সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

JSC Result 2014 সবার আগে জেএসসি রেজাল্ট জেনে নিন ।

২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল আগামী ৩০ ডিসেম্বর মঙ্গলবার প্রকাশ করা হবে। ২১ ডিসেম্বর রবিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
৩০ ডিসেম্বর শিক্ষাবোর্ডের চেয়াম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী। এরপর বেলা ১১টায় জেএসসি-জেডিসির ফল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।
মোবাইলে এস এম এস এর মাধ্যমে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৪ জানার নিয়মঃ

যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে JSC অথবা JDC

বন্ধ হচ্ছে ১২ বেসরকারি বিশ্ববিদ্যালয়

নিয়ম না মানা ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার রাজধানীর মিরপুরে ইএটিএল অ্যাপস বুট ক্যাম্পে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা ১২টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ধরে রাখতে পারবো না, সেগুলো বন্ধ হবেই। কিন্তু হাইকোর্টের অর্ডারের কারণে আমরা এখনো তা পারছি না।’
নাহিদ বলেন, ‘আমাদের দেশে ৩০টি পাবলিক এবং ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন কোনটি শিক্ষার চেয়ে ব্যবসা নিয়ে ব্যস্ত। তাদের বারবার বলেও পরিবর্তন করানো যায়নি।’

12 private universities to lose approval

The government will cancel approval of 12 private universities for not fulfilling the requirements.

Education Minister Nurul Islam Nahid disclosed the information while taking to journalists at EATL Apps Boot Camp at Mirpur in the city on Saturday.

At present, there are 30 public and 80 private universities in the country, but some private university are busy in making money rather than academic activities, he said.
“We have decided to close 12 private universities, but we could not implement it due to a court order”, the minister said.

দেরিতে আসবে নতুন উইন্ডোজ! উইন্ডোজ ১০

আগামী বছরের সেপ্টেম্বরে উইন্ডোজ ১০ উন্মুক্ত করতে পারে মাইক্রোসফটঅনেকেই আশা করছিলেন, হয়তো খুব শিগগির উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করবে মাইক্রোসফট। কিন্তু মাইক্রোসফট কর্তৃপক্ষের পরিকল্পনা, আগামী বছরের সেপ্টেম্বর মাসের আগে অন্তত উইন্ডোজ ১০ উন্মুক্ত করবে না তারা।
১০ ডিসেম্বর জাপানের সংবাদমাধ্যম নিক্কেইকে মাইক্রোসফটের প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন টার্নার জানিয়েছেন, আগামী বছরের শেষ নাগাদ উইন্ডোজের নতুন সংস্করণটি উন্মুক্ত করা হবে।

Microsoft's reiterates Windows 10 will release in late summer or early fall

Microsoft said at the Windows 10 launch event that the company would be releasing the updated operating system in the summer of 2015. Thanks to a note by Kevin Turner at the Credit Suisse Technology Conference, we have a slightly more specific timeline.

Turner said in the note that the company will be releasing Windows 10 in "late summer and early fall." The language is a bit peculiar and we have posted the comment below.

এয়ারটেল এর ২জি ব্যবহারকারিদের জন্য চমৎকার দুটি প্যাক ।সাথে থাকছে ১৯৯ টাকাতে ১ জিবি ৩জি ডাটা, চলুন দেখি দুটি প্যাক সম্পর্কে।।

কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি শেয়ার করব এয়ারটেল এর দুটি নতুন ২জি প্যাক সম্পর্কে। অনেকেই অফারটি জানেন, যারা জানেন না টিউনটি শুধু তাদের জন্য। চলুন প্যাক সম্পর্কে জেনে নি-

১। আপনি যে কোন রিটেইলার এর দোকানে গিয়ে এক্সাট ২৭ টাকা লোড করবেন, তাহলে সাথে সাথেই আপনার টাকা কেটে নিয়ে আপনাকে ১৫০ এম বি  ২জি ইন্টারনেট দিয়ে দিবে। আপনি আপনার এম বি বেলেন্স চেক করতে ডাএল করুন *৭৭৮*৬৬৬# । অ্যাকাউন্ট এর মেয়াদ পাবেন ৭ দিন। তবে অবশ্যই মনে রাখবেন এই ডাটা শুধু মাত্র ২জি তে ব্যবহার হবে।

Airtel's excellent two 2g pack for 2g users. With 1gb 3g data only 199 taka. Let's pack of two ..

How are you? Hope all you are well. Today I'll share two new Airtel 2G packs. Many people know this offer, just for those who do not know the tune. Let's know about the pack-

I. You go to any retailer's stores and recharge exact 27 taka. Than Airtel deduct your money & you will get 150MB for 2g usages only. You can check your balance by dialing * 778 * 666 #. The account will expire in 7 days. However, you must remember that you will use this data only on the 2G network.
educarebd24 educarebd24 educarebd24