সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪

যুক্তরাজ্যে তৈরি হলো কৃত্রিম রক্ত

কৃত্রিম রক্ত  উদ্ভাবনের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। তারা জানিয়েছেন, মানুষের জীবন বাঁচাতে এই কৃত্রিম রক্ত যেকোনো গ্রুপের মানুষের শরীরে প্রবেশ করানো যাবে ।

গবেষকদের দাবি, এই কৃত্রিম রক্ত নিরাপদ এবং ভাইরাস মুক্ত। এই রক্ত সংরক্ষণের জন্য বিশেষ কোন তাপমাত্রার প্রয়োজন হবে না। হায়েম ০২ নামের একটি প্রকল্পের অধিনে কৃত্রিম রক্ত তৈরির কাজ সুরু হয়। স্বাভাবিক তাপমাত্রায়ে প্রায় ২ বছর এই রক্ত সংরক্ষণ করে রাখা যাবে। 
গবেষক দল বলেন। তাদের এই উদ্ভাবনটি এখনো প্রাথমিক অবস্থাতে, বাণিজ্যিকভাবে এই রক্ত আরও সহজলভ্য হতে আরও কিছুদিন সময় লাগবে। তবে আশার কথা হোল যুক্তরাজ্যের সরকারি মেডিক্যাল সাইন্স অ্যাসোসিএশন এই প্রকল্পকে তরান্বিত করতে ২৫ লাখ ডলারের বেশি অর্থ বরাদ্দ করেছে।
educarebd24 educarebd24 educarebd24

1 comments:

প্রিয় পাঠক, এই পোস্ট পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই এডুকেয়ারবিডি২৪ এর নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। --- এডুকেয়ারবিডি২৪