সাধারণ জ্ঞান
০১. বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উঃ ১.৩৭%
০২. বাংলাদশে ও ভারতে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদলতে?
উঃ স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস)
০৩. জার্মানি কতবার ফুটবলে বিশ্বকাপ জয়লাভ করে?
উঃ ৪ বার
০৪. জীনের রাসায়নিক উপাদান কোনটি?
উঃ ডিএনএ
০৫. সাত গম্বুজ মসজিদটির নির্মাতা কে?
উঃ সায়েস্তা খান
০৬. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
উঃ মূল্য সংযোজন কর (ভ্যাট)
০৭. জাপানের আইন সভার নাম কি?
উঃ ডায়েট
০৮. হেলসিংকি কোন দেশের রাজধানী?
উঃ ফিনল্যান্ড
০৯. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ ব্রাসেলস
১০. জনসংখ্যা ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি?
উঃ ইন্দোনেশিয়া
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, এই পোস্ট পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই এডুকেয়ারবিডি২৪ এর নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। --- এডুকেয়ারবিডি২৪