সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

জেনে নিন ফটোশপ এর A to Z শর্ট কাট কি গুলো। পর্ব- ২

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা। গত পর্বে আমরা ফটোশপ সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা জানবো ফটোশপ এর শর্ট কাট কি গুলো সম্পর্কে।আমরা যদি ফটোশপ এ দ্রত কাজ করতে চাই তা হলে শর্ট কাট কি গুলো জেনে নেওয়া আমাদের জন্য খুবই জুরুরি। অন্যথা আমরা ফটোশপ এ কাজ শিখবো ঠিক কিন্তু দ্রুত করতে পারব না। তাই চলুন দেরি না করে ভিডিও টিউটোরিয়াল আসার আগে দেখে নেয়া যাক ফটোশপ এর শর্ট কাট কি গুলো - 

 আজ এ পর্যন্ত। যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানবেন। সুস্ত থাকবেন।।


মাত্র ১.১৫ টাকা দিয়ে ১১ মেগাবাইট 3g ইন্টারনেট । নিয়ে নিন জত খুশি ততোবার।।

কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি শেয়ার করব এয়ারটেল এর একটি অফার । অনেকেই অফারটি জানেন, যারা জানেন না টিউনটি শুধু তাদের জন্য। আসলে ১.১৫ টাকা দিয়ে ১১ মেগাবাইট 3g ইন্টারনেট অফারটি এয়ারটেলের বন্ধ থাকা সিম এর অফার। সুতারাং আগে চেক করে নিন আপনার নাম্বার টি এ অফারে আছে কিনা। চেক করার জন্য আমনার নাম্বার টি মোবাইল এর মেসেজ অপ্সানে গিয়ে লিখে পাঠিয়ে দিন ৯০০০ নাম্বার এ কোন চার্জ নিবে না। আপনি জানতে পারবেন আপনার নাম্বার টি এ অফারে আছে কিনা। যদি থাকে তাহলে আপনার নাম্বার থেকে ডায়েল করেন *১২১*৪০১# । আপনি সাথে সাথে পাবেন ১১ মেগাবাইট 3g ইন্টারনেট।ব্যালেন্স চেক করার জন্য ডায়েল করেন *৭৭৮*৩৯# । মনে রাখবেন আপনি যে ডাটা টা পেলেন তার মেয়াদ এক দিন। তবে আপনি যত বার চান নিতে পারবেন।

এ অফারের সাথে আপনি আরও কিছু অফার পাবেন ১১ টাকা লোড করলে সেগুলো হল-


i. আপনি আপনার নাম্বার এ যদি ১১ টাকা লোড করেন তাহলে আপনি যেকোনো নাম্বার এ ০.৬০ টাকা + 0.15% ভ্যাট হারে রাত দিন কথা বলতে পারবেন।সাথে পাবে ১ সেকেন্ড পালস এর সুবিধা। মেয়াদ পাবেন ১০ দিন।

ii. আপনি যদি এয়ারটেল নাম্বার এ কথা বলেন টা হলে ১ মিনিট কথা বললে ১ মিনিট বোনাস পাবেন। যা দিয়ে আপনি এয়ারটেল নাম্বার এ কথা বলতে পারবেন। এক দিনে সর্বউচ্চ ১১ মিনিট পাবেন। বোনাসের মেয়াদ পাবেন ১ দিন। বোনাস চেক করতে ডায়েল করুন- *৭৭৮*২৮#।

আজ এ পর্যন্ত। যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানবেন। ভালো থাকবেন।

৪০০ পাউন্ডে ভ্যান ডাইকের চিত্রকর্ম! আসুন চিত্রকর্ম সম্পর্কে একটু জেনে নিয়া যাক।


গত বছর মাত্র ৪০০ পাউন্ডে একটি চিত্রকর্ম কিনেছিলেন যুক্তরাজ্যের ডার্বিশায়ারের এক গির্জার যাজক জেমি ম্যাকলিয়ড। শিল্পকর্মটি সপ্তদশ শতকের বিখ্যাত চিত্রকর ভ্যান ডাইকের—এ তথ্য প্রকাশিত হওয়ায় এখন চার লাখ পাউন্ডে বেচতে চান তিনি। ফ্লেমিশ চিত্রশিল্পী স্যার অ্যান্টনি ভ্যান ডাইক (১৫৯৯-১৬৪১) ছিলেন যুক্তরাজ্যের রাজা প্রথম চার্লসের দরবারের শিল্পী। তিনি প্রথম চার্লস ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি বাইবেলে বর্ণিত ঘটনা ও পৌরাণিক বিষয়বস্তু নিয়ে ছবি এঁকে খ্যাতি পেয়েছিলেন।

ফাদার জেমির কাছে থাকা ডাইকের আঁকা ছবিটি ব্রাসেলসের ম্যাজিস্ট্রেটের পোর্ট্রেট। ধারণা করা হচ্ছে, তিনি এটি ১৬৩৪ সালের দিকে আঁকেন। বিবিসির অ্যানটিকস রোডশো নামে শিল্পকর্মবিষয়ক এক অনুষ্ঠানে জেমি ছবিটি নিয়ে আসেন। শুটিংয়ে আসা চিত্রশিল্প বিশেষজ্ঞ ফিলিপ মোল্ড ছবিটি ভ্যান ডাইকের আসল শিল্পকর্ম হতে পারে বলে অনুমান করেন। পরে ভ্যান ডাইকের ওপর অন্যতম বড় বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত ক্রিস্টোফার ব্রাউন ব্যাপারটি নিশ্চিত করেন। ফাদার জেমি জানিয়েছেন, তিনি চার লাখ পাউন্ডের নিচে ছবিটি বিক্রি করবেন না। এই টাকা দিয়ে তিনি গির্জার জন্য একটি বড় ঘণ্টা কিনবেন।
 
 
সুত্র- বিবিসি।

ভুলে গেছেন ওয়াই–ফাই পাসওয়ার্ড? খুজে নিন আপনার পাসওয়ার্ড মাত্র ১ মিনিটে।।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করা যায়। অনুমতি থাকলে কোনো অফিস বা প্রতিষ্ঠানের ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। অনেক সময় ব্যবহৃত নেটওয়ার্কের পাসওয়ার্ড ভুলে গেলে সমস্যাই হয়। চাইলেই অ্যান্ড্রয়েডচালিত ‘রুটেড ফোনে’ ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করা যায়। এ ক্ষেত্রে ফোন অবশ্যই ‘রুটেড’ হতে হবে এবং টার্মিনাল এমুলেটর বা ইএস এক্সপ্লোরার অ্যাপ লাগবে।

গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ফোনে ইনস্টল করে নিন। রুট হচ্ছে সিস্টেমের ফাইলে প্রবেশের অনুমতি তৈরি করে নেওয়া। আপনার ফোন যদি রুটেড না হয় তাহলে (http://goo.gl/LWfHLP) এবং (http://goo.gl/kpUZDB) ওয়েব ঠিকানায় গিয়ে কাজাটি কীভাবে করতে হয় সেটি দেখে নিতে পারেন। এবার টার্মিনাল এমুলেটর অ্যাপে চালু করে সেখানে su লিখে Enter দিন। লক্ষণীয় যে su লিখে এন্টার করার পর Super User Access চাইবে, Access না দিলে পরের ধাপ কাজ করবে না।

আর ফোন যদি রুটেড না হয় তাহলেও su কাজ করবে না। এরপর কোনো ভুল ছাড়াই cat data/misc/wifi/wpa_supplicant.conf লিখে আবার এন্টার করুন। কাজটি সফলভাবে করতে পারলে ssid এবং psk-এ ওয়াই-ফাই নেটওয়াকের্র আইডি এবং পাসওয়ার্ড দেখতে পাবেন। ইএস এক্সপ্লোরার চালু করে /data/misc/wifi/ ডিরেক্টরিতে যান। এবার এখানে wpa_supplicant.conf ফাইলটি টেক্সট আকারে খুললে ssid এবং pskতে আইডি এবং পাসওয়ার্ড দেখতে পাবেন। ES explorer অ্যাপে “/system” এবং “/data” ডিরেক্টরিটি আগেই মাউন্ট করে নিতে হবে। 


সুত্র- প্রথম আলো 

ফটোশপ কি ? ফটোশপ কেন ব্যবহার করবেন। আসুন দেখি।। পর্ব- ১

ফটোশপ কি ?
এডবি ফটোশপ হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়ার একে বলা হয় ইন্ডাষ্ট্রি ষ্ট্যান্ডার্ড। ফটোশপের রয়েছে অসংখ্য ফিচার যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের নকশা তৈরি করা, ছবিতে নতুন বৈশিষ্ট্য যোগ করা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, অসংখ্য রঙের সংমিশ্রণ দিয়ে ছবিকে আকর্ষণীয় করা সহ হাজারো কাজ করা যায় ।


ফটোশপ কেন ব্যবহার করবেন?
ছবি এডিটিং এর ক্ষেত্রে এডোবি ফটোশপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। বিভিন্ন প্রোগ্রামার, ডিজাইনাররা তাদের প্রজেক্ট বা ছবির কাজগুলো সম্পন্ন করে থাকেন ফটোশপে। ফটোগ্রাফাররা তাদের ছবি ঠিক করেন ফটোশপে। প্রফেশনাল ব্যাক্তিরা এটিতে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কারন ফটোশপ ব্যবহার করে পত্রিকা, বিজ্ঞাপন, বইয়ের প্রচ্ছদ, লিফলেট, পোষ্টার থেকে শুরু করে সব ধরনের ডিজাইনের কাজ করা যায়।
ফটোশপের আপডেট ভার্শন সবসময় ব্যাবহারের চেস্টা করুন। যদি আপনার কম্পিউটার ভালমানের না হয়ে থাকে তবে আপনি পুরনো ভার্শনে ব্যাবহার করতে পারেন। এডুকেয়ারবিডি২৪ ব্লগ সাইটটিতে  যুক্ত হতে জাচ্ছে বিপুল সংখ্যক ফটোশপ ভিডিও টিউটোরিয়াল যার মাধ্যমে আপনি সহজেই ঘরে বসে ফটোশপ শিখতে পারবেন। আমাদের প্রতিটি টিউটোরিয়ালে আপনি ধাপে ধাপে নির্দেশনা পাবেন। সিগ্রই তা প্রকাশিত হবে।


এছারাও অনেকেই শখের বশে ক্যামেরায় অথবা মোবাইল ফোনে ছবি ছবি তুলে থাকেন কিন্তু এডিটিং না জানার কারনে ছবিটিকে দৃষ্টিনন্দন করে তোলা সম্ভব হয়না তাই ফটোশপ একটি অপরিহার্য এডিটিং সফটওয়্যার।  

ভিডিও টিউটোরিয়াল আসছে। সুতরাং চোখ রাখুন  এডুকেয়ারবিডি২৪.কম এ সবসময়। 

আপনার এলাকায় থ্রিজির নেটওয়ার্ক নেই? এখানে দেখুন কিভাবে আপনিও থ্রিজি চালাতে পারবেন। অ্যালুমিনিয়ামের পাল্লায় থ্রিজি।।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কোনো মোবাইল ফোন সেবাদাতার থ্রিজি নেটওয়ার্ক চালু নেই। থ্রিজি আছে ১৫ কিলোমিটার দূরের ভৈরব পর্যন্ত। ইউএসবি মডেম দিয়ে কুলিয়ারচরে যে ইন্টারনেট সংযোগ পাওয়া যায়, সেটার গতি ১০-২০ কেবিপিএসের বেশি নয়। কিন্তু বাড়িতে আসা অস্ট্রেলিয়া-প্রবাসী এক ব্যক্তির আরও বেশি গতির ইন্টারনেট প্রয়োজন। কম্পিউটার সফটওয়্যার বিষয়ে ডিপ্লোমাধারী স্থানীয় যুবক ফজলে রাব্বি ইন্টারনেট, মোবাইল ফোন নিয়ে কাজ করেন। সেই ব্যক্তি গেলেন ফজলে রাব্বির কাছে। কুলিয়ারচরে বসে দ্রুতগতির থ্রিজি ইন্টারনেট পাওয়ার কোনো উপায় আছে কিনা। 
প্রযুক্তি নিয়ে কৌতূহলী ফজলে রাব্বি স্থানীয় মানুষের অনেক কাজই করে দেন। ‘দ্রুতগতির ইন্টারনেটের ব্যবস্থা কীভাবে করা যায়, আমি সেটা নিয়ে ভাবতে শুরু করলাম। কয়েক দিনের মধ্যেই কাজ শেষ করলাম। অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র পরিমাপের পাল্লা দিয়ে বানালাম অ্যান্টেনা। যেটা দূরের থ্রিজি নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এর সঙ্গে ইউএসবি মডেম লাগিয়ে দ্রুতগতির ইন্টারনেটের ব্যবস্থা করেছি।’ স্থানীয়ভাবে সংগ্রহ করা জিনিসপত্র দিয়ে তৈরি এই অ্যান্টেনা দিয়ে এখন ১.৫ থেকে ২ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যাচ্ছে।
ফজলে রাব্বি জানালেন, রেডিও মোবাইল নামের একটি সফটওয়্যার দিয়ে থ্রিজি নেটওয়ার্ক ব্যবহারের জন্য ফ্রিকোয়েন্সি পরিমাপ করেন। এর জন্য কোন ধরনের অ্যান্টেনা লাগে, সেই মাপজোক বের করেন। এরপর বাজার থেকে ৬০ টাকা দিয়ে অ্যালুমিনিয়ামের পাল্লা কেনেন। এর ব্যাসার্ধ ৩০০ মিলিমিটার। অ্যান্টেনার মাঝখানে বসিয়ে দেন গ্রামীণফোনের ইউএসবি মডেম। তবে মডেমের মধ্যে এখন ব্যবহার করছেন বাংলালিঙ্কের সিমকার্ড।
মডেমসহ এই অ্যান্টেনা বসানো হয়েছে দোতলা বাড়ির ছাদে। অ্যান্টেনা থেকে ১০ মিটার লম্বা ইউএসবি তার ল্যাপটপ কম্পিউটারে যুক্ত করা হয়েছে। সেই ল্যাপটপ থেকেই ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। ‘চাইলে এই ল্যাপটপকে ওয়াই-ফাই হটস্পট বানিয়ে তার ছাড়া মোবাইল ফোন বা অন্য কোনো যন্ত্রেও ইন্টারনেট ব্যবহার করা যাবে।’ বললেন ফজলে রাব্বি।
কুলিয়ারচর থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেন ফজলে রাব্বি। ঢাকা কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর সফটওয়্যার তৈরি বিষয়ে ডিপ্লোমা কোর্স করেন। এখন তিনি বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন।



সুত্র- প্রথম আলো

এইচ.এস.সি রেজাল্ট ২০১৪ এর ফলাফল দ্রত পেতে হলে এদিকে আসুন। আপনার রেজাল্ট আপনার হাতেই........................।

এবারের এইচ.এস.সি পরীক্ষা শুধু এইচ.এস.সি পরীক্ষাই ছিল না, সাথে ছিল রাজনিতিক দন্ধ, মারামারি, হানাহানি, প্রশ্নপত্র ফাঁস সহ নানাদি সমস্যার এক জীবন বাজী রেখে পরীক্ষা দেয়া। তার পরও বলবো, এইচ.এস.সি পরীক্ষার ২০১৪ সফলভাবে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। এখন এইচ.এস.সি পরীক্ষার্থীরা তাদের এইচ.এস.সি ২০১৪ ফলাফলের জন্য অপেক্ষা করছে। 

আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামি ১৩.০৮.২০১৪ইং তারিখ প্রকাশিত এইচ.এস.সি ২০১৪ এর ফলাফল।
এই দিন সরকার অনুমোদিত সাইটটিতে চাপ থাকবে বেশি। এখান থেকে সহজে আপনি রেজাল্ট নিতে পারবেন না।তাই... এইচ.এস.সি ফলাফল ২০১৪ এখান থেকে চাপ মুক্ত ভাবে আপনি সহজে ফলাফল পেতে পারেন।

তবে যারা স্লো স্পীড ইন্টারনেট ব্যাবহার করে তারা চাইলে এডুকেয়ারবিডি24 এর ফেছবুক পেজ থেকে অতি অল্প সময়ে তাদের ফলাফল জানতে পারেন।  পেজে এইচ.এস.সি ফলাফল ২০১৪ নামে যে পিকচার টা আছে সেখানে কমেন্ট বক্স এ আপনার নাম, বোর্ড এর নাম, রোল নাম্বার দিয়ে কমেন্ট করুন। যদি কেও এস এম এস মাধ্যমে ফলাফল পেতে চান তাহলে আপনার মবেইল নাম্বার টা কমেন্ট এ লিখে দিবেন। যত দ্রত সম্ভব আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

কমেন্ট এ ফলাফল পেতে- " নাম<> বোর্ড এর নাম<> রোল নাম্বার " লিখে কমেন্ট করুন।
এস. এম. এস. এ ফলাফল পেতে- " নাম<> বোর্ড এর নাম<> রোল নাম্বার<> মোবাইল নাম্বার " লিখে কমেন্ট করুন।

মোবাইলএ এসএমএস এর মাধ্যমে দেখার পদ্ধতি:

আপনি যদি ইন্টারনেট এর মাধ্যমে রেজাল্ট দেখতে না পারেন তাহলে আপনি সহজেই রেজাল্ট টি আপনার মোবাইল থেকে একটি এসএমএস পাঠিয়ে পেতে পারেন । এর জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে
প্রথমে আপনার ফোন এর মেসেজ অপশন এ যান  > নতুন মেসেজ তৈরি করার অপশন এ যান > প্রথমে SSC লিখুন এবং একটি স্পেস দিন.....
তারপরে, আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখুন। যেমন-
Dhaka: DHA—Madrasah: MAD—-Comilla: COM—-Chittagong: CHI—–Jessore: JES—–Rajshahi: RAJ——Dinajpur: DIN—-Barisal: BAR and Sylhet: SYL
একটি স্পেস দিন এবং আপনার রোল নাম্বার টি লিখুন ।
এবার একটি স্পেস দিন এবং 2014 লিখুন ।
এবার মেসেজ টি সেন্ড করুন ১৬২২২ নাম্বার এ  ।
ধন্যবাদ।

বিঃ দ্রঃ- ফলাফল আনুষ্ঠানিক ঘোষণা দেবার পর থেকে পাওয়া যাবে। 
educarebd24 educarebd24 educarebd24