সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

COLONE Tools এর মাধ্যমে কিভাবে ছবির কোন অংশকে প্রতিস্থাপন করা হয় আসুন দেখি। পর্ব-৫

বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।গত পর্বগুলোতে আমরা ফটোশপ সম্পর্কে এবং এর ব্যবহার সম্পর্কে জেনেছি।আজ ফটোশপ টিউটোরিয়াল পর্ব-৫ শুরু করতে যাচ্ছি। এখনো পর্যন্ত জাদের কাছে অ্যাডবি ফটোশপ সফটওয়্যার টি নাই তারা এখনি এখান থেকে ডাউনলোড করে নিন

আজকে আমরা আলোচনা করব ফটোশপ এর একটি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে। আজ আমরা কোলন(COLONE) টুলস নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখবো COLONE টুলস বাবহারের মাধ্যমে কিভাবে ছবির কোন অংশকে প্রতিস্থাপন করা হয়। আপনারা উপরে যে ছবিটি দেখছেন সেখানে একটি ছবির একটি অংশকে অন্য অংশ দারা প্রতিস্থাপন করা হয়েছে। চুলুন কথা না বাড়িয়ে ভিডিও টিউটোরিয়ালটি দেখি এবং নিজে নিজে চেষ্টা করি।


ভিডিওটি চাইলে কেও ডাউনলোড করে রাখতে পারেন তবে শুধু ডাউনলোড করলে হবে না অবশ্যই নিওমিত চর্চা করতে হবে। আগামি পর্বে আমরা কলন(COLOUR) টুলস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সাথে থাকবেন। কোন বিষয় জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না। সবার সুস্ততা কামনা করছি। ধন্যবাদ ।

আম্বুস (AMBOOS)টুলস এর মাধ্যমে কিভাবে কম্পানির এড ডিজাইন করা হয় আসুন দেখি। পর্ব- ৪

বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।গত পর্বগুলোতে আমরা ফটোশপ সম্পর্কে এবং এর ব্যবহার সম্পর্কে জেনেছি।আজ ফটোশপ টিউটোরিয়াল এর মেইন পর্ব শুরু করতে যাচ্ছি। তবে এখনো পর্যন্ত জাদের কাছে অ্যাডবি ফটোশপ সফটওয়্যার টি নাই তারা এখনি এখান থেকে ডাউনলোড করে নিন
আজকে আমরা আলোচনা করব ফটোশপ এর একটি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে। আজ আমরা আম্বুস (AMBOOS)টুলস নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখবো বিভিন্ন লেয়ার ইফেক্ট এর মাধমে কিভাবে কোন কম্পানির এড ডিজাইন করা হয়। আপনারা উপরে যে ছবিটি দেখছেন সেখানে একটি নাভানা কম্পানির এড তৈরি করা হয়েছে। চুলুন কথা না বাড়িয়ে ভিডিও টিউটোরিয়ালটি দেখি এবং নিজে নিজে চেষ্টা করি। 



ভিডিওটি চাইলে কেও ডাউনলোড করে রাখতে পারেন তবে শুধু ডাউনলোড করলে হবে না অবশ্যই নিওমিত চর্চা করতে হবে।
আগামি পর্বে আমরা কলন(COLONE) টুলস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সাথে থাকবেন। কোন বিষয় জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না। সবার সুস্ততা কামনা করছি। ধন্যবাদ ।   

ডাউনলোড করে নিন অ্যাডবি ফটোশপ 7.0 সাথে থাকছে সিরিয়াল কি (মিডিয়াফায়ার লিঙ্ক)। পর্ব- ৩

সবাইকে সালাম জানাই।আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন ।গত দুটি পর্বে আমরা ফটোশপ সম্পর্কে ও এর শর্ট-কাট কি গুলো সম্পর্কে জেনেছি।আজ আসলে আমরা কোন বিষয় সম্পর্কে জানবো না। আমাদের অনেকের কাছে অ্যাডবি ফটোশপ 7.0 আছে। এ পোস্টটি শুধু তাদের জন্য জাদের কাছে অ্যাডবি ফটোশপ 7.0 সফটওয়্যার টি নাই। আপনাদের ডাউনলোড করার সুবিদার জন্য সফটওয়্যার টি জিপ ফাইল আকারে দেয়া হল মাত্র ১৬০ মেগাবাইট ও মিডিয়া ফায়ার এর লিঙ্ক দেয়া হল।  চলুন আর কথা না বাড়িয়ে ডাউনলোড করে ফেলি। 
প্রথমে নিচের লিঙ্ক হতে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর ইন্সটল করুন।

লিঙ্কঃhttp://www.mediafire.com/download/7otewa3p127k3p1/Photoshop+7.0+Full.zip

সিরিয়াল নাম্বার নিচে দেওয়া হল যে কোন একটি ব্যবহার করুনঃ 
  • 1045-1275-2546-0411-5466-5760
  • 1045-1209-6738-4668-7696-2783
  • 1045-1208-8261-8319-6942-3707



কোনো সমস্যা হলে কমেন্ট করুন।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ...

জেনে নিন ফটোশপ এর A to Z শর্ট কাট কি গুলো। পর্ব- ২

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা। গত পর্বে আমরা ফটোশপ সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা জানবো ফটোশপ এর শর্ট কাট কি গুলো সম্পর্কে।আমরা যদি ফটোশপ এ দ্রত কাজ করতে চাই তা হলে শর্ট কাট কি গুলো জেনে নেওয়া আমাদের জন্য খুবই জুরুরি। অন্যথা আমরা ফটোশপ এ কাজ শিখবো ঠিক কিন্তু দ্রুত করতে পারব না। তাই চলুন দেরি না করে ভিডিও টিউটোরিয়াল আসার আগে দেখে নেয়া যাক ফটোশপ এর শর্ট কাট কি গুলো - 

 আজ এ পর্যন্ত। যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানবেন। সুস্ত থাকবেন।।


ফটোশপ কি ? ফটোশপ কেন ব্যবহার করবেন। আসুন দেখি।। পর্ব- ১

ফটোশপ কি ?
এডবি ফটোশপ হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়ার একে বলা হয় ইন্ডাষ্ট্রি ষ্ট্যান্ডার্ড। ফটোশপের রয়েছে অসংখ্য ফিচার যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের নকশা তৈরি করা, ছবিতে নতুন বৈশিষ্ট্য যোগ করা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, অসংখ্য রঙের সংমিশ্রণ দিয়ে ছবিকে আকর্ষণীয় করা সহ হাজারো কাজ করা যায় ।


ফটোশপ কেন ব্যবহার করবেন?
ছবি এডিটিং এর ক্ষেত্রে এডোবি ফটোশপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। বিভিন্ন প্রোগ্রামার, ডিজাইনাররা তাদের প্রজেক্ট বা ছবির কাজগুলো সম্পন্ন করে থাকেন ফটোশপে। ফটোগ্রাফাররা তাদের ছবি ঠিক করেন ফটোশপে। প্রফেশনাল ব্যাক্তিরা এটিতে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কারন ফটোশপ ব্যবহার করে পত্রিকা, বিজ্ঞাপন, বইয়ের প্রচ্ছদ, লিফলেট, পোষ্টার থেকে শুরু করে সব ধরনের ডিজাইনের কাজ করা যায়।
ফটোশপের আপডেট ভার্শন সবসময় ব্যাবহারের চেস্টা করুন। যদি আপনার কম্পিউটার ভালমানের না হয়ে থাকে তবে আপনি পুরনো ভার্শনে ব্যাবহার করতে পারেন। এডুকেয়ারবিডি২৪ ব্লগ সাইটটিতে  যুক্ত হতে জাচ্ছে বিপুল সংখ্যক ফটোশপ ভিডিও টিউটোরিয়াল যার মাধ্যমে আপনি সহজেই ঘরে বসে ফটোশপ শিখতে পারবেন। আমাদের প্রতিটি টিউটোরিয়ালে আপনি ধাপে ধাপে নির্দেশনা পাবেন। সিগ্রই তা প্রকাশিত হবে।


এছারাও অনেকেই শখের বশে ক্যামেরায় অথবা মোবাইল ফোনে ছবি ছবি তুলে থাকেন কিন্তু এডিটিং না জানার কারনে ছবিটিকে দৃষ্টিনন্দন করে তোলা সম্ভব হয়না তাই ফটোশপ একটি অপরিহার্য এডিটিং সফটওয়্যার।  

ভিডিও টিউটোরিয়াল আসছে। সুতরাং চোখ রাখুন  এডুকেয়ারবিডি২৪.কম এ সবসময়। 
educarebd24 educarebd24