পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি । আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আমরা অনেকেই ফেসবুকে ভিডি ও আপলোড করি।আবার অনেকে ভন্ধুদের ভিডিও ফেসবুকে দেখি।কিন্তু ইচ্ছে থাকা ত্তেও ডাওনলোড করতে পারিনা। আফসোস করবেন না। আজকে আমি আপনাকে দিয়ে ফেসবুক ভিডিও ডাওনলোড করিয়ে ছাড়বো।
প্রথমে ফেসবুকে লগইন করুন ।যে ভিডিওটি ফেসবুক থেকে নামাতে চান তার লিংক কপি করুন ।ভিডিওর উপরে মাউস রেখে ডান ক্লীক করলেই Copy link option অপশন পাবেন। তারপর www.facebookvideodown.com ষাইটে যান। উক্ত সাইটে গিয়ে Enter the video link বক্সে ফেসবুক ভিডিওর লিংক টি পেস্ট করুন
ব্যস পেয়ে যাবেন ডাওনলোড বাটন।এখন Download! বাটনে ক্লীক করলেই ভিডিও ডাওনলোড প্রক্রিয়া চালু বে সবশেষে Download this Video বাটনে ক্লীক করে ভিডিও ডাওনলোড শুরু হবে। তাহলে বন্ধুদের ভিডিও গুলো ফেসবুক থেকে নামাতে থাকুন। আমি আজকের মতো বিদায় নিই। তবে দু:খের বিষয় আপনারবন্ধুর ভিডিও টি Facebook privacy দ্বারা লক করা থাকেতা হলে ডাওনলোড করতে পারবেন না।
আমরা অনেকেই ফেসবুকে ভিডি ও আপলোড করি।আবার অনেকে ভন্ধুদের ভিডিও ফেসবুকে দেখি।কিন্তু ইচ্ছে থাকা ত্তেও ডাওনলোড করতে পারিনা। আফসোস করবেন না। আজকে আমি আপনাকে দিয়ে ফেসবুক ভিডিও ডাওনলোড করিয়ে ছাড়বো।
প্রথমে ফেসবুকে লগইন করুন ।যে ভিডিওটি ফেসবুক থেকে নামাতে চান তার লিংক কপি করুন ।ভিডিওর উপরে মাউস রেখে ডান ক্লীক করলেই Copy link option অপশন পাবেন। তারপর www.facebookvideodown.com ষাইটে যান। উক্ত সাইটে গিয়ে Enter the video link বক্সে ফেসবুক ভিডিওর লিংক টি পেস্ট করুন
ব্যস পেয়ে যাবেন ডাওনলোড বাটন।এখন Download! বাটনে ক্লীক করলেই ভিডিও ডাওনলোড প্রক্রিয়া চালু বে সবশেষে Download this Video বাটনে ক্লীক করে ভিডিও ডাওনলোড শুরু হবে। তাহলে বন্ধুদের ভিডিও গুলো ফেসবুক থেকে নামাতে থাকুন। আমি আজকের মতো বিদায় নিই। তবে দু:খের বিষয় আপনারবন্ধুর ভিডিও টি Facebook privacy দ্বারা লক করা থাকেতা হলে ডাওনলোড করতে পারবেন না।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, এই পোস্ট পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই এডুকেয়ারবিডি২৪ এর নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। --- এডুকেয়ারবিডি২৪