গণিতে আরও একটি অবাস্তব প্রমাণ নিয়ে আজ হাজির হলাম! ২=৫ এর প্রমাণটি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি! ! গণিত দিয়ে আপনি খুব সহজেই এমন অনেক "অবাস্তব/ মিথ্যা" প্রমাণ করতে পারেন! গণিতের "অসংজ্ঞায়িত/ অনির্ণেয়" টার্মগুলো দিয়েই সাধারণত এই প্রমাণগুলো হয়ে থাকে!
এমনকি এই "অসংজ্ঞায়িত/ অনির্ণেয়" টার্মগুলো দিয়ে "পৃথিবীর সকল সংখ্যা ১ এর সমান" প্রমাণ করা যায়!!! কি? মজার না??? "পৃথিবীর সকল সংখ্যা ১ এর সমান" প্রমাণটি অন্য একদিন দেখিয়ে দিবো ইনশাআল্লাহ
এই প্রমাণগুলো যদিও সত্য নয়, তবুও এই প্রমাণগুলো দেখলে/ জানলে, গণিত হয়ে উঠে "মজার গণিত"!!! তাই, আজকেও সেইরকম একটা অনির্ণেয় টার্ম দিয়ে ২=৫ প্রমাণ করে দেখালাম! গত প্রমাণের মত আজকের প্রমাণের ভুলও আমি আপনাদের দেখিয়ে দিবো না! আপনাদেরকেই আজকের ২=৫ প্রমাণের ভুলটি ধরতে হবে! তাই, নিচের প্রমাণের ভুল খোঁজার চেষ্টা করুন। ভুল না ধরতে পারলেও মন্তব্য করুন। কারন, অনেকে যদি ভুল না ধরতে পারে, সেক্ষেত্রে আমিই ভুলটি দেখিয়ে দিবো তাই, নিচের প্রমাণটি ভালোমতো লক্ষ্য করুন ... ... ...
প্রমাণঃ
14 = 14
বা, 10 + 4 = 10 + 4
বা, 10 - 10 = 4 - 4
বা, 5(2-2) = 2(2-2)
বা, 5=2 [উভয় পক্ষকে (2-2) দ্বারা ভাগ করে]
অতএব, ২=৫
[প্রমাণিত]
নোটঃ এই প্রমাণের ভুল খোঁজার চেষ্টা করুন এবং নিচে মন্তব্য করুন ↓ ↓ ↓
ami confused...ei ber bolen vul ta kothy ?
উত্তরমুছুন