সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

এবার, মাউস হিসাবে কাজ করবে আপনার নিজের মাথা, গ্যারেন্টী সহ

আশা করি সবাই বিন্দাস আছেন, কোনও কারন বসত যদি না থাকেন, ১০০% গ্যারেন্টী দিচ্ছি, এটা ব্যাবহার করলে হয়ে যাবেন।
মাত্র ১২.৪৩ MB-র দ্বারা আপনার মাথা কে-ই বানিয়ে ফেলুন আপনার কম্পিউটার-এর মাউস।
আজ নেট ঘাঁটতে ঘাঁটতে এই আদ্ভুত সফটওয়্যার টি আচমকাই খুঁজে পেলাম। তাই, শেয়ার না করে থাকতে পারলাম না। : )

এবার আমার স্টাইলে দেখে নিন Software টির Details:
Name: Camera mouse 2012
Size: ১২.৪৩ MB
License: Freeware (অর্থাৎ লাইসেন্স কি-এর গল্প নেই)
OS: Windows XP / Vista / 7 / 8 32-bit
Released on: 24th November, 2012
*Requirements: One computer, Electricity, & Webcam

শুধু ডাউনলোড করে ইন্সটল করে নিলেই হবে।
এবার বলি সফটওয়্যার টি কি করবে, আপনি যখন সফটওয়্যার টি ওপেন করবেন, তখন স্ক্রীন-এ আপনার ছবি ওয়েবক্যাম-এর মাধ্যমে আসবে, এরপর আপনাকে, আপনার মুখের যে কোনও অংশ সিলেক্ট করতে হবে। তারপর সফটওয়্যারটি আপনার দেখিয়ে দেওয়া স্থান কে  ক্রমাগত trace করবে, আর সেই মত মাউস পয়েন্টার-ও নড়বে। তবে মুখের একটি অংশ সিলেক্ট করার সময় নাক কে বাছলেই ভালো হয়, কেননা ওটা মোটামুটি স্ক্রীন-এর মাঝে থাকে, তাই স্ক্রীন ছেড়ে বেরিয়ে যাওয়ার সম্ভবনা কমে যাবে।
আর কয়েকটি কথা বলি, সফটওয়্যার টি প্রচণ্ড সংবেদনশীল, তাই শুরু করার সময়ের জন্য কিছু সেটিংস্‌ recommend করছি, যাতে আপনাদের ব্যাবহার করতে সুবিধা হয়।

প্রথমে, Settings থেকে “Clicking” ট্যাব-এর সব কটি box-এ tick মেরে দিন।
চিত্রঃ 
এর পর “Control” tab-এও সব box-এ tick দিন।
চিত্রঃ

এরপর “Gains”-এর দুটো option-এই “very low” select করুন।
চিত্রঃ

এরপর “Misc.” tab থেকে প্রথম option টি কে Extreme করুন।
চিত্রঃ

এরপর Alt+D press করে OK করে দিন।
ব্যাস কাজ শেষ।
এরপর আরামে ব্যাবহার করুন।
ঐ যাঃ , কি কাণ্ড দেখেছেন, আর একটু হলেই Download link দিতেই ভুলে যাচ্ছিলাম :p
বেশ, তবে ৩ টে লিঙ্ক দিচ্ছি, যেটা থেকে খুশি Download করুন।

পোস্টটা কেমন হল জানাবেন, কোনও সমস্যা হলেও জানাবেন কিন্তু নির্দ্বিধায়।

নতুন সফটওয়্যার, বই, গান, গজল, সংবাদ, লাইভ স্কোর এর আপডেট পান আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে … একদম ফ্রী …

আসসালামু আলাইকুম । আল্লাহ্‌র অশেষ রহমতে আমি আরেকটি পোস্ট লিখতে বসেছি । আমি জানি না আমাকে আপনাদের কততুকু ভাল লাগে ! আমার পোস্টগুলু আপনাদের কোন উপকারে আসে কি না তাও জানি না । যদি আমার পোস্টগুলু ভাল লেগে থাকে তাহলে পোস্টগুলু পড়বেন এবং যথাযথ মন্তব্য করবেন ।


আমি যে সিস্টেমের কথা বলছি তা মূলত twitter এর মাধ্যমে । এখন শুরু করা যাক । প্রথমে আপনার একটি twitter অ্যাকাউন্ট লাগবে, যদি থাকে তো ভাল না থাকলে অ্যাকাউন্ট খুলতে হবে, এজন্য twitter.com ঢুকুন আপনার ব্রাউজার থেকে । এখন ডান পাশ থেকে নিচে দেখুন New to Twitter? Sign up আছে । এখান থেকে form fil-up করে sing up for twitter এ ক্লিক করুন এখন আরেকটি ফর্ম আসবে এটাও তথ্য পুরন করে সাবমিটকরুন । আপনার টুইটার অ্যাকাউন্ট খুলা শেষ ।
 এখন টুইটারে আপনার মোবাইল setup করতে হবে এজন্য twitter এ ঢুকে ডানে উপড়ে 
বাটনে ক্লিক করুন, ড্রপ-ডাউন মেনু থেকে Settings এ ক্লিক করুন , তারপর মোবাইলে ক্লিক করুন । এখন আপনি এই ছবির মত পেজ দেখতে পাবেন ।

এখন Phone Number filed এ আপনার নাম্বার লিখুন । (Airtel Citycell ব্যাবহারকারীরা শুধু এখন এই সুবিধা উপুভোগ করতে পারবেন । কারন এছাড়া অন্য operator এখনও twitter সাপোর্ট করে না । তবে মনে হয় খুব শিগ্রই অন্যান্য ফোন অ্যাক্টিভ করা যাবে ।) এবার Active Phone এ ক্লিক করুন । এখন আপনি এই ছবির মত পেজ দেখতে পাবেন ।
এখন আপনি যে নাম্বার এখানে দিয়েছেন সে নাম্বার থেকে Go লিখে 9594 এ এসএমএস পাঠাতে হবে । মেসেজ ডেলিভারড হলে আপনার ফোন অ্যাক্টিভ হয়ে যাবে ।

এখন আপনাকে নতুন সফটওয়্যার, বই, গান, গজল আপডেট মোবাইলে পেতে হলে http://twitter.com/oshadharonfans  এই ঠিকানাই যেতে হবে এবং
তে ক্লিক করতে হবে । এখন মোবাইল এ আনতে 

 এই বাটনে ক্লিক করে 

Turn on mobile notifications এ ক্লিক করুন করুন ।
এভাবে সংবাদ মোবাইলে পাওয়ার জন্য https://twitter.com/ProthomAlo_Web এ ঠিকানাই গিয়ে follow এবং Turn on mobile notifications এ ক্লিক করুন করুন ।

এভাবে Live Score মোবাইলে পাওয়ার জন্য https://twitter.com/LiveCricInfo এ ঠিকানাই গিয়ে follow এবং Turn on mobile notifications এ ক্লিক করুন করুন ।

এভাবেই আপনি নতুন সফটওয়্যার, বই, গান, গজল, সংবাদ, লাইভ স্কোর এর আপডেট পান আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে পেতে পারেন একদম ফ্রী …

এখনই চালু করে নিন । মোবাইলে ফ্রীতে আপডেট পান সকল বিষয়ের । কোনও সমস্যা হলে মন্তব্য করুন আমি সমাধান করার চেষ্টা করব । আর যদি কোনও উপকারে আসে তাহলে অন্তত ধন্যবাদ জানবেন ।
সবাই ভাল থাকুন । আল্লাহ্‌ হাফেয …


বানিয়ে নিন একটি প্রজেক্টর! কিঞ্চিত মজা পাবেন!

বিসমিল্লাহির রহমানির রহিম
সিনেমাহলে নিশ্চয়ই গেছেন। আর তা না গেলেও বর্তমানে কোথাও না কোথাও অবশ্যই প্রজেক্টর নামক বস্তুটি দেখেছেন। প্রজেক্টরের কাজ মুলত ইনপুটকে তীব্র আলোকমালায় রুপান্তরিত করে নিক্ষেপ করা। সেই আলোকমালা যখন কোন অবজেক্টে বাধা পায় তখন আমরা সেখানে আমাদের ইনপুটকৃত ইমেজটির প্রতিফলন দেখতে পাই।

প্রজেক্টর যেমন ইমেজকে বহুগুনে বর্ধিত করে তেমনি এর মুল্যও আমাদের বতমান বাজারে বহুগুনে বর্ধিত। মানসম্মত একটি প্রজেক্টর বগলদাবা করতে হলে আপনাকে গুনতে হবে কমকরে হলেও পঞ্চাশ হাজার টাকা। তাই বলে কি আমরা বড়পর্দায় কোন কিছু দেখার স্বাদ পেতে পারিনা? অবশ্যই। যদিও ব্যাপারটি অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো তবুও চেষ্টা করে দেখতে দোষ কি?

যা যা লাগবে-

১। একটি ব্যাডমিন্টন এর কর্কের খালি প্যাকেট।

২। ভালো মানের একটি ম্যাগনিফাইং গ্লাস।
৩। সাদা পর্দা (সাদা ওয়াল বা সাদা আর্ট পেপার টাঙ্গিয়ে নিন)
৪। একটি মাল্টিমিডিয়া মোবাইল সেট। (স্ক্রীন যত বড়, উজ্জল এবং বেশি রেজুলেশন হবে ছবি ততই স্পষ্ট হবে)

কাজের ধাপ-

১। প্রথমে কর্কের বক্সটি নিচের ছবির মতো করে কাটুন। তার আগে আপনার মোবাইলটির প্রস্থ মেপে নিন। এবং সেই অনুযায়ী কাটতে পারলে ভালো।
২। ম্যাগনিফাইং গ্লাসটা এই ভাবে বক্সের মাথায় সেট করুন। ম্যাগনিফাইং গ্লাস যত বড় এবং উন্নত হবে আপনার ছবি তত ভালো হবে।
৩। এবার আপনার পছন্দের একটি গান মোবাইলে চালু করে সেটাকে ফুলস্ক্রীন করুন। তার আগে যদি আপনার সেটে ডিসপ্লে লাইট এডজাষ্ট করা যায় তবে সেটাকে যথা সম্ভব উজ্জল করে নিন।
৪। এখন ছবিতে দেখানো মতো মোবাইলটি বক্সের মধ্যে সেট করুন।


৫। সাদা পর্দা তৈরি করেছেনতো? নাহলে সেটার ব্যবস্থা করুন।
৬। আপনাকে আর আলোতে রাখা সম্ভব নয়। ঘরের দরজা জানালা লাগিয়ে লাইট অফ করে ঘরকে একেবারে ঘুটঘুটে অন্ধকার করে ফেলুন।
৭। এবার রাইফেল স্টাইলে আপনার যন্ত্রপাতি সাদা পর্দার দিকে তাক করুন। আপনার মোবাইলে যে মুভি চলছে তার উল্টো প্রতিবিম্ব পর্দায় দেখতে পাবেন।
৮। যদি ঝাপসা আসে তবে মোবাইলটি লেন্স থেকে কাছে দুরে করে এডজাষ্ট করে নিন।


এবার উপভোগ করুন ঘোলের থুড়ি প্রজেক্টরের স্বাদ।
* আমি আমার ল্যাপটপ দিয়ে এই দুষ্কর্ম সাধনের অপচেষ্টা করেছিলাম কিন্তু ম্যাগনিফাইং গ্লাস ছোট হওয়ায় সেটা সফলতার মুখ দর্শন করেনি। তবে ছোট পর্দা করে গান বা টিভি চালিয়ে ছাদের দিকে তাক করে চিতপটাং হয়ে শুয়ে মাঝে মাঝে উপভোগ করি।
* চেষ্টায় আছি মোবাইলের স্ক্রীনে অস্ত্রপচার করে সেটার পিছনে লাইট লাগিয়ে কোনভাবে জোরাল ফ্লাশ করা যায় কিনা। কিন্তু সামনে পরীক্ষা। গবেষনার পিছনে সময় দেয়া যাচ্ছেনা। সফল হলে আপনাদের সাথে শেয়ার করবো।
* আবারোও বলছি ম্যাগনিফাইং গ্লাস এবং আপনার মোবাইলের ডিসপ্লে যত উন্নত হবে রেজাল্ট ততই ভালো পাবেন।
* এত ঝামেলা না করতে চাইলে অপেক্ষায় থাকুন কখন ইন্ডিয়ার Spice ফোনটি আমাদের বাজারে আসে। বিশ্বকাপ চলাকালীন সবাই নিশ্চয়ই দেখেছেন ফোনটার এ্যাড। আমিও ওই অপেক্ষাতেই আছি।


ল্যাপটপ দিয়ে তৈরি করুন WiFi নেটওয়ার্ক

আজকাল আমাদের প্রায় সবার বাসাই ল্যাপটপ ব্যবহার করা হ্য়। আবার কারো কারো বাসাই একের অধিক ল্যাপটপ আছে, আবার এখনকার WiFi সহ Letest মোবাইল ফোন ও থাকে। আমারা যেহেতু সবাই ইন্টারনেট ব্যবহার করি তাই ইচ্ছা করলেই আমরা আমাদের ল্যাপটপের ইন্টারনেট অন্য ল্যাপটপে অথবা WiFi মোবাইল ফোনে ব্যবহার করতে পারি খুব সহজেই।
আপনার ল্যাপটপে যদি Windows 7 দেয়া থাকে তাহলে শুধু একটা Software দিয়ে আপনি খুব সহজেই আপনার ল্যাপটপকে WiFi HotSpot বানাতে পারবেন। Software টির নামConnectify ।


download link:http://www.filefactory.com/file/5h31zfns8nh1/n/ConnectifyInstaller.exe
Software টি ডাউনলোড করে Install করুন। এরপর Software টি রান করুন।
আপনার ল্যাপটপ দিয়ে নিজেই হয়ে যান WiFi HotSpot এর মালিক
  • এবার আপনি যে নামে WiFi HotSpot বানাতে চান, WiFi Name এ সেই নাম দিন।
  • এরপর Password এ আপনার Password দিন যেটা আপনার WiFi HotSpot ব্যবহারকারীরা লগিন করার জন্য ব্যবহার করবে।
  • এবার আপনি আপনার ল্যাপটপে যে টাইপের ইন্টারনেট ব্যবহার করেন সেটার উপর ভিত্তি করেInternet অপশন নির্বাচন করতে হবে। আপনি যদি Broadband/Dial Up ব্যবহার করেন তাহলে Local Area Network নির্বাচন করুন।
  • এবার Start HotSpot বাটনটা চাপুন।
  • এবার আপনি আপনার অন্য যে ল্যাপটপে অথবা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করবেন সেখানে WiFi সার্চ করে আপনার WiFi HotSpot নির্বাচন করে Password দিয়ে লগিন করে প্রবেশ করুন ইন্টারনেট এর দুনিয়াতে।


সূত্রঃটেকটিউনস

“কাল থেকে দেশে থ্রিজি মোবাইল সেবা”

আগামীকাল রবিবার রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে বাংলাদেশ থ্রিজি (তৃতীয় প্রজন্ম) প্রযুক্তিতে পা রাখতে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সম্মেলনকেন্দ্র থেকে এই সেবার মাধ্যমে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরদিন সোমবার থেকে এর সিম বিক্রি শুরু হবে। এদিনই সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে এর সংযোগ ফি ও সেবার চার্জ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
তবে গ্রাহকরা থ্রিজি সিম কিনলেও তা ব্যবহার করতে পারবে আরো কয়েক দিন পর। বিটিআরসির সাম্প্রতিক নির্দেশনা অনুসারে, সিম বিক্রির পর ৭২ ঘণ্টা সময়েরমধ্যে গ্রাহকের পরিচয়পত্রের সত্যতা যাচাইশেষ হওয়ার পরই তা চালু করাহবে।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান গতরাতে কালের কণ্ঠকে জানান,প্রথমে ঢাকা নগরী, টঙ্গী, গাজীপুর, সাভার ও
নারায়ণগঞ্জ এলাকায় এই সেবা চালু করা হবে।
রাজধানীতে টেলিটকের তিন হাজার রিটেলার পয়েন্ট ও আটটি কাস্টমার কেয়ার সেন্টারে সিম বিক্রি হবে। পরে চট্টগ্রাম, কঙ্বাজার ও সিলেট এবং পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায় এ সেবা চালু হবে।
থ্রিজি সেবার মাধ্যমে আমরা নতুন কী পেতে যাচ্ছি? এ প্রশ্নে মুজিবুর রহমান বলেন, এ সেবা পেতে অবশ্য একটি স্মার্ট ফোনসেট লাগবে। এর মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট ছাড়াও টিভি দেখার সুযোগ থাকবে। প্রথম পর্যায়ে বিটিভিসহ পাঁচটি টেলিভিশন চ্যানেল এতে দেখা যাবে। পরে অন্যান্য টিভি চ্যানেলও দেখা যাবে। প্রাথমিকভাবে বেসরকারি টেলিভিশনগুলোর মধ্যে জিটিভি, আরটিভি, সময়এবং মাইটিভি দেখা যাবে।
ধারণা করা হচ্ছে, থ্রিজিতে গ্রাহকরা সবচেয়ে বেশি ব্যবহার করবে ভিডিও কল। এতে মোবাইল ফোনে কথোপকথনের সময় দুই পক্ষেরই ছবি দেখা যাবে। পরস্পরের অবস্থানও জানা যাবে। আধুনিক প্রযুক্তির এই সেবার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাও উন্নত হবে। অফিসে বসেই কোনো একটি স্থানে কী ঘটছে তা পর্যবেক্ষণ করা যাবে। শহরের সব সড়কের গাড়ির গতিবিধি দেখে ট্রাফিক বিভাগ অনাকাঙ্ক্ষিত যানজট নিয়ন্ত্রণ করতে পারবে।
এদিকে দেশে এই থ্রিজি মোবাইল সেবা চালু হচ্ছে কোনোরকম নীতিমালা ছাড়াই। এ জন্য এই সেবা আপাতত পরীক্ষামূলকই থাকছে। আগামীবছর বেসরকারি মোবাইল অপারেটরদের থ্রিজি লাইসেন্স দেওয়ার আগে নীতিমালা চূড়ান্ত হতে পারে।
প্রসঙ্গত, টেলিযোগাযোগ খাতে থ্রিজি (তৃতীয় প্রজন্ম) প্রযুক্তি চালু ও বর্তমান ২.৫-জি নেটওয়ার্ক সম্প্রসারণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য গত বছরের ৯ জুন চীনের এঙ্মি ব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের ২১ কোটি ১০ লাখ ডলারের ঋণচুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তি অনুসারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন টেলিটক বাংলাদেশ লিমিটেড এ প্রকল্প বাস্তবায়ন করছে।

এবার আপনি যে কোন মোবাইলের ইন্টারনেট সেটিংস দিন, ১০ সেকেন্ডে !!!

আমরা যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি তাদের সচরাচর চার্জের বিনিময়ে নিজেদের অপারেটরের কাছ থেকে কনফিগারেশন নিতে হয়, তাই না? হাঁ ঠিক তাই কম পক্ষে একটা মেসেজ এর …টাকা তো দিতে হয়। আমি আজ আপনাদের সবার মোবাইলে ফ্রি ইন্টারনেট কনফিগারেশন দিব। এর জন্য প্রথমে আপনাকে নীচের লিঙ্কে প্রবেশ করুন -


এর পর এখান থেকে প্রথমে আপনি আপনার মোবাইলের ব্রাণ্ড সিলেক্ট করুন ও পাশের >> চিহ্নে ক্লিক করুন।
এরপর আপনি এখান থেকে আপনার মোবাইলের মডেল সিলেক্ট করুন ও >> চিহ্নে ক্লিক করুন
এবার আপনি এখান থেকে আপনার মোবাইল নং টি প্রবেশ করার জন্য প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন করার পর দেখবেন কোড 880 সেখানে ডিসপ্লে হবে আপনি শুধু বাকি নং গুলো প্রবেশ করাবেন যেমন 1618555100 এবং >> চিহ্নে ক্লিক করুন।
এখন আপনি মোবাইল প্রোভাইডার সিলেক্ট করবেন এবং >> চিহ্নে ক্লিক করবেন।
এবার কনফার্মেশন কোড গুলো প্রবেশ করিয়ে, একসেপ্ট বক্সে টিক চিহ্ন দিয়ে Get settings এ ক্লিক করুন,
ব্যস আপনার কাজ শেষ এবার আপনার মোবাইলে সেটিংস আসলে 1234 দিয়ে সেভ করুন এবং উপভোগ করুন। এভাবে আপনি পৃথিবীর যে কোন দেশের যে কোন মোবাইলে সেটিংস নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ ।।

যেভাবে .mob বই তৈরী করবেন ।শিখে নিন ।

 আস-সালামু-ওয়ালাইকুম
সকলে কেমন আছেন ?
PDF থেকে যেভাবে .mob বই তৈরী করবেন ।
খেয়াল করুনঃ
সব PDF কে .mob বানানো যাবেনা ।কারন সকল PDF থেকে টেস্কট আকারে লেখা কপি করা যায়না ।তবে ৫০০কেবির নিচের ফাইলগুলো সাধারনত কপি করা যায় ।মোট কথা স্ক্যান করা PDF বাদে অন্য PDF গুলোকে নিচের নিয়ম ফলো করে .mob তৈরী করতে পারবেন ।

PDF টির লেখাগুলো কপি করুন ।এবার Write Bangla Pad এর Tools অপশনে গিয়ে Old Bangla To Unicode সিলেক্ট করুন ।একটা রিফ্রেস দিন ।এবার নিচের ঘরটিতে লেখাগুলো পেস্ট করে 'ইউনিকোডে বদলে উপরে নাও' বাটনে ক্লিক করুন ।
একটু Wait করুন যতখন না পর্যন্ত উপরের ঘরটিতে লেখাগুলো আসে ।লেখাগুলো আসলে ,সবগুলো লেখা Select করে মাইক্রোসফল ওয়ার্ডে যান ।Paste করুন ।Plain text হিসেব Save করুন ।Encoading হিসেবে UTF-8 দিন ।
এবার মোবাইলে ফাইলটা এনে,Bluftp দিয়ে Rename করে .txt উঠেয়ে .mob বসিয়ে দেন ।ব্যাস ফাইল তৈরী শেষ। আপলোড করতে Select এ ক্লিক করে Compress with zip এ ক্লিক করে ফাইলটা zip ফাইল করে আপলোড করতে হবে ।
ও হ্যা বড় উপন্যাস হলে একাধিক খন্ড করে দিবেন ।চেষ্টা করবেন প্রতি খন্ডের আকার ৩০০kb এর মধ্যে রাখার জন্য ।

ভাল লাগলে কমেন্ট করবেন।সবাই ভাল থাকবেন।
সূত্রঃটেকটিউনস 
 

ঈদ এর খুশি প্রিয়জনদের সাথে শেয়ার করুন ফ্রী আনলিমিটেড এসএমএস এর মাধ্যমে ।

আস-সালামু-ওয়ালাইকুম
সকলে কেমন আছেন ? নিশ্চয়ই ভালো! আর ভালো থাকবেন নাই বা কেন! কাল যে ঈদ। :) আর তাই আপনাদের ঈদ এর খুশিকে দিগুণ করতে নিয়ে এলাম ফ্রী আনলিমিটেড এসএমএস পাঠানোর  সাইট।






এখান থেকে  আপনি যত খুশি এসএমএস করতে পারবেন।
রেজিস্ট্রেশন না করেই পাঠাতে পারেন আনলিমিটেড এসএমএস সারা বিশ্বে।

 তাহলে আর দেরি কেন?  শুরু করে দিন এসএমএস  পাঠানো।  :)
আর আপনাদের সকল এর প্রতি ঈদ এর শুভেচ্ছা  রইল ।

নকিয়ার কল্যাণে আসছে ৪১ মেগাপিক্সেল ক্যামেরার ফোন!!!


ব্রাজিলে চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া ঘোষণা করলো নতুন এক সিমবিয়ান স্মার্টফোন ৮০৮ পিউরভিউ।
এই হ্যান্ডসেটের চমকে দেয়া বিষয়টি হলো এর ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা। খবর ম্যাশএবল-এর।
অবিশ্বাস্য হলেও সত্যিই নকিয়া কার্ল জেইস লেন্স এবং নকিয়ার তৈরি পিক্সেল ওভার-স্যামপলিং প্রযুক্তি কাজে লাগিয়ে এই শক্তিশালী ক্যামেরা দিয়েছে ৮০৮ পিওরভিউতে।

→ তবে অতিরিক্ত মেগাপিক্সেল হলেই যে ছবির মান বেড়ে যাবে, এমনটা নয় বলেও জানিয়েছে ম্যাশএবল।
সূত্র আরও জানিয়েছে, পিওরভিউ প্রযুক্তি নকিয়ার অন্যান্য স্মার্টফোনেও দেয়া হবে। ফলে শিগগিরই মেগাপিক্সেলের সংখ্যা আশাতীত বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ঘোষণা করা এই হ্যান্ডসেটটিতে রয়েছে;
→ ১.৩ গিগাহার্জ প্রসেসর,
→ ৪ ইঞ্চি স্ক্রিন,
→ ৫১২ মেগাবাইট র‌্যাম এবং
→ ১৬ গিগাবাইট স্টোরেজ।
এটি আসছে মে মাসেই, ৪৫০ ইউরোতে বাজারে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্রঃ সংগৃহীত

বাংলাদেশের মোবাইল অপারেটারের সকল নাম্বার


 কেমন আছেন । আশা করি ভালই আছেন।
আপনাদের ভাল লাগলে আমার কষ্ট সার্থক হবে.......................................।
সব অপারেটারের মেইন মেনু
গ্রামিন ফোন *111#
রবি *140#
বাংলালিঙ্ক *789
যে ভাবে টাকা দেখবেন
গ্রামিন ফোন *566# [Prepaid]12115 [Postpaid]sms: 2000 [Postpaid]
বাংলালিঙ্ক*124#

এয়ারটেল *778#
রবি*222# or *222#1 or 222
টেলিটক *152#
সিটিসেল*8111
হেল্প লাইন
গ্রামিন ফোন*121
বাংলালিঙ্ক*123
এয়ারটেল*787
রবি*123 or sms to 8123
টেলিটক *1234
সিটিসেল121
ফ্রেন্ড এন্ড ফেমালি
গ্রামিন ফোন
Value added Features Services SMS Format Send to
F&F Activation 0171XXXXXXX0171XXXXXXX0171XXXXXXX 2888
Change Old No New No 2888
To View F&F or FnF 2888
F&F numbers can be changed every 30 days (Applicable for Smile, Djuice & Xplore Subscribers)Postpaid: 2800
Airtel:
Warid self service Friends n family Add a number Enter desired number
Robi:
1. Dial *140#, select ‘FnF & Partner’ and follow instructions thereafter 2. SMS to 8363 (8FNF) as follows:
To SMS Format Example
Add FnF numbers addFnF numbers
**(if you want to enter multiple numbers leave space between them) add 018xxxxxxxx 017xxxxxxxx 019xxxxxxxx
Add Partner number PPartner Number P 018xxxxxxxx
Delete FnF and Partner number delnumber to be deleted del 018xxxxxxxx
To see current FnF and Partner list and status FnF
To know about the whole process Help
Notes: · Maximum of 3 numbers can be added as FnF with 1 SMS · Maximum 1 number can be added as Partner with 1 SMS · Maximum 1 number can be deleted from FnF and Partner list with 1 SMS · Each FnF & Partner number can be changed after 15days · SMS charges are applicable
Banglalink:
*789#
Teletalk:
Prepaid:
Write ADD 0155XXXXXXX 02XXXXXX 017XXXXXXXX and send SMS to 363.
Postpaid:
FADD 0155XXXXXXX 0155XXXXXXX 0155XXXXXXX 0155XXXXXXX 0155XXXXXXX and send SMS to 363.
Airtel/GP/Robi/Banglalink Internet settings with IP address:
#internet+wap settings:
set up homepage for all
#Gp internet:
IP: 10.128.01.02,
port : 8080,
apn: Gpinternet,
##gp wap:
IP: 10.128.01.02,
port : 8080,
apn: Gpwap
#Airtel internet:
IP: 10.06.00.02,
Port: 8080,
apn: Internet,
##warid wap:
IP: 10.06.00.02,
Port: 8080,
apn: wap,
#Robi internet:
IP: 192.168.23.7
Port: 9028,
apn: Internet,
##Robi wap:
IP: 192.168.23.7
Port: 9028,
apn: Wap
#banglnk web:
IP: 10.10.55.34
port: 8799
apn : Blweb,
#banglalink wap:
IP: 10.10.55.34
port: 8799,
apn: Blwap
Labels: Warid/GP/Aktel/Banglalink Internet IP addres
For Details of Internet Settings click here
Contact with customer relation officer
Grameenphone:
E-mail: insta.service@grameenphone.com
Web: http://www.grameenphone.com
Direct Chat: https://ic-web.grameenphone.com/
Phone number:
From mobile with same sim:: 121
From any phone: 9882990
Fax: 9882948
Banglalink:
E-mail: info@banglainkgsm.com
Web: http://www.banglainkgsm.com
Phone number: 01911 304121
From mobile with same sim: 121
From any phone: +880191310900-901
Fax: 089888370-1
Airtel:
E-mail: customerserice@bd.airtel.com
Web: www.bd.airtel.com
Phone number:
From mobile with same sim: 786
From any phone: +8801678600786
Robi:
E-mail: 123@aktel.com
Web: www.aktel.com
Phone number: 01819 400400
From mobile with same sim: 121
From any phone:
Fax: +88 01819 234329 - 333 +88 02 8832503
Teletalk:
Web: www.teletalk.com.bd
Phone number: 9882585-ext-333 0155-0157750/60
Recharge Card:
Dial *151*13 digit PIN #
Citycell:
Web: www.citycell.com
Phone number: 011 99 121 121
Additional information of different operators are available hereby:
GP
Banglalink
Airtel
Robi
Teletalk
Citycell
ভাল লাগলে কমেন্ট করবেন।সবাই ভাল থাকবেন।
সূত্রঃটেকটিউনস
 
educarebd24 educarebd24