বন্ধুরা কেমন আছেন সবাই?
আশা করি ভালো আছেন।গত পর্বগুলোতে আমরা ফটোশপ সম্পর্কে এবং এর ব্যবহার সম্পর্কে
জেনেছি।আজ ফটোশপ টিউটোরিয়াল এর মেইন পর্ব শুরু করতে যাচ্ছি। তবে এখনো পর্যন্ত
জাদের কাছে অ্যাডবি ফটোশপ সফটওয়্যার টি নাই তারা এখনি এখান থেকে ডাউনলোড করে নিন।
আজকে আমরা আলোচনা করব
ফটোশপ এর একটি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে। আজ আমরা আম্বুস (AMBOOS)টুলস নিয়ে আলোচনা
করব। আমরা এখানে দেখবো বিভিন্ন লেয়ার ইফেক্ট এর মাধমে কিভাবে কোন কম্পানির এড ডিজাইন
করা হয়। আপনারা উপরে যে ছবিটি দেখছেন সেখানে একটি নাভানা কম্পানির এড তৈরি করা
হয়েছে। চুলুন কথা না বাড়িয়ে ভিডিও টিউটোরিয়ালটি দেখি এবং নিজে নিজে চেষ্টা করি।
ভিডিওটি চাইলে কেও
ডাউনলোড করে রাখতে পারেন তবে শুধু ডাউনলোড করলে হবে না অবশ্যই নিওমিত চর্চা করতে হবে।
আগামি পর্বে আমরা কলন(COLONE) টুলস নিয়ে
আলোচনা করব। সে পর্যন্ত সাথে থাকবেন। কোন বিষয় জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না।
সবার সুস্ততা কামনা করছি। ধন্যবাদ ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, এই পোস্ট পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই এডুকেয়ারবিডি২৪ এর নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। --- এডুকেয়ারবিডি২৪