বাংলা সাহিত্য (বেগম রোকেয়া)
০১. রোকেয়া সাখাওয়াত হোসেন প্রথম কি নাম লিখতেন?উ: মিসেস আর এস হোসেন নামে।
০২. তিনি কোথায় বসে সাহিত্যে সাধনায় আত্মনিয়োগ করেন?
উ: ভাগলপুরে।
০৩. কত সালে তাঁর স্বামীর মৃত্যু হয়?
উ: ১৯০৯ সালে।
০৪. তিনি কত সালে কলকাতায় গমন করেন?
উ: ১৯১০ সালে।
০৫. তাঁর সব রচনাতে সমাজ-জীবনের কোন বোধটি উৎসারিত ?
উ: বেদনাবোধ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, এই পোস্ট পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই এডুকেয়ারবিডি২৪ এর নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। --- এডুকেয়ারবিডি২৪