সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

(S.S.C) এসএসসি পরীক্ষার সময়সূচি



(S.S.C) এসএসসি পরীক্ষার সময়সূচি

২ ফেব্রুয়ারি এসএসসি ও ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা।১১ দিন পর ২ ফেব্রুয়ারি দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু। সারাদেশের প্রায় ১৪ লাখেরও বেশি পরীক্ষার্থীর এতে অংশ নেওয়ার কথা।২ ফেব্রুয়ারি পূর্বনির্ধারিত দিনেই পরীক্ষা শুরু হবে কি-না তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও কিছু জানায়নি।

এক ও দুই টাকার নোট থাকবে না? দেশের সর্বনিম্ন মুদ্রা হবে ৫ টাকা


এক ও দুই টাকার নোট থাকবে না?
দেশের সর্বনিম্ন মুদ্রা হবে ৫ টাকা।

১ - ২ টাকার নোট বন্ধ হচ্ছে তারমানে বাংলাদেশে এরপর থেকে সবচেয়ে কম মুল্যের জিনিসটার দাম হতে যাচ্ছে ৫ টাকা। ১ বা ২ / ৩ টাকায় এইমুহুর্ত পর্যন্ত বাংলাদেশে যা যা পাওয়া যায় তা আর পাওয়া যাবেনা।
পাঁচ টাকাকে সর্বনিম্ন সরকারি নোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত ‘পাঁচ টাকা মূল্যমান পর্যন্ত নোট ও ধাতব মুদ্রাকে সরকারি মুদ্রায় রূপান্তর’বিষয়ক এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলালিংক ভাইবার প্যাক মাত্র ৬ টাকায়

* মাত্র ৬ টাকায় ভাইবার ডেইলি প্যাক কিনলেই গ্রাহক পুরো দিন আনলিমিটেড ভাইবার ব্যবহার করতে পারবেন। বাংলালিংকই এদেশের প্রথম অপারেটর যারা এধরনের ব্যতিক্রমধর্মী অফার গ্রাহকদের হাতের মুঠোয় নিয়ে এলো।

* যেকোনো বাংলালিংক প্রিপেইড এবং কল ও কন্ট্রোল গ্রাহক ইন্টারনেট ব্যবহারযোগ্য হ্যান্ডসেট থাকলেই এই প্যাক উপভোগ করতে পারবেন। এই অফার সীমিত সময়ের জন্য।

* আনলিমিটেড ভাইবার প্যাকের ক্ষেত্রে ফেয়ার ইউজেস পলিসি প্রযোজ্য। গ্রাহক ২০ মেগাবাইট ইন্টারনেট সর্বোচ্চ স্পিডে ব্যবহার করতে পারবেন। ২০ মেগাবাইট ভাইবার ব্যবহার করার পরও গ্রাহক ১২৮ কেবিপিএস স্পিড উপভোগ করতে পারবেন কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই।

শীতের রুক্ষতাকে কীভাবে মোকাবেলা করবেন?

কুয়াশায় ঘেরা সকাল, ধোয়া ওঠা ভাপা পিঠা, শিশিরে ভেজা ঘাস-সহ আরও অসাধারণ কিছু মুহূর্ত নিয়ে খুব শীগগির হাজির হয়েছে শীতকাল। অনেকের কাছেই শীতকাল পরম আকাঙ্ক্ষিত হলেও অধিকাংশেরই রয়েছে শীতকাল-ভীতি। কারন- শীতের শুষ্ক এবং রুক্ষ আবহাওয়া। এই আবহাওয়া আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। আবার এই সময়টাতে দিনের দীর্ঘ সময় সূর্যের দেখা মেলে না যার ফলশ্রুতিতে আমাদের ত্বকের আদ্রতা একেবারেই হ্রাস পায় এবং আমাদের ত্বক হয় ওঠে রুক্ষ। কিন্তু খুব সহজেই শীতের এই রুক্ষতাকে বিদায় জানিয়ে শীতের সাথে সখ্য গড়ে তোলা যায়। কিন্তু কীভাবে? আজ আমরা জানব শীতকালে আমাদের ত্বকের সুরক্ষার কার্যকরী কিছু উপায়।

ফেসবুক প্রফাইল থেকে মানসিক অসুস্থতার পরিমান জানা যাবে

ফেসবুক প্রফাইল থেকে মানসিক অসুস্থতার পরিমান জানা যাবে

একজন ব্যক্তির ফেসবুক প্রফাইল থেকা তার মানসিক অসুস্থতার লক্ষণের পরিমান জানা জেতে পারে, এমন্টাই বললেন মিশরের একটি বিশ্ববিদ্যালয়ের মনবিজ্ঞানের একদল গবেষক।

এলিজাবেথ মার্টিন ও তার দল প্রায় ২০০ জন কলেজ ছাত্রের উপর গবেষনা চালিয়ে এই তথ্য খুঁজে পেয়েছেন।

গবেষক দলটি কলেজ ছাত্রদের বিভিন্ন প্রশ্ন করে, তাদের প্রফাইল পর্যবেক্ষন করে এবং তাদের ব্যাক্তিগত তথ্য অ্যানালাইসিসের মাধ্যমে গবেষনা পরিচালনে করে।

সিভিতে যোগ করুন গুরুত্বপূর্ণ ৬টি বিষয় I

চাকরির জন্য জীবনবৃত্তান্ত বা সিভি নিখুঁতভাবে বানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এ ক্ষেত্রে সবার আগে জোর দিতে হবে-যেন গুরুত্বপূর্ণ কোনো বিষয় বাদ না পড়ে। এ লেখায় তুলে ধরা হলো তেমন ছয়টি বিষয়।

১. যোগাযোগের তথ্য

এটা অনেকের কাছেই হাস্যকর বিষয় যে, যোগাযোগের তথ্য ছাড়া সিভি কিভাবে হতে পারে। কিন্তু এখনো অনেক চাকরিপ্রার্থীর সিভিতে যোগাযোগের জন্য উপযুক্ত ফোন, ই-মেইল কিংবা চিঠি পাঠানোর মতো ঠিকানা পাওয়া যায় না। অনেকে আবার বহু ঠিকানা দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করে। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় 'যোগাযোগের ঠিকানা' শিরোনামে একটি সার্বক্ষণিক চালু মোবাইল ফোন, একটি ই-মেইল ও একটি চিঠি পাঠানোর মতো নির্ভরযোগ্য ঠিকানা দেওয়া।

ডাউনলোড করুন একটি পরিপূর্ণ “ফ্রীলান্সার” টিউটোরিয়াল ই-বুক I

বলা বাহুল্য, ফ্রীলান্সিং করার শুরুর দিকে যতটা কাঠখড় পাড়ি দিতে হয়েছে এবং এখনও দিতে হচ্ছে, তা এখনকার বেশির ভাগ নতুন ছেলে/মেয়ে, যারা এই লাইনে আসছে প্রতিনিয়তই তাদের এমন ধৈর্য্য ধরে কাজ শিখে নিজেকে এগিয়ে যাবার মানুষিকতা নেই। তাই অল্প কিছুদিনের মধ্যেই যেকোন কাজে অজ্ঞতা বশতঃ তাদের থেকে আয় করার আসল ইচ্ছাটাই দূরে চলে যায়। ফলে অনেকেই কম জেনে বা একে বারেই না জেনে এই লাইনে কাজ করতে এসে সফল হতে না পেরে তাদের মূল্যবান প্রতিটি মূহুর্তকে বিলিয়ে দিচ্ছে।

একটি কথা যারা আসলেই অনলাইনে আয় করছেন তাদের প্রতিটি মানুষের সফলতার পিছনে অনেক সময়, শ্রম এবং অধ্যাবসায় এবং চরম শিখার মানুষিকতাই তাদেরকে সাফল্যের দাঁড়প্রান্তে পৌছাতে সহায়তা করেছে। তাই এখনও যারা শিখার মানুষিকতা ছাড়া ইন্টারনেটে আয় করার স্বপ্নে বিভোর তারা এমন অর্থহীন স্বপ্নগুলোকে দূর করুন এবং সময় ব্যয় করে পুঙ্খানুপুঙ্খ কাজ শিখতে শুরু করুন।

কেন্দ্রীয় ব্যাংক: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক
**************************************************************
BANGLADESH BANK
*************************************************************
বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এটি বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২ এর মাধ্যমে ডিসেম্বর ১৬, ১৯৭১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করে। এর কার্য নির্বাহী প্রধান ‘গভর্নর’ হিসাবে আখ্যায়িত। বাংলাদেশ ব্যাংক একটি রেগুলেটরি সংস্থা এবং কার্যতঃ ‘ব্যাংকসমূহের ব্যাংক’। রাষ্ট্রের পক্ষে এটি দেশের ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণ করে থাকে। দেশের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিরূপিত হয়। এটি দেশের বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে। এছাড়া এটি বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী টাকার বিনিময় হার নির্ধারণ করে। ১ টাকা এবং ২ টাকার কাগুজে নোট ব্যতীত সকল কাগুজে নোট মুদ্রণ এবং বাজারে প্রবর্তন এই ব্যাংকের অন্যতম দায়িত্ব। এছাড়া এটি সরকারের কোষাগারের দায়িত্বও পালন করে থাকে।

HISTORY OF INTEL CORPORATION LIMITED II ইন্টেল কর্পোরেশন লিমিটেডের ইতিহাস I

***********************************
    INTEL CORPORATION LIMITED
***********************************
ইন্টেল কর্পোরেশন উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে ইন্টেল কর্পোরেশন Intel-logo.svg
ডিসেম্বর ২০০৫ সাল থেকে ব্যবহৃত বর্তমান লোগো
ধরন :  পাবলিক
ব্যবসা হিসেবে ন্যাসড্যাক: INTC
Dow Jones Industrial Average Component
NASDAQ-100 Component
S&P 500 Component

শিল্প অর্ধপরিবাহী

প্রতিষ্ঠাকাল জুলাই ১৮, ১৯৬৮

প্রতিষ্ঠাতা Gordon Moore, Robert Noyce

সদর দপ্তর Santa Clara, ক্যালিফোর্নিয়া, United States[১]

অঞ্চলিক পরিসেবা বিশ্বব্যাপী

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা (সাধারণ জ্ঞান)

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা 
স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়—-
উঃ ২ মার্চ ১৯৭১

বাংলাদেশ গনপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল —
উঃ ১০ এপ্রিল ১৯৭১

দুজন মহিলা বীরপ্রতীক এর নাম লিখুন ?
উঃ তারামন বিবি এবং ড. সেতারা বেগম

চট্টগ্রাম কালুরঘাটে স্থাপিত ‘ স্বাধীন বাংলা বেতার কেন্ত্র’ – এর সম্প্রচার কবে বন্ধ হয় ?
উঃ ৩০ মার্চ ১৯৭১

অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে ?
উঃ অধ্যাপক ইউসুফ আলী

বিনা মূল্যের সেরা সফটওয়্যার ! ২০১৪ সালে বিনা মূল্যের জনপ্রিয় সফটওয়্যার হিসেবে শীর্ষে রয়েছে গুগল ক্রোম !!

গত বছরে বিশ্বের অন্যতম সেরা ওয়েব ব্রাউজার হিসেবে ক্রোমকে প্রতিষ্ঠিত করতে পেরেছে গুগল। ওয়েব দুনিয়ায় বিভিন্ন ক্ষেত্রে গুগল ব্যবসা করলেও উইন্ডোজের ক্ষেত্রে ক্রোম দিয়ে সেরা ব্রাউজিং অভিজ্ঞতা দিতে পেরেছে। গত বছর গুগল ক্রোমকে উন্নত করতে বেশ কিছু আপডেটও এনেছে গুগল।

মাইক্রোসফটের এক সময়ের জনপ্রিয় ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার ব্যবহারকারীর অভিজ্ঞতার হিসেবে গুগল ক্রোমের কাছে আগেই মার খেয়ে গেছে। গুগল ক্রোমের কাছ থেকে দূরে ছিটকে গেছে মজিলা ফায়ারফক্স ও অ্যাপলের সাফারি ব্রাউজারও। ২০১৪ সালে গুগল ক্রোমযুক্ত বিভিন্ন ডিভাইসের মধ্যে সিনক্রোনাইজেশন সুবিধা চালু করেছে, যা খুব সহজে ব্যবহারকারীদের মন জয় করেছে।
যাঁরা অনিয়মিত অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, তাঁরাও ক্রোম সিনক্রোনাইজেশন বুকমার্ক ও ব্রাউজিং তথ্য কম্পিউটার থেকে সহজেই ফোনে নিতে পেরেছেন। এ ছাড়া স্বয়ংক্রিয় সিনক্রোনাইজেশন সুবিধাও ক্রোমের ব্যবহার অভিজ্ঞতাকে উন্নত করেছে।

পড়াশুনায় ক্ষতির কারণ হতে পারে যে ১০ টি প্রযুক্তি পণ্য

জানেন কি, মাল্টিটাস্কিংয়ের নামে হাইটেক গ্যাজেট এবং টেকনোলজির ব্যবহার কাজে অন্যতম বাধার কারণ হতে পারে! রিসার্চে দেখা গেছে, যারা নিজেদেরকে মাল্টিটাস্কিংয়ে পারদর্শী দাবী করে কর্মক্ষেত্রে তারা অন্যদের তুলনায় আরো বাজে ফলাফল দেখিয়েছেন। তাছাড়া অন্য আরেকটি গবেষণায় দেখা গেছে, সচরাচর মানুষের কোন কাজের মাঝে ব্যাঘাত ঘটলে আগের মত পূর্ণ মনযোগ ফিরিয়ে আনতে ৮-৯ মিনিট পর্যন্ত সময় নিতে পারে। তাই পূর্ণ মনযোগ প্রয়োজন হতে পারে এমন কাজের মাঝে প্রযুক্তি পণ্যের ব্যবহার কাজের প্রোডাক্টিভিটি অনেকখানি কমিয়ে দেয়। তেমন দশটি হাইটেক গ্যাজেট এবং টেকনোলজি নিয়েই আজ আলোচনা করবো যার ব্যবহার পড়াশোনা কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে লাভের চেয়ে ক্ষতিই করে বেশি।
educarebd24 educarebd24 educarebd24