সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

বন্ধ হচ্ছে ১২ বেসরকারি বিশ্ববিদ্যালয়

নিয়ম না মানা ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার রাজধানীর মিরপুরে ইএটিএল অ্যাপস বুট ক্যাম্পে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা ১২টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ধরে রাখতে পারবো না, সেগুলো বন্ধ হবেই। কিন্তু হাইকোর্টের অর্ডারের কারণে আমরা এখনো তা পারছি না।’
নাহিদ বলেন, ‘আমাদের দেশে ৩০টি পাবলিক এবং ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন কোনটি শিক্ষার চেয়ে ব্যবসা নিয়ে ব্যস্ত। তাদের বারবার বলেও পরিবর্তন করানো যায়নি।’



এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ১২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ভর্তিচ্ছুদের সতর্ক হওয়ার আহ্বান জানায়।
educarebd24 educarebd24 educarebd24

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, এই পোস্ট পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই এডুকেয়ারবিডি২৪ এর নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। --- এডুকেয়ারবিডি২৪