সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০১৫

ফেইসবুক থেকেই এখন ভয়েস কল |

প্রযুক্তিপণ্যের বাজারে নতুন গুজব, ভয়েস কলিং অ্যাপ নিয়ে কাজ করছে শীর্ষ সোশাল নেটওয়ার্কিং সেবা ফেইসবুক। একাধিক প্রযুক্তিবিষয়ক সাইটের প্রতিবেদন অনুযায়ী, ফেইসবুকের ফ্রেন্ড লিস্ট ধরে কে ফোন করছে তার নাম সহ বিভিন্ন তথ্য দেখাবে নতুন অ্যাপটি।

অ্যান্ড্রয়েডভিত্তিক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ফেইসবুক নতুন অ্যাপটির নাম দিয়েছে ‘ফোন’। কলারের ফেইসবুক তথ্যই স্ক্রিনে দেখানো হবে বলে ধারণা করছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল। পাশাপাশি স্প্যাম হিসেবে চিহ্নিত করা কনটাক্টগুলো থেকে আসা কলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করবে অ্যাপটি।