আশা করি সকলেই ভাল আছেন ।
আমরা যারা বাংলাদেশে বাস করি , আমাদের শরীরের মধ্যে সামান্য কিছু হলেই ঔষধ খাওয়ার প্রবণতা দেখা যায়, যা মোটেও ঠিক না।
ঔষধ মানুষের রোগ নিরাময় করে , কিন্তু এমন কিছু ঔষধ আছে
যে গুলো কিছু নির্দিষ্ট রোগ ব্যতিত গ্রহণ করলে হিতে বিপরীত হয় ।
আবার কিছু ঔষধ আছে যে গুলো খাবারের আগে খেতে হয়
যেমন গ্যাষ্ট্রিক কিংবা পেপটিক আলসারের ঔষধ(অমিপ্রাজল,সেকলো,প্যান্টোনিক্স ইত্যাদি)।
ঠিক বিপরীত কিছু ঔষধ আছে যা খাবারের আগে খাওয়া যায় না,
যেমন ব্যাথার ঔষধ (এ্যানালজেসিক -ডাইক্লোফেনাক,কিটোরোলাক,প্যারাসিটেমল ইত্যাদি।)
এগুলো অবশ্যই খাবারের পরে খেতে হয় ।
বেশ কয়েক বছর পুর্বে আমার পরিচিত এক লোকের জীবন-অবসান ঘটে
ব্যাথার ট্যাবলেট খালি পেঠে খেয়ে ।
তাই আমাদের সকলের উচিত বাংলাদেশ এ ব্যবহৃত ঔষধ সম্পর্কে জেনে নেওয়া
এখনি সময় জানার নিজে জানুন অন্যকেও জানান।
নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন ।
<<\ ডাউনলোড />>
Password- technobd.tk
Password- technobd.tk
সবাইকে ধন্যবাদ ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, এই পোস্ট পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই এডুকেয়ারবিডি২৪ এর নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। --- এডুকেয়ারবিডি২৪