সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

রসায়নের পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল!!

শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। আমিও মহান আল্লাহর রহমতে খুব ভালো আছি। এই ব্লগের অধিকাংশ ব্লগার ও পাঠক ভাই বোনেরা স্টুডেন্ট তাই আজ আমি আপনাদের জন্য এমন একটা পোষ্ট করব যেটা ছাত্র ছাত্রীদের জন্য খুব কাজে লাগবে।

বিশেষ করে বিজ্ঞান বিভাগের। আমরা জানি রসায়ন শাস্ত্রের পর্যায় সারণী মনে রাখা খুবই কঠিন তাই আপনাদের সাথে এমন একটা কৌশল শেয়ার করছি যেটা মুখস্থ করলে পর্যায় সারনী মনে রাখা খুব সহজ হয়ে যাবে। তাই এক্ষুনি মুখস্থ করে ফেলুন।
গ্রুপ 1A: H Li Na K Rb Cs Fr
হায়রে! লি না কে রুবি সাজাবে ফ্রান্সে !
গ্রুপ 2A : Be Mg Ca Sr Ba Ra
বেগুনী, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ ।
গ্রুপ 3A : B Al Ga In Tl
বাংলাদেশ আওয়ামীলীগ গেলো ইন্ডিয়ার তালে!
গ্রুপ 4A: C Si Ge Sn Pb
চলো, সিলেট গেলে সানগ্লাস পাব ।
গ্রুপ 5A: N P As Sb Bi
নদীতে পানি আসে সব বিকালে ।
গ্রুপ 6A : O S Se Te Po
ও এস এসসি তে পড়ে ।
গ্রুপ 7A : F Cl Br I At
First Class British Indian Architect.
ল্যান্থানাইডঃ Ce Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yb Lu
ছেলে , প্রীতি এন্ড পমসম । ইউরোপ গুড, তবে ডাইরিয়া হয় । আর টমেটো ইয়লো ব্লু !
অ্যাক্টিনাইডঃ Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr
থাকলে পাশে ইউ এনপি, পুঁথি আমার কমেনা। বিকেলে ক্যাফেতে আইনস্টাইন FM, মুড নষ্টের লহর ।
পর্যায়-১ : H He
Hi! He
পর্যায়-২ : Li Be B C N O F Ne
Lies Because Boron Can Not Oxide Florine and Neon.
পর্যায়-৩ : Na Mg Al Si P S Cl Ar
Nations Might Also Sign Peace Security Clause Argument.
পর্যায়-৪: Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn.
Scachin Tiendulkar Very (good) Cricketer Man (of the match) Feor (the) Country Niot (for) CuZn ((cousin))
পর্যায়-৫: Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd
Y and Z – two friends – sing “Namba Teacher R-square” (Our teacher R-square) from “Paddy Again” to a Cd.
সবাইকে অনেক ধন্যবাদ।

বাংলাদেশে ব্যবহৃত ঔষধ গুলো পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করুন। জেনে নিন কোন রোগে কি ঔষধ,ঔষধের মাত্রা, উপকারিতা,অপকারিতা???

আশা করি সকলেই ভাল আছেন ।
আমরা  যারা  বাংলাদেশে  বাস করি , আমাদের  শরীরের মধ্যে সামান্য কিছু হলেই ঔষধ  খাওয়ার প্রবণতা দেখা যায়, যা মোটেও  ঠিক না।
ঔষধ  মানুষের  রোগ  নিরাময় করে , কিন্তু এমন কিছু  ঔষধ আছে
যে গুলো  কিছু নির্দিষ্ট রোগ ব্যতিত গ্রহণ করলে হিতে  বিপরীত হয় ।

আবার কিছু ঔষধ আছে যে গুলো  খাবারের আগে খেতে হয়
যেমন গ্যাষ্ট্রিক কিংবা পেপটিক আলসারের ঔষধ(অমিপ্রাজল,সেকলো,প্যান্টোনিক্স ইত্যাদি)।
ঠিক বিপরীত কিছু ঔষধ আছে  যা  খাবারের  আগে খাওয়া যায় না,
যেমন ব্যাথার ঔষধ (এ্যানালজেসিক -ডাইক্লোফেনাক,কিটোরোলাক,প্যারাসিটেমল ইত্যাদি।)
এগুলো  অবশ্যই  খাবারের পরে  খেতে  হয় ।
বেশ কয়েক বছর পুর্বে আমার পরিচিত এক লোকের  জীবন-অবসান ঘটে
ব্যাথার  ট্যাবলেট খালি পেঠে  খেয়ে ।
তাই  আমাদের সকলের উচিত বাংলাদেশ এ ব্যবহৃত ঔষধ সম্পর্কে জেনে নেওয়া
এখনি সময়  জানার নিজে জানুন অন্যকেও জানান।
নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন ।

   <<\ ডাউনলোড />>
Password- technobd.tk

সবাইকে ধন্যবাদ ।

ওডেস্ক এ আউটসোর্সিং শুরু করতে হবে কীভাবে? কোথায় কাজ পাওয়া যাবে? অর্থ আনবেন কীভাবে প্রভৃতি ।! পিডিএফ আকারে!...

প্রথম আলোর থেকে সংগ্রহ করা -

বর্তমানে বাংলাদেশের তরুন প্রজস্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় হচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সিং আইটি সাইটে সব থেকে দীর্ঘ সময় ধরে আলোচিত সমালোচিত সমালোচিত কারণ, অনেকেই এই পথে ধীর্ঘ সময় ব্যায় করে সঠিক গাইডের অভাবে ব্যার্থ যদিও বিষয়টি আন্তর্জাতিক পরিমন্ডলে বহুদিন হতেই স্বীকৃত অনেকেই বিষয়টি বিশ্বাস করতে চান না
না চাওয়ারই কথা ফ্রিল্যান্সিং হচ্ছে বিলিয়ন ডলারের একটি আইটি বাজার অনলাইনে ঘরে বসে বিলিয়ন বিলিয়ন ডলার আয় কে বা বিশ্বাস করবে???? উন্নত দেশগুলো কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে আর আমাদের মত দেশে তার মান অনেক বেশী

কথা না বাড়িয়ে চলুন ডাউনলোড করে ফেলি

=> কোন সমস্যা হলে কমেন্ট করুন।
ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, খুব ভালো আল্লাহ হাফেজ।

ফ্রী ডাউনলোড করে নিন কারেন্ট অ্যাফেআর্স সেপ্টেম্বর ২০১২ সংখ্যা

কেমন আছেন সবাই,
আশা করি সবাই ভালো আছেন ।
আজ আপনাদের পড়াশোনা ও ক্যারিয়ার গড়তে সহায়ক এমন নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।
 আজ আমরা জানবো কারেন্ট অ্যাফেআর্স ডাউনলোড করার সবচেয়ে সহজ ও একমাত্র উপায়।









এই মাসের অর্থাৎ কারেন্ট অ্যাফেআর্স সেপ্টেম্বর ২০১২ সংখ্যাটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আপনার যেকোন প্রয়োজন জানাতে দ্বিধা করবেন না ।
সবাইকে ধন্যবাদ ।
 

ফ্রী তে ডাউনলোড করে নিন কারেন্ট নিউজ সেপ্টেম্বর ২০১২ সংখ্যা

কেমন আছেন সবাই,
আশা করি সবাই ভালো আছেন ।
আজ আপনাদের পড়াশোনা ও ক্যারিয়ার গড়তে সহায়ক এমন নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।
 আজ আমরা জানবো কারেন্ট নিউজ ডাউনলোড করার সবচেয়ে সহজ ও একমাত্র উপায়।







এই মাসের অর্থাৎ কারেন্ট নিউজ সেপ্টেম্বর ২০১২ সংখ্যাটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আপনার যেকোন প্রয়োজন জানাতে দ্বিধা করবেন না ।
সবাইকে ধন্যবাদ ।

নেটওয়ার্কের আসল স্পীড জানুন নেটওয়ার্ক লাইট দিয়ে!



আমি আজকে আপনাদের সাথে এমন একটা software এর সাথে পরিচয় করে দিব যে টা নেটওয়ার্কের সকল তথ্য দিবে ১ সেচেন্ত পর পর ।
software টির নাম নেটওয়ার্ক লাইট
এটা মাত্র 264.96 KB








ডাউনলোড লিঙ্ক
পাসওয়ার্ড - wertt
কিভাবে অন করতে হবে টা আমি ছবি সহ দিলাম।

১.



ফাইল টা extract করুন পাস দিয়ে

 ২.
 
 হলুদ ফাইল টি ওপেন করুন

৩.
 লাইট আইকন টা ক্লিক করুন
৪. এবার আইকন এ Right click করুন
৫. এরপর নেটওয়ার্ক statistice e ক্লিক করুন
৬.

 





এখন সব তথ্য পাবেন।
সমস্যা হলে ভিতরে pdf ফাইল আছে

আপনি এই বইটির সকল বিষয় সমন্ধে অবগত না থাকলে কোনদিন ইংরেজী শিখতে পারবেন না। English Grammar For (S.S.C, H.S.C, Varsity Admission, BCS, IELTS)

 মূল লেখক: Krisnendu Maharathi  সাইটের প্রয়োজনে কিছুটা পরিবর্তন করা হয়েছে
সকল  কে আমার ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি যখন সর্বপ্রথম  ভিজিট করি তখন নিজের চোখ কে বিশ্বাস করতে পারিনি। বাংলাদেশে এখনো এমন মানুষ আছে যারা নিস্বার্থ ভাবে নিজের সময় ও শ্রম বিসর্জন দিয়ে মানুষের উপকার করে যাচেছ। অনেকদিন ধরে ভাবছি আমিও এখানকার ভিজিটরদের একটাকিছু উপহার দেব । অমি ব্লগ বা ওয়েব তৈরী করতে পারি না, যা করার আমার ভাইপো ই করেছে। অমার সম্পূর্ন লেখা টা ও বিগত ৩ মাস ধরে টাইপ করেছে বিনিময়ে একটা Apple এর Laptop চেয়েছে যা আমি USA থেকে পাঠাবো বলেছি।

যাহোক কাজের কথায় আসি, আমি আমার বইটি অত্যন্ত সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি যাতে করে সবাই বুঝতে পারে। এই বইটি English এর Foundation । যে কোন পরিক্ষায় ইংরেজী Grammar বিষয়ক যে ধরনের প্রশ্নই আসুক না কেন তা এই বইটার বিষয়বস্তুর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত।
আমি ব্যপক আলোচনায় না গিয়ে মূল কারনটি চিহ্নিত করার চেষ্টা করছি। যারা ইংরেজী শিক্ষার গোড়াপওন থেকেই ভাষার technology না বুঝে নিতান্ত মুখস্তের মাধ্যমে ভাষাটিকে রপ্ত করার চেষ্টা চালায়। এটা এক রকম অসম্ভব ব্যাপ্যার। দোষ তাদের নয়। এ রকম উপদেশ বা নির্দেশই তাদেরকে দেয়া হয়। তাছাড়া ভয় দেখিয়ে ইংরেজীর প্রতি একধরনের ভীতিও সৃষ্টি করা হয়। বলা হয়,ইংরেজী অত সহজ নয়, ভাল ছাএ ছাড়া ইংরেজী শেখা সম্ভব নয়, ইত্যাদি। কিন্তু প্রকৃত ব্যাপারটি ঠিক এর উল্টো। যাই হোক এ সকল ভয়-ভীতি বা ভুল নির্দেশনার কারনে শিক্ষার কেন্দ্র বিন্দু থেকে ছাএরা দূরে সরে যায় -তাদের ভেতরে ইংরেজীর প্রতি disinterest grow করে। ফলত: Phobia-র সৃষ্টি হয়।
এ সমস্যা দূরীকরনের একমাএ উপায়, ভাষার technology এবং logic বুঝে চর্চা করা।
কোন অযৌক্তিক নিয়মের অবকাশ নেই। I go to school, কিন্তু I go home -‘home’-এর আগে to বসে না বললে চলবে না। কেন বসে না, তা বুঝতে হবে -যুক্তি ভিত্তিক আলোচনায় আসতে হবে। তবেই Phobia দূর হবে।
এছাড়া প্রত্যেক ভাষার মূল উপাদান হচ্ছে ঐ ভাষার শব্দ সম্ভার বা Vocabulary ।
Vocabulary জানতে হবে, একথা বলা বাহুল্য। বরং যার stock of words যত সমৃদ্ধ, ভাষায় তার দখল তত বেশী। শব্দের nature বা প্রকৃতি বুঝে সঠিক ব্যবহারের দক্ষতাই ভাষায় দখল। এক্ষেত্রে মূলত: Parts of speech সম্বদ্ধে সম্যক ধারনা নিতে পারলেই Grammar -এর ৫০% শেখা সম্পন্ন বলে আমি মনে করি। কিন্তু সত্যটি হচ্ছে আমাদের শিক্ষাথীদের ৯০% Parts of speech বুঝে না। যাই হোক আমার আহবান:
Þ    Learn Vocabulary
Þ    Know Grammar and Technology
Þ    And Practice to Win English
 বইটার প্রতিটি পৃষ্ঠা আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। না বুঝলে comment করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভাইপো comment এর উত্তর দেওয়া ও অই ডি পাসওয়ার্ড শিখিয়ে দিয়েছে আসা করি সমস্যা হবে না। PDF অকারে চাইলেও দেওয়া যাবে। তবে আমি চাই সবাই আমার সাথে থেকে শিখুক। আমার কলেজের ছাত্র-ছ্ত্রী দের দুইদিন আগে এই বই টির ঠিকানা দেওয়া হয়েছে আজ আপনাদের দিলাম।

বইটি পড়ুন এখান থেকে

কোন রকমের ভুল বা অন্যায় করলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।

গ্রাফিক্স কার্ড কিনতে চান? তবে জেনে নিন কিছু প্রয়জনীয় তথ্য…

 

গ্রাফিক্স কার্ড বা ভিডিও কার্ডের সাথে আমরা কমবেশী সকলেই পরিচিত। কম্পিউটারে হাই ডেফিনেশন আউটপুট পেতে গ্রাফিক্স কার্ডের বিকল্প নেই। “ইন্টার্নাল এবং এক্সটার্নাল” সাধারণত এই দুই ধরনের গ্রাফিক্সকার্ড হয়ে থাকে।

নিচে গ্রাফিক্স কার্ড কেনার সময় বিশেষত যেসব বিষয়ে লক্ষ রাখা প্রয়জন, সেগুলোর সংক্ষিপ্ত বর্ননা দেয়া হল।

 

#গ্রাফিক্স কার্ড কেনার পূর্বে যা যা দেখে নেবেনঃ

  • পিসিআই ভার্সন : আপনার মাদারবোর্ড এর স্লট কোনটি সেটি দেখে কিনুন।

  • ট্রানজিস্টর সংখ্যা : কার্ডে যত বেশি ট্রানজিস্টর, নয়েজ লেভেল তত কম। ফলে ভিডিও ভালোভাবে ফিল্টার হবে। বিষটির প্রতি লক্ষ রাখুন।

  • বাস স্পীড : বাস হল- প্রসেসর একবারে কতটুকু ডাটা নিয়ে কাজ করবে তার পরিমান। বাস বেশি হলে খুব দ্রুত আউটপুট পাবেন। কিন্তু বাস খুব বেশি হলে আবার পাওয়ার খরচের পরিমানটাও বেড়ে যাবে। উপরন্তু আপনার মনিটর ছোট হলে বাস অব্যাবহৃত থেকে যাবে।

  • ক্লক স্পীড : এটা যত ভালো এবং বেশি হবে তত ভাল মানের performance পাবেন।

  • মেমরি : আপনার কাজের ধরন অনুযায়ী কিনুন।

  • মেমরি টাইপ : DDR, DDR2, GDDR3… দেখে নিন। যত ভালো হবে, তত ভালো পারফরমেন্স পাবেন। অবশ্য GDDR5 এর দাম তুলনামূলক বেশি। আপনার মাদারবোর্ড এর RAM এর সাথে এটির কোন সম্পর্ক নেই।

  • সফটওয়্যার সাপোর্ট: আপনি যে অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করেন, সেই সিস্টেমে কার্ড এর ড্রাইভার পাবেন কিনা তা দেখে নিন।

  • ডিরেক্ট এক্স : ডিরেক্ট এক্স হল মাইক্রোসফট এর অনন্য একটি সংযোজন। নতুন নতুন হার্ডওয়্যার, ভিডিও এক্সিলারেশান, সর্বপরি নতুন গেমস চালানোর জন্য এটি অপরিহার্য। তাই গ্রাফিক্স কার্ড নতুন ভার্সন এর ডিরেক্ট এক্স সাপোর্ট করে কিনা দেখে নিন।

  • ম্যাক্স আউটপুট : বর্তমানে প্রায় সব কার্ডের আউটপুট ১৬০০ X ১২০০ থেকে ২৫৬০ X ১৬০০ এর মধ্যে। তাই এনিয়ে আপাতত চিন্তা না’করলেও চলবে।

  • পাওয়ার : কার্ডটি কত ওয়াট সাপ্লাইয়ের সেটি দেখুন। প্রয়োজনীয় পাওয়ার দিতে না পারলে কিন্তু কাজ করতে সমস্যা হতে পারে। সাধারনত ৪০০ থেকে ৮০০ ওয়াট দরকার হয়।

  • পিক্সেল শেডার : ভিন্ন মাত্রার পিক্সেল এবং আলোর তুলনামূলক বৈশিষ্ট্য তুলে ধরতে পিক্সেল শেডার প্রয়োজন। আপনার গ্রাফিক্স কার্ড কত সাপোর্ট করে তা দেখে নিন। বর্তমানে এর ভার্সন ৫ বাজারে রয়েছে।

  • মাল্টি আউটপুট : আপনি যদি একসাথে দুই বা ততোধিক মনিটরে সংযোগ দিতে চান সেক্ষেত্রে এটি কাজে আসবে। খেয়াল করে দেখবেন যে প্রায় সব কার্ডেই দুই বা তিনের বেশি পোর্ট থাকে। এগুলো দেওয়া হয় যেন একই সাথে সকল মনিটরে দেখা সম্ভব হয়।

  • মাল্টি-জিপিইউ : একাধিক কার্ড লাগাতে চাইলে এটার দিকে লক্ষ রাখুন। পাশাপাশি মাল্টি-জিপিইউ সাপোর্ট করে এরকম মাদারবোর্ডেরও প্রয়োজন হবে।

  • অ্যান্টি-অ্যালাইনিং : এটা আপনার ছবি ফেটে যাওয়া বা ঘোলাটে ভাব দূর করতে ব্যবহৃত হয়। বিভিন্ন গেম ও অ্যাপ চালাতে এটা খুবই প্রয়োজন বিশেষ করে লো রেজ্যুলেশনের গেমের জন্য।

  • রিফ্রেশ রেট: আউটপুট কত রেটে পাবেন, অর্থাৎ মনিটরে কত হার্টজে ভিডিও আসবে তা দেখে নিন। এর ডিফল্ট মান ৬০। আপনার মনিটরের জন্য কোনটি দরকার সেটি দেখুন।

  • এনার্জি সেভিং: আপনার চিপটি এনার্জি সাশ্রয়ী কি’না দেখে কিনুন।


#গ্রাফিক্স কার্ড ভালো রাখার উপায়:

  • ড্রাইভার আপডেট রাখুন।

  • পর্যাপ্ত‌ পাওয়ার সাপ্লাই দিন।

  • ধুলোবালি জনিত সমস্যা এড়াতে কিছুদিন পর পর মাদারবোর্ড থেকে কার্ড খুলে স্লটটি পরিষ্কার করুন।

  • নিয়মিত তাপমাত্রা মনিটর করুন। বেশি গরম হয়ে গেলে পিসি অফ করে ঠান্ডা হতে দিন। ফ্যান কন্ট্রোল করতে সফটওয়্যার ব্যাবহার করতে পারেন।

  • চাইলে কেসিং খুলেও রাখতে পারেন। তবে ইন্টার্রনাল যন্ত্রাংশে বাইরের আঘাত লাগে এমন সম্ভাবনা থাকলে কেচিং বন্ধ রাখাই ভালো। তবে লক্ষ রাখবেন যেন কুলিং সিষ্টেম ঠিকমত কাজ করে।


    ধন্যবাদ সাথে থাকার জন্য। আশাকরি লেখাটির মাধ্যমে উপকৃত হবেন।

     

এখন থেকে আর কষ্ট করে Recycle Bin থেকে কোন ফাইল মোছার বাড়তি ঝামেলা নেই!!!!




কেমন আছেন । আশা করি ভালই আছেন।
আপনি যখন আপনার কম্পিউটার থেকে কোন ফাইল মোছেন তখন সে ফাইল টি প্রথমে Recycl Bin এ জমা হয়, সেখান থকে পরবর্তী আপনি আপনার মুছে ফেলা ফাইলগুলি পুনরদ্ধার করতে পারেন।
কিন্তু আপনি যখন নিশ্চিত ভাবে কোন ফাইল মোছেন তখন Recycle Bin থেকে ফাইল গুলি মোছার বাড়তি ঝামেলা পোহাতে হয়। সেজন্য আমি আজকে আপনাদের ছোট্ট একটি কৌশল শিখিয়ে দেব যাতে করে আপনাদের আর এই বাড়তি ঝামেলা টা পোহাতে হবেনা।।


১)আপনি যে ফাইল বা ফাইলগুলি মুছতে চান সেগুলো নির্বাচন করুন
২)তারপর SHIFT+DELETE চাপ দিন
৩) এবার একটি ডাইলগ বক্স আসবে সেখান থেকে Yes নির্বাচন করুন।

ভাল লাগলে কমেন্ট করবেন।সবাই ভাল থাকবেন।

সূত্রঃটেকটিউনস

মানুষ বনাম পিশাচ !!!! (সবার জন্য গেমস)

যদি এমন হয় এক মায়াবী জাদুর রাজ্য ! যেখানে রযেছে এক ভয়ঙ্কর জাদুকর পিশাচ!যে মৃত মানুষদের কে নিয়ে গড়ে তুলেছে তার সৈন্য বাহিনী ! যদি এমন হয় .......আপনি হচ্ছেন রাজা ,ওই জাদুকরী শয়্তানের হাত থেকে রক্ষা করতে হবে আপনের রাজ্য কে!যদি আপনার থাকে সাদা পন্খীরাজ ঘোড়া?কেমন হবে ? চিন্তা করুন আপনি অপনার রানী আর বিশাল সৈন্য বাহিনী নিয়ে সেই ভয়ঙ্কর জাদুকরের সামনে দাড়িয়ে !!সে জাদু দিয়ে ধংশ করে দিচ্ছে অপনার বাহিনী ! সে মৃত মানুষ আর দানব কে নিয়ে গড়েছে তার বিশাল বাহিনী ! দুই পক্ষে যুদ্ধ হবে .......কে জিতবে? কে?!

স্বপ্নের মত লাগছে ?যদি লেগে থাকে সমস্যা নেই, আজ আমি apnader ওখানেই নিয়ে যাব৷তবে চলুন ................
আপনাদের জন্য এনেছি মজার একটি গেমস ,যার নাম "war chess " ....জি হা এটি দাবা! কিন্তু আপনি এটাকে সাধারণ ভাবলে মস্ত ভুল করবেন .......কেন? 
গেমস টির অনন্য গ্রাফিক্স আর অসাধারণ sound এর কারণে সবার ভালো লাগবে অথচ games টি মাত্র ১৭ mb !!
সব বলে দিলে আর মজা পাবেন না!
তাহলে চলুন খেলা শুরু করা যাক ...... 
RAR PASSWORD-nahidrayhan


(গেমস টি আশা করি সকল pc তে চলবে)
কাল বাড়ি চলে যাব, আর ভালো লাগেনা এই স্বার্থপর শহর!! ভেবে ছিলাম ঈদ এর আগে আপনাদের কে আরো কিছু ভালো টিউন দিব কিন্তু পারলাম না!! আজ আরেকটা টিউন করব আশা করছি .....যাইহোক সবাই ভালো থাকুন 

যেভাবে .mob বই তৈরী করবেন ।শিখে নিন ।

 আস-সালামু-ওয়ালাইকুম
সকলে কেমন আছেন ?
PDF থেকে যেভাবে .mob বই তৈরী করবেন ।
খেয়াল করুনঃ
সব PDF কে .mob বানানো যাবেনা ।কারন সকল PDF থেকে টেস্কট আকারে লেখা কপি করা যায়না ।তবে ৫০০কেবির নিচের ফাইলগুলো সাধারনত কপি করা যায় ।মোট কথা স্ক্যান করা PDF বাদে অন্য PDF গুলোকে নিচের নিয়ম ফলো করে .mob তৈরী করতে পারবেন ।

PDF টির লেখাগুলো কপি করুন ।এবার Write Bangla Pad এর Tools অপশনে গিয়ে Old Bangla To Unicode সিলেক্ট করুন ।একটা রিফ্রেস দিন ।এবার নিচের ঘরটিতে লেখাগুলো পেস্ট করে 'ইউনিকোডে বদলে উপরে নাও' বাটনে ক্লিক করুন ।
একটু Wait করুন যতখন না পর্যন্ত উপরের ঘরটিতে লেখাগুলো আসে ।লেখাগুলো আসলে ,সবগুলো লেখা Select করে মাইক্রোসফল ওয়ার্ডে যান ।Paste করুন ।Plain text হিসেব Save করুন ।Encoading হিসেবে UTF-8 দিন ।
এবার মোবাইলে ফাইলটা এনে,Bluftp দিয়ে Rename করে .txt উঠেয়ে .mob বসিয়ে দেন ।ব্যাস ফাইল তৈরী শেষ। আপলোড করতে Select এ ক্লিক করে Compress with zip এ ক্লিক করে ফাইলটা zip ফাইল করে আপলোড করতে হবে ।
ও হ্যা বড় উপন্যাস হলে একাধিক খন্ড করে দিবেন ।চেষ্টা করবেন প্রতি খন্ডের আকার ৩০০kb এর মধ্যে রাখার জন্য ।

ভাল লাগলে কমেন্ট করবেন।সবাই ভাল থাকবেন।
সূত্রঃটেকটিউনস 
 

educarebd24 educarebd24 educarebd24