২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল আগামী ৩০ ডিসেম্বর মঙ্গলবার প্রকাশ করা হবে। ২১ ডিসেম্বর রবিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
৩০ ডিসেম্বর শিক্ষাবোর্ডের চেয়াম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী। এরপর বেলা ১১টায় জেএসসি-জেডিসির ফল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।
মোবাইলে এস এম এস এর মাধ্যমে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৪ জানার নিয়মঃ
এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃDHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board
> এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নাম্বারটি লিখতে হবে।
> এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2014 লিখতে হবে।
> Example: JSC <স্পেস>JES <স্পেস>12345 <স্পেস>2014
মাদ্রাসা বোর্ড এর ক্ষেত্রেঃ JDC<স্পেস>MAD<স্পেস>123467<স্পেস>2014
> এবার মেসেজ টি পাঠাতে হবে ১৬২২২ নাম্বার এ ।
(বিদ্রঃ রেজাল্ট পাবলিশ হওয়ার পরে চেষ্টা করবেন)
অনলাইনে জেএসসি-জেডিসি পরীক্ষার রেজাল্ট সংগ্রহ নিয়মঃ
অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd এ দেশের সকল বোর্ড এর ফলাফল একযোগে ফলাফল প্রকাশ করে থাকে। কিন্তু ওইদিন সারা দেশ থেকে একযোগে ঐ সাইটে ধকার চেস্টা করার ফলে সাইটে ধকা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। তাই স্বাভাবিক ভাবেই সবার মনে বিকল্প পদ্ধতি খোজার প্রয়োজন হয়ে পড়ে। । তাই JSC Result 2014 এখান থেকে চাপ মুক্ত ভাবে আপনি সহজে ফলাফল পেতে পারেন।
তবে যারা স্লো স্পীড ইন্টারনেট ব্যাবহার করে তারা চাইলে এডুকেয়ারবিডি24 এর ফেছবুক পেজ থেকে অতি অল্প সময়ে তাদের ফলাফল জানতে পারেন। পেজে জেএসসি ফলাফল ২০১৪ নামে যে পিকচার টা আছে সেখানে কমেন্ট বক্স এ আপনার নাম, বোর্ড এর নাম, রোল নাম্বার দিয়ে কমেন্ট করুন। যদি কেও এস এম এস মাধ্যমে ফলাফল পেতে চান তাহলে আপনার মবেইল নাম্বার টা কমেন্ট এ লিখে দিবেন। যত দ্রত সম্ভব আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
কমেন্ট এ ফলাফল পেতে- " নাম<> বোর্ড এর নাম<> রোল নাম্বার " লিখে কমেন্ট করুন।
এস. এম. এস. এ ফলাফল পেতে- " নাম<> বোর্ড এর নাম<> রোল নাম্বার<> মোবাইল নাম্বার " লিখে কমেন্ট করুন।
বিঃ দ্রঃ দুপুর ১২.0০ টায় JSC Result 2014/ JDC Result 2014 পাওয়া যাবে।
দয়া করে আমার JSC রেজাল্ট পাইয়ে দিয়েন,
উত্তরমুছুনরোলঃ৫০৯৭৮১, রেজিঃ১৪১৭৭১৬৫৫৫, বোর্ডঃদিনাজপূর, ইয়ারঃ-২০১৪।
MMS বা SMS এর জন্য -০১৭৫১২৭৩৩৩৯.
নামহীন১৮ নভেম্বর, ২০২৩ এ ১১:১৫ AM
উত্তরমুছুনদয়া করে আমার JSC রেজাল্ট পাইয়ে দিয়েন,
নাম-Krisno Chandra Ray রোলঃ৫০৯৭৮১, রেজিঃ১৪১৭৭১৬৫৫৫, বোর্ডঃদিনাজপূর, ইয়ারঃ-২০১৪।
MMS বা SMS এর জন্য -০১৭৫১২৭৩৩৩৯.
উত্তর