সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

মাত্র ৫টি নিয়ম মেনে এক সপ্তাহে পেটের মেদ কমান

খাওয়া দাওয়ার অনিয়ম ব্যস্ত লাইফস্টাইলের ওবেসিটি এখন নারী-পুরুষ উভয়েরই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জাঙ্কফুডের বদঅভ্যাস খাওয়ার অনিয়মে পেটে বাড়ছে বাজে ফ্যাট যাতে সৃষ্টি হচ্ছে নানা রোগের তা নিয়েই বিপদে পড়ে থাকেন সবাই তবে সমস্যা থেকে আমরা খুব সহজেই রেহাই পেতে পারি এক সপ্তাহে মাত্র পাঁচটি নিয়ম মেনে চলুন, আর কমিয়ে ফেলুন পেটের মেদ
প্রথম ধাপ: পেটের মেদ কমানোর জন্য সর্ব প্রথম কাজ হচ্ছে যোগা-ব্যায়াম শুধু পেটের ব্যায়ামই নয়, করতে হবে পুরো শরীরের ব্যায়াম পুশ-আপ, পুল-আপ করতে হবে দড়িলাফ করতে পারলে সব চাইতে ভালো এক সপ্তাহে পেটের মেদ কমাতে চাইলে প্রতিদিনের ব্যায়ামে আপনাকে ৫০০ থেকে ৬০০ ক্যালোরির মতো ক্ষয় করতে হবে
দ্বিতীয় ধাপ: দিন শুরু হোক পাতিলেবু পানি দিয়ে প্রতিদিন সকালবেলা নিয়ম করে এক গ্লাস লেবু গরম পানি খান লেবুর রসের পরিমাণ বেশি রাখার চেষ্টা করুন সকালের ব্রেকফাস্টের আগে কোনো একটা ফল বা অনেকটা পানি খান মনে রাখবেন, পানি মেদ ঝড়াতে মোক্ষম ওষুধ এছাড়া খাবারের চাহিদা কমে যাবে দিনে প্রচুর পরিমাণ পানি খান
তৃতীয় ধাপ: পেটের পেশী অর্থাৎ অ্যাবডোমিনাল পেশীর ব্যায়াম করতে হবে সপ্তাহে তিন দিন ক্রাঞ্চ এবং পায়ের ব্যায়াম তিন সেটে ২০ বার করে করতে হবে প্রতিবার কুনুইএর মাধ্যমে পুশ-আপের ব্যায়াম করার অভ্যাস করতে হবে এতে এক সপ্তাহের মধ্যে পেটের মেদ কমে যাবে
চতুর্থ ধাপ: পেটের মেদ কমাতে খাবার থেকে চিনি এবং কার্বোহাইড্রেট বাদ দিতে হবে কার্বোহাইড্রেট সামান্য রাখতে পারেন দেহের এনার্জির মাত্রা ঠিক রাখার জন্য কিন্তু অবশ্যই চিনি বাদ দিতে হবে মাছ এবং মুরগীর মাংস, প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফাইবার সমৃদ্ধ খাবার খান এবং প্রতিদিন একটি বা দুটি তাজা ফল খেতে হবে বিশেষ করে টক জাতীয় ফল যেকোনো খাবরাই খান না কেন, ততে নুনের ভাগ যেনও খুব কম থাকে।।
পঞ্চম ধাপ:  মশলাবর্জিত খাবারে ব্যবহার করুন শুধু দারচিনি, গোলমরিচ আদা এইসব মশলা পেটের মেদ দূর করতে সাহায্য করে রসুনও পেটের মেদ দূর করে আদা এবং রসুন কাঁচা চিবিয়ে খাওয়ার অভ্যাস করতে পারেন এতে শুধু মেদই নয়, সর্দি-কাশি নানাধরমের রোগ সেরে যায় খাবারে কাঁচালঙ্কার ঝাল ব্যবহার করুন
educarebd24 educarebd24 educarebd24

1 comments:

প্রিয় পাঠক, এই পোস্ট পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই এডুকেয়ারবিডি২৪ এর নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। --- এডুকেয়ারবিডি২৪