লপের তালিকায় দ্বিতীয় স্থানটি দখল করে নেয় ভিস্তা। সেই তালিকায় হয়তো উইন্ডোজ ৮ এও যুক্ত হতে পারে।

মুঠোফোন চুরি ঠেকাতে‘কিল সুইচ’ আসছে........................

মোবাইল ফোন চুরি প্রতিরোধে ‘কিল সুইচ’ নামে বিশেষ প্রযুক্তি পরীক্ষা করে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও সানফ্রান্সিসকোতে। আইফোন ৫ ও গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনে মোবাইল ফোন চুরি প্রতিরোধের এ প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করে দেখবেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
মুঠোফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে বড় দুশ্চিন্তা থাকে ফোনটির অপব্যবহার নিয়ে। মোবাইল ফোন চালু রাখা ও বন্ধ রাখার প্রযুক্তি রয়েছে। কিন্তু দূর থেকে মোবাইল ফোন অকেজো করে ফেলার কেনো পদ্ধতি নেই। যে কারণেই এ দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে দূর থেকে মুঠোফোন অকেজো করার প্রযুক্তি যুক্ত করার দাবি করছিলেন যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা।
সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের মেয়র বরিস জনসনের কাছ থেকেও মোবাইল চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চিঠি পেয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল, স্যামসাং, গুগলসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
এর আগে হাফিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, মুঠোফোন ছিনতাই ও চুরিতে বিপর্যস্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে সমাধান বের করার অনুরোধ করেছেন।
যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকোতে ২০১২ সালে সংগঠিত ছিনতাইয়ের অর্ধেকই ছিল মুঠোফোন ছিনতাই সংক্রান্ত ঘটনা। স্যানফ্রান্সিসকো ছাড়াও ওয়াশিংটন, নিউইয়র্ক, মেক্সিকোতেও মুঠোফোন চুরি ঠেকাতে সমাধান বের করার অনুরোধ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্র ছাড়া যুক্তরাজ্যেও স্মার্টফোন চুরি ঠেকাতে সচেতনতা বাড়ছে। দূর থেকে যাতে মুঠোফোন অকেজো করে দেওয়া যায় এমন ‘কিল সুইচ’ স্মার্টফোনে যুক্ত করার দাবির কারণে এ ধরনের প্রযুক্তির পরীক্ষা শুরু করেছে প্রতিষ্ঠানগুলো।


সুত্র- প্রথম আলো 
educarebd24 educarebd24