নকিয়ার পরিবর্তে মাইক্রোসফট নিজস্ব ব্রান্ডে লুমিয়া স্মার্টফোন এনেছে বাজারে। মঙ্গলবার একসঙ্গে বাংলাদেশ, চীন ও হংকংয়ের বাজারে এটি উন্মোচন করা হয়।
পরে অন্য দেশের বাজারে ফোন সেটটি ছাড়া হবে।মাইক্রোসফট লুমিয়া বাজারে আসার ঘোষণা অবশ্য নতুন নয়। গত শনিবারই নিজেদের ব্লগে এ খবর জানায় মাইক্রোসফট।
লুমিয়া ৫৩৫ মডেলের স্মার্টফোনটিতে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম সুবিধা রয়েছে। ৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে ১ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট মেমোরি, সামনে-পিছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরাও আছে এতে। এছাড়া লুমিয়ার অন্য মডেলগুলোর মতো ১৫ গিগাবাইট ওয়ানড্রাইভ ক্লাউড স্টোরেজ সুবিধা থাকছে এতে।
তারবিহীন স্পিকার সুবিধা, স্কাইপে, ইনস্টাগ্রাম ও হোয়াটসআপ ব্যবহারের সুবিধা সম্পন্ন ফোনটির দুটি ভার্সন বাজারে ছেড়েছে মাইক্রোসফট। একটির নাম ‘মাইক্রোসফট লুমিয়া ৫৩৫’ ও অন্যটির নাম ‘লুমিয়া ৫৩৫ ডুয়াল সিম’। দুটি ভার্সনে পার্থক্য শুধু সিঙ্গেল ও ডুয়াল সিমে।পাওয়া যাবে ছয়টি রঙে।লুমিয়া ৫৩৫ এর দাম হবে মাত্র ১৩৫ ডলারের মত, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে দশ হাজার টাকা।
আসুন এর ফিচার সমূহ দেখে নেয়া যাক-
Microsoft Lumia 535 Dual SIM
সভাই সুস্ত থাকুন, আর ভাল লাগলে কমেন্ট করে জানাবেন।
GENERAL | 2G Network | GSM 850 / 900 / 1800 / 1900 |
---|---|---|
3G Network | HSDPA 900 / 2100 | |
SIM | Dual SIM (Micro-SIM, dual stand-by) | |
Announced | 2014, November | |
Status | Coming soon. Exp. release 2014, November |
BODY | Dimensions | 140.2 x 72.4 x 8.8 mm (5.52 x 2.85 x 0.35 in) |
---|---|---|
Weight | 146 g (5.15 oz) |
DISPLAY | Type | IPS LCD capacitive touchscreen, 16M colors |
---|---|---|
Size | 540 x 960 pixels, 5.0 inches (~220 ppi pixel density) | |
Multitouch | Yes | |
Protection | Corning Gorilla Glass 3 |
SOUND | Alert types | Vibration; MP3, WAV ringtones |
---|---|---|
Loudspeaker | Yes | |
3.5mm jack | Yes |
MEMORY | Card slot | microSD, up to 128 GB |
---|---|---|
Internal | 8 GB, 1 GB RAM |
DATA | GPRS | Yes |
---|---|---|
EDGE | Up to 236 kbps | |
Speed | HSPA 42.2/5.76 Mbps | |
WLAN | Wi-Fi 802.11 b/g/n, DLNA, Wi-Fi hotspot | |
Bluetooth | v4.0, A2DP | |
USB | microUSB v2.0 |
CAMERA | Primary | 5 MP, 2592 x 1936 pixels, autofocus, LED flash |
---|---|---|
Features | 1/4'' sensor size, geo-tagging | |
Video | 480p@30fps | |
Secondary | 5 MP |
FEATURES | OS | Microsoft Windows Phone 8.1 |
---|---|---|
Chipset | Qualcomm Snapdragon 200 | |
CPU | Quad-core 1.2 GHz Cortex-A7 | |
GPU | Adreno 302 | |
Sensors | Accelerometer, proximity | |
Messaging | SMS (threaded view), MMS, Email, Push Email, IM | |
Browser | HTML5 | |
Radio | FM radio | |
GPS | Yes, with A-GPS, GLONASS | |
Java | No | |
Colors | Orange, green, white, black, gray, blue | |
- Active noise cancellation with dedicated mic - MP3/WAV/eAAC+/WMA player - MP4/H.264 player - 15 GB free OneDrive storage - Document viewer - Video/photo editor - Voice memo/dial/commands |
BATTERY | Li-Ion 1905 mAh battery (BL-L4A) | |
---|---|---|
Stand-by | Up to 336 h | |
Talk time | Up to 11 h (2G) / Up to 13 h (3G) | |
Music play | Up to 78 h |
সভাই সুস্ত থাকুন, আর ভাল লাগলে কমেন্ট করে জানাবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, এই পোস্ট পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই এডুকেয়ারবিডি২৪ এর নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। --- এডুকেয়ারবিডি২৪