“ তুমি ”
ছিলাম তোমার , আছি তোমার ,
থাকবো তোমার’ই-
ভালবাসি , ভালবাসি ,
বলছি তোমায় , শুনতে পাও কি ?
যেখানেই , থাকো তুমি –
আছ মোর হৃদয় গহীনে ,
এমন করে বলো ? ভালবাসতে –
পারে ক’জনে ?
তোমারে পেয়েছি আমি ,
চাইনা কিছু আর –
হৃদয়ের মাঝে , আছ তুমি ,
ভয় নেই হারাবার ।
মনের মাঝে যতন করে ,
তোমায় রেখেছি ,
ভালবাসি , ভালবাসি , ভালবাসি –
তোমায় বলছি ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, এই পোস্ট পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই এডুকেয়ারবিডি২৪ এর নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। --- এডুকেয়ারবিডি২৪