সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

মশার উপদ্রবে অতিষ্ঠ? আসুন মশা তাড়াই শরীরের কোন প্রকার ক্ষতি না কারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে।

শহর কিংবা গ্রাম যেখানেই থাকেনা কেনো মশার থেকে দূরে থাকতে পারবেন না। রাতের ঘুমটা পর্যন্ত হারাম করে দেয়া এই মশার যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য আমরা কত রকম কৃত্তিম রাসাইনিক দ্রব্য ব্যবহার করি যা মশা তাড়ানোর পরিবর্তে শরীরের ক্ষতি বেশি করে। আমারা যারা পউরসাভার ভিতরে থাকি তারা রাত দিন পউরসভাকে দুষি। কারন সরকার থেকে যে মেডিসিন তাদেরকে দেয়া হয়ে থাকে তা তারা বিক্রি করে নিজেদের পকেট ভারি করে। আর যে স্প্রে তারা ব্যাবহার করে তা নিয়ে রয়েছে বহু সংশয়। কারন এ স্প্রে গুল মশার থেকে মানুষের বিশেষত শিশু ও বয়স্কদের বেশি ক্ষতি করে। অথচ সামান্য একটু কষ্ট করলে আমাদের বাড়িকে মশা মুক্ত করা সম্ভাব মাত্র দু-মিনিটে। 


আসুন দেখি আমরা কিভাবে এটা তৈরি করতে পারি।
উপকরণ সমুহ-
১। একটি পাতিলেবু
২। কিছু লবঙ্গ ( ৩০ পিছ)

প্রথমে পাতিলেবুকে মাঝখান দিয়ে কেটে নিন। এখন পাতিলেবুতে লবঙ্গ গুজে দিন ঠিক উপরের ছবির মত করে। এর পর পাতিলেবু দুটিকে ঘরে রাখলে সেই ঘরে আর মশা ঘেঁষার সাহস পাবে না। আর এতে মশা ছাড়া আর কারও ক্ষতি হবার কোন সম্বাবনা নাই। সুতরাং এখনি তৈরি করে দাখতে পারেন। উপকার হলে অবশ্যই কমেন্ট করে জানবেন। সভাই ভালো থাকবেন।

প্রযুক্তির যে ভুলগুলো করবেন না

প্রযুক্তিপণ্য কেনা ও তা ব্যবহারের ক্ষেত্রে সচরাচর আমাদের বেশ কিছু ভুল হয়ে যায়। একটু সচেতন থাকলেই কিন্তু এই ভুলগুলো আমরা সহজে এড়াতে পারি। প্রযুক্তিপণ্য-সংশ্লিষ্ট যে ভুলগুলোর কারণে আমাদের পস্তাতে হয় তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

উইন্ডোজ নির্বাচনের ক্ষেত্রে
উইন্ডোজ কেনার ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকা প্রয়োজন। উইন্ডোজ এক্সপি একসময় দারুণ জনপ্রিয় একটি পণ্য ছিল। কিন্তু উইন্ডোজ ভিসতা ছিল ফ্লপ। উইন্ডোজ ৭ ছিল জনপ্রিয় আবার উইন্ডোজ ৮ ততটা জনপ্রিয় হয়নি। ব্যবহারবান্ধব বলেই জনপ্রিয়তা পেয়েছে উইন্ডোজের এসব সংস্করণ। কাজেই জনপ্রিয়তার ধারা বুঝে তবে উইন্ডোজ কিনুন।

ফ্ল্যাশ স্টোরেজের ক্ষেত্রে কৃপণতা নয়
ফ্ল্যাশ স্টোরেজ বা ফ্ল্যাশ ড্রাইভ কেনার ক্ষেত্রে কার্পণ্য না করাই ভালো। স্টোরেজ ড্রাইভ কেনার ক্ষেত্রে এর মূল্য যে সব সময় ক্রেতার বাজেটের সঙ্গে মিলবে তাও কিন্তু হয় না। তাই বলে কৃপণতা করে কম তথ্য ধারণক্ষমতার ফ্ল্যাশ স্টোরেজ কিনে ভুল করবেন না। কারণ অল্প স্টোরেজের ক্ষেত্রে এর অধিকাংশ জায়গাই অপারেটিং সিস্টেম (ওএস) দখল করে নেবে।

ব্যাকআপ রাখতে ভুলে যাওয়া
প্রত্যেকেই জানি যে কোনো মূল সফটওয়্যার আপডেটের আগে তথ্য ব্যাকআপ রাখা প্রয়োজন। কিন্তু আমরা যেমন জানি স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার, পরিমিত পানি পান করা দরকার কিংবা নিয়ম মেনে গাড়ি চালানো প্রয়োজন তা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানি না, সেভাবেই ব্যাকআপ রাখার বিষয়টিও আমরা ভুলে যাই। ব্যাকআপ রাখার বিষয়টি মাথায় থাকলেও দেখা যায় হার্ডডিস্ক ফরম্যাট করার মাঝপথে গিয়েই তা মনে হয়!

৬৩ শতাংশের কম চার্জ নিয়ে বাড়ির বাইরে যাওয়া
বাড়িতে থাকা অবস্থায় মোবাইল পণ্য বা ল্যাপটপে ৬৩ শতাংশ চার্জ থাকা অর্থ অনেক বেশি চার্জ থাকা। কিন্তু বাড়ির বাইরে পা রাখা মানেই ছয় মিনিটের জন্য বড়জোর নিশ্চিন্ত হয়ে থাকা যায় তাতে। বাড়ির বাইরে যেতে হলে চার্জ পরিপূর্ণ করে যাওয়াই ভালো।

পুরোনো অ্যান্ড্রয়েডনির্ভর ফোন কেনা
সাধারণত পুরোনো অ্যান্ড্রয়েড পণ্য কেনার ক্ষেত্রে দুই ধরনের ক্রেতার দেখা মেলে। একদল ক্রেতা ‘কোন কিছুতে কিছু আসে যায় না’ এমন ধরনের। তাঁরা মনে করেন, তাঁরা মোবাইল ব্যবহার করছেন এটাই বড় কথা, অ্যান্ড্রয়েডের কোন সংস্করণ চলছে—তাতে কিছু যায়-আসে না। আবার আরেক দল, যাঁরা আশা করেন পুরোনো অ্যান্ড্রয়েড পণ্যটিকে কিটক্যাট সংস্করণের মতো নতুন অপারেটিং সিস্টেমের সংস্করণ দিয়ে আপডেট করে নেবেন। ক্রেতাদের এই দ্বিতীয় দলটিকে সহজেই চেনা যায়। কারণ, প্রায়ই অ্যান্ড্রয়েড পণ্য কেনার কিছুদিন পর তাঁদের হায় হায় করতে দেখা যায়।

ভুল ফরম্যাটে ফাইল রাখা
ভবিষ্যতে নিরাপদভাবে ভিডিও বা কোনো কিছু সংরক্ষণ করে রাখার সময় ওই সময়কার কথা ভেবে ফরম্যাট করা উচিত। এমন কোনো ফরম্যাটে ফাইল সংরক্ষণ করা উচিত, যাতে ভবিষ্যতে সেই ফাইলের কপি প্রোটেকশন পদ্ধতি সহজ হয়। সব সময় যে ফরম্যাট সমর্থন করবে তাই ব্যবহার করা উচিত।

টিভি কেনার ক্ষেত্রে
টেলিভিশন কেনার ক্ষেত্রে বর্তমান ট্রেন্ড বুঝে কেনা উচিত। এখন জনপ্রিয় এমন টিভিও কিছুদিন পরই আপনার কাছে জঞ্জাল মনে হতে পারে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে টিভি কেনা উচিত। যেমন—এখন থ্রিডি টিভি জনপ্রিয় হলেও প্রযুক্তি বিশ্বে ফোরকে বা আলট্রা এইচডি টিভির প্রচলন শুরু হচ্ছে। আপনি কোন টিভি কিনবেন তা একটু ভেবেচিন্তেই কিনুন।
 
 
 
 
 সুত্র- প্রথম আলো

যুক্তরাজ্যে তৈরি হলো কৃত্রিম রক্ত

কৃত্রিম রক্ত  উদ্ভাবনের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। তারা জানিয়েছেন, মানুষের জীবন বাঁচাতে এই কৃত্রিম রক্ত যেকোনো গ্রুপের মানুষের শরীরে প্রবেশ করানো যাবে ।

গবেষকদের দাবি, এই কৃত্রিম রক্ত নিরাপদ এবং ভাইরাস মুক্ত। এই রক্ত সংরক্ষণের জন্য বিশেষ কোন তাপমাত্রার প্রয়োজন হবে না। হায়েম ০২ নামের একটি প্রকল্পের অধিনে কৃত্রিম রক্ত তৈরির কাজ সুরু হয়। স্বাভাবিক তাপমাত্রায়ে প্রায় ২ বছর এই রক্ত সংরক্ষণ করে রাখা যাবে। 
গবেষক দল বলেন। তাদের এই উদ্ভাবনটি এখনো প্রাথমিক অবস্থাতে, বাণিজ্যিকভাবে এই রক্ত আরও সহজলভ্য হতে আরও কিছুদিন সময় লাগবে। তবে আশার কথা হোল যুক্তরাজ্যের সরকারি মেডিক্যাল সাইন্স অ্যাসোসিএশন এই প্রকল্পকে তরান্বিত করতে ২৫ লাখ ডলারের বেশি অর্থ বরাদ্দ করেছে।

আসছে স্যামসাংয়ের ভাঁজ করা ট্যাবলেট

আগামী বছরের শুরুতেই স্যামসাং বিশেষ এক ধরনের ট্যাবলেট কম্পিউটার বাজারে আনছে এটি সহজেই ভাঁজ করে রাখা যাবে। কোরিয়ার দায়ুম নামের একটি অনলাইন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

২০১৩ সালে স্যামসাং কর্তৃপক্ষ এ ধরনের ট্যাবলেট ২০১৬-১৭ সালের দিকে বাজারে আনার কথা জানিয়েছিল। স্যামসাংয়ের ভাঁজ করা এই ট্যাবলেট হবে আট ও নয় ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত যা তিন ভাঁজ করা সম্ভব হবে। এর ডিসপ্লে প্যানেল তৈরিতে প্লাস্টিক টাচ ব্যবহার করা হয়েছে। 

হার্ডওয়্যারের পাশাপাশি এ ধরনের ট্যাবলেটের জন্য সফটওয়্যারেরও বিশেষ পরিবর্তন আনবে স্যামসাং কর্তৃপক্ষ। তবে এ ধরনের ট্যাবলেটকে জনপ্রিয় করতে বিশেষ কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে বলেই মনে করেন বাজার-বিশ্লেষকেরা।

ভাঁজ করা ট্যাবলেটের উত্পাদন খরচ অনেক বেশি বলে এই ট্যাবলেটের দামও বেশি হতে পারে। এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শোতে এই ট্যাবলেট প্রদর্শন করেছে স্যামসাং।
বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী বছর প্রযুক্তিপণ্যের বাজারে নতুনত্ব আনতে ট্যাবলেটের পাশাপাশি নমনীয় স্ক্রিনের স্মার্টফোনও বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

হার্ট এ্যাটাক সম্পর্কে জানুন


কখন হয় হার্ট এ্যাটাক 
হূদযন্ত্রকে রক্ত সরবরাহ করে যে ধমনীগুলো এর একটি অবরুদ্ধ হলে পরিণতিতে ঘটতে পারে হার্ট এ্যাটাক এর অন্তর্গত কারণ হরো করোনারি হূদরোগ এর ঝুঁকিগুলো হলো ধূমপান, রক্তে উচুমান কোলেস্টেরল, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত বয়স

হার্ট এ্যাটাক হলো জরুরী অবস্থা হৃদযন্ত্র কর্মচঞ্চল থাকার জন্য, হৃদপেশীর চাই প্রচুর অক্সিজেন পুষ্টি উপকরণ হৃদযন্ত্রকে রক্ত সরবরাহ করে করোনারি ধমনী,এর মাধ্যমে রক্ত যায় হৃদপেশীতে, রক্তের মাধ্যমে সেখানে পৌঁছায় অক্সিজেন পুষ্টি উপকরণ হৃদপেশীতে যে ধমনী রক্তের জোগান দেয় এর একটি রুদ্ধ হলে ঘটে হার্ট এ্যাটাক অন্তর্গত কারণ হলো করোনারি হৃদরোগ করোনারি ধমনীর ভেতরের দেয়ালে ধীরে ধীরে জমে উঠে চর্বির স্তর চর্বিপুঞ্জ হয় জমা একে বলে প্লাক বা এথারোমা তাই ক্রমে ক্রমে ধমনীপথ হয়ে যায় অপ্রশস্ত

বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ ৭ !!!

 
 আগামী বছরের শুরুতেই মাইক্রোসফটের বাতিলের খাতায় পড়তে যাচ্ছে উইন্ডোজ ৭। ২০১৫ সালের ১৩ জানুয়ারি থেকে উইন্ডোজ ৭ এর জন্য আর কোনো ফ্রি সেবা দেয়া হবে না বলে জানিয়েছে মাইক্রোসফট। এর আগে এ বছরের শুরুর দিকে উইন্ডোজ এক্সপির সেবা দেয়া বন্ধ করেছিল মাইক্রোসফট।
 
অনেকের ধারণা ছিল এক্সপির মতো উইন্ডোজ ৭ এর ক্ষেত্রেও সেবা দেয়ার মেয়াদকাল বৃদ্ধি করবে মাইক্রোসফট। এক্সপির জনপ্রিয়তার কারণে টানা ১৩ বছর সেবা দিয়েছিল মাইক্রোসফট। উইন্ডোজ ৭ ও এক্সপির প্রায় কাছাকাছি জনপ্রিয়তা অর্জন করলেও এক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি করবে না মাইক্রোসফট। তবে যারা বাণিজ্যিকভাবে উইন্ডোজ ৭ ব্যবহার করছে তারা নতুন করে অর্থের বিনিময়ে সেবা পাবে। এক্ষেত্রে ২০২০ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত পাঁচ বছরের সেবা দেবে মাইক্রোসফট। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য সেটা বেশ ব্যয় সাধ্য হবে।
 
ধারণা করা হচ্ছে, উইন্ডোজ ৮ এর বিক্রি বাড়াতেই উইন্ডোজ ৭ এর সেবা দেয়ার মেয়াদ বৃদ্ধিতে অস্বীকৃতি জানিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ৭ এর জনপ্রিয়তার কারণেই উইন্ডোজ ৮ ততটা সুবিধা সৃষ্টি করতে পারেনি প্রতিষ্ঠানটির জন্য। অবশ্য এ ঘটনায় উইন্ডোজ ৭ প্রেমীদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ উইন্ডোজ ৮ এর উন্নত সংস্করণ ৮ পয়েন্ট ১ এ চাইলেই উইন্ডোজ তারা উইন্ডোজ ৭ এর মত পরিবেশ পাবেন। সেজন্য উইন্ডোজ ৮ এর ডেস্কটপ মুড চালু করতে হবে।
 
মজার ব্যাপার হচ্ছে, উইন্ডোজ ৮ খুব বেশি দিন সেবা দেবে না প্রতিষ্ঠানটি। ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত অপারেটিং সিস্টেমটির সেবা দেয়ার সময়সীমা বেধে দেয়া হয়েছে মাইক্রোসফটের পক্ষ থেকে। এদিকে ২০১৫ সালের শুরুতেই আসবে উইন্ডোজ ৯। তবে বিশ্লেষকদের মতে এত দ্রুত উইন্ডোজ ৯  এত তাড়াতাড়ি বাজারে আসলে ক্ষতির মুখে পড়বে উইন্ডোজ ৮। এর আগেও লক্ষ্য করা গেছে, ভিস্তা বাজারে আসার মাত্র দু’বছর পর বাজারে আসে উইন্ডোজ ৭। যার ফলে প্রযুক্তির জগতের ফ্লপের তালিকায় দ্বিতীয় স্থানটি দখল করে নেয় ভিস্তা। সেই তালিকায় হয়তো উইন্ডোজ ৮ এও যুক্ত হতে পারে।

educarebd24 educarebd24 educarebd24