বাক্য শুদ্ধিকরণ
০১. তোমার সাথে আমার একটি গোপন পরামর্শ আছে।শুদ্ধ: তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে।
০২. কাঁটা হেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে।
শুদ্ধ: কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে।
০৩. আমি বড় অপমান হইয়াছি।
শুদ্ধ: আমি বড় অপমানিত হইয়াছি।
০৪. সকল সুধীমণ্ডলী উপস্থিত আছেন।
শুদ্ধ: সুধীমণ্ডলী উপস্থিত আছেন।
০৫. এ বিষয়ে তাহারা সচেষ্টিত নহে।
শুদ্ধ: এ বিষয়ে তাহারা সচেষ্ট নহে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, এই পোস্ট পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই এডুকেয়ারবিডি২৪ এর নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। --- এডুকেয়ারবিডি২৪