সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩

অস্থিমজ্জা প্রতিস্থাপনে এইচআইভি থেকে মুক্তি

 
ক্যানসার সারাতে অস্থিমজ্জা প্রতিস্থাপন করে দুইজন এইডস রোগী সুস্থ হয়ে উঠেছেন। অসুস্থ ওই দুই ব্যক্তির একজন দুই বছর এবং অন্যজন প্রায় চারমাস ওষুধ ছাড়াই সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাদের দেহে ভাইরাস ফিরে আসার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।
সম্প্রতি ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির একটি মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রের ব্রিগহাম অ্যান্ড ওমেন’স হাসপাতালের বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন। 
সাধারণত খুব সহজে এইচআইভির সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় না। এই প্রাণঘাতী ভাইরাস মানব দেহে ডিএনএ’র ভেতরে লুকিয়ে থাকে।
অ্যান্টি-রেট্রোভাইরাল জাতীয় ওষুধ রক্তপ্রবাহ থেকে এইচআইভি ভাইরাস দূরে রাখে। কিন্তু যখন ওষুধ খাওয়া বন্ধ করা হয় তখনই ওই ভাইরাস আবার ফিরে আসে।
যে দুইজন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন তাদের নাম প্রকাশ করা হয়নি। তবে তারা ৩০ বছর ধরে এইচআইভি ভাইরাসে আক্রান্ত ছিলেন।
তারা উভয়েই এইচআইভি আক্রান্ত হওয়ার পর ক্যানসার, লিম্ফোমা রোগে আক্রান্ত হন। ফলে তাদের অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। কিন্তু অস্থিমজ্জা প্রতিস্থাপনের পর তাদের দেহে এইচআইভি ভাইরাস আর ফিরে আসে নি।
যেহেতু অস্থিমজ্জা প্রতিস্থাপনে দেহে সম্পূর্ণ নতুন রক্ত কোষ তৈরি হয় তাই ধারণা করা হচ্ছে, এ কারণেই তাদের দেহে আর কোনো এইচআইভি ভাইরাস ফিরে আসেনি। 

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩

ফেসবুক থেকে ভিডিও ডাওনলোড করুন অতি সহজে

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি । আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আমরা অনেকেই ফেসবুকে ভিডি ও আপলোড করি।আবার অনেকে ভন্ধুদের ভিডিও ফেসবুকে দেখি।কিন্তু ইচ্ছে থাকা ত্তেও ডাওনলোড করতে পারিনা। আফসোস করবেন না। আজকে আমি আপনাকে দিয়ে ফেসবুক ভিডিও ডাওনলোড করিয়ে ছাড়বো।
প্রথমে ফেসবুকে লগইন করুন ।যে ভিডিওটি ফেসবুক থেকে নামাতে চান তার লিংক কপি করুন ।ভিডিওর উপরে মাউস রেখে ডান ক্লীক করলেই Copy link option অপশন পাবেন। তারপর www.facebookvideodown.com ষাইটে যান। উক্ত সাইটে গিয়ে Enter the video link বক্সে ফেসবুক ভিডিওর লিংক টি পেস্ট করুন
ব্যস পেয়ে যাবেন ডাওনলোড বাটন।এখন Download! বাটনে ক্লীক করলেই ভিডিও ডাওনলোড প্রক্রিয়া চালু বে সবশেষে Download this Video বাটনে ক্লীক করে ভিডিও ডাওনলোড শুরু হবে। তাহলে বন্ধুদের ভিডিও গুলো ফেসবুক থেকে নামাতে থাকুন। আমি আজকের মতো বিদায় নিই। তবে দু:খের বিষয় আপনারবন্ধুর ভিডিও টি Facebook privacy দ্বারা লক করা থাকেতা হলে ডাওনলোড করতে পারবেন না।


মঙ্গলবার, ২ জুলাই, ২০১৩

খালি পেটে জলপান

প্রতি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জলপান খুব উপকারী। আজকাল জাপানে খুব জনপ্রিয় এ চর্চা। ভারতবর্ষে প্রাণায়ম ও যোগব্যায়ামে এটি অনুষঙ্গ হিসেবে আছে বহু বছর ধরে।
বিজ্ঞানীরাও গবেষণা করে এর হিতকরী দিক খুঁজে পেয়েছেন।
মাথা ধরা, শরীর ব্যথা, হূদ্যন্ত্রের সমস্যা, আর্থ্রাইটিস, দ্রুত হূৎস্পন্দন, মৃগীরোগ, স্থূলতা, ব্রংকাইটিস, হাঁপানি, কিডনি ও প্রস্রাবের রোগ, বমি, গ্যাস্ট্রাইটিস, ডায়রিয়া, পাইলস, ডায়াবেটিস, কোষ্ঠবদ্ধতা, চোখের রোগ, নাক ও গলার রোগ ঋতুস্রাব সমস্যা— সবগুলোতে এই জলপান চর্চা বড় উপকারী।
জাপানে চিকিৎসা অঙ্গনে এ চিকিৎসা বহুল প্রচলিত।

কীভাবে করবেন?
সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে ১৬০ মিলিলিটার চার গ্লাস পানি পান করুন। (৪:১৬০ মিলিমিটার পরিমাণ জল)
এরপর দাঁত ব্রাশ করুন ও মুখ পরিচ্ছন্ন করুন। তবে ৪৫ মিনিট পর্যন্ত কিছু খাবেন না।
৪৫ মিনিট পর স্বাভাবিক খাওয়া-দাওয়া করুন।
প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজন ও রাতের খাবারের ১৫ মিনিট পর দুই ঘণ্টা পর্যন্ত কোনো কিছু খাবেন না বা পান করবেন না।
যাঁরা বৃদ্ধ ও দুর্বল এবং সকালে চার গ্লাস পানি পান করতে সমর্থ নন, তাঁরা প্রথমে কম জলপান করে ক্রমেই বাড়াতে বাড়াতে চার গ্লাস পর্যন্ত পানি পান করবেন।
সুস্থ জীবনযাপনের বড় সহায় এই চর্চা।
প্রতি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জলপান খুব উপকারী
প্রতি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জলপান খুব উপকারী
যেসব রোগে এই জলপান চর্চা কয়েক দিন উপকারী তা-ও বলেছেন বিজ্ঞজনেরা।
ক. উচ্চরক্তচাপ (৩০ দিন), খ. গ্যাস্ট্রিক (১০ দিন) গ. ডায়াবেটিস (৩০ দিন), ঘ. কোষ্ঠ (১০ দিন) আর্থ্রাইটিস প্রথম সপ্তাহ তিন দিন, এরপর দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিন। এই চিকিৎসার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। প্রথম দিকে একটু বেশি প্রস্রাব হতে পারে মাত্র। এই পানি পানকে দৈনন্দিন জীবনের অংশ করে নিলে সর্বাঙ্গীণ কুশল হবে।
পানি পান করুন এবং থাকুন সক্রিয়, সজীব, সবল ও সুস্থ।
চীনা ও জাপানিরা খাবারের সঙ্গে পান করে গরম চা, ঠান্ডা পানি নয়।
হয়তো খাবার গ্রহণের সময় এই পানীয় গ্রহণের অভ্যাস আমাদের নিলে ভালো হয়।
খাওয়ার পর ঠান্ডা জলপান করলে খাওয়া তৈলাক্ত খাদ্যকে কঠিন করে ঠান্ডা জল। ধীরগতি করে পরিপাক ক্রিয়া। এই আঠালো খাদ্যমণ্ড যখন অম্লরসের সঙ্গে বিক্রিয়া করে, এটি ভেঙে যাবে এবং কঠিন খাদ্যের চেয়ে দ্রুত শোষিত হয় অন্ত্রে।
তবে এটি আস্তরণ ফেলে অন্ত্রে, চর্বিস্তর, ফল ভালো হয় না। বরং খাওয়ার পর হট স্যুপ বা কুসুম গরম জল পান ভালো।

মঙ্গলবার, ২ জুলাই, ২০১৩

মজার গণিতঃ ২=৫ এর প্রমাণ!!!

গণিতে আরও একটি অবাস্তব প্রমাণ নিয়ে আজ হাজির হলাম! ২=৫ এর প্রমাণটি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি! :P ! গণিত দিয়ে আপনি খুব সহজেই এমন অনেক "অবাস্তব/ মিথ্যা" প্রমাণ করতে পারেন! গণিতের "অসংজ্ঞায়িত/ অনির্ণেয়" টার্মগুলো দিয়েই সাধারণত এই প্রমাণগুলো হয়ে থাকে!
এমনকি এই "অসংজ্ঞায়িত/ অনির্ণেয়" টার্মগুলো দিয়ে "পৃথিবীর সকল সংখ্যা ১ এর সমান" প্রমাণ করা যায়!!! কি? মজার না??? "পৃথিবীর সকল সংখ্যা ১ এর সমান" প্রমাণটি অন্য একদিন দেখিয়ে দিবো ইনশাআল্লাহ :)
এই প্রমাণগুলো যদিও  সত্য নয়, তবুও এই প্রমাণগুলো দেখলে/ জানলে, গণিত হয়ে উঠে "মজার গণিত"!!! তাই, আজকেও সেইরকম একটা অনির্ণেয় টার্ম দিয়ে ২=৫ প্রমাণ করে দেখালাম! গত প্রমাণের মত আজকের প্রমাণের ভুলও আমি আপনাদের দেখিয়ে দিবো না! আপনাদেরকেই আজকের ২=৫ প্রমাণের ভুলটি ধরতে হবে! তাই, নিচের প্রমাণের ভুল খোঁজার চেষ্টা করুন। ভুল না ধরতে পারলেও মন্তব্য করুন। কারন, অনেকে যদি ভুল না ধরতে পারে, সেক্ষেত্রে আমিই ভুলটি দেখিয়ে দিবো :) তাই, নিচের প্রমাণটি ভালোমতো লক্ষ্য করুন ... ... ...
প্রমাণঃ
      14 = 14
বা, 10 + 4 = 10 + 4
বা, 10 - 10 = 4 - 4
বা, 5(2-2) = 2(2-2)
বা, 5=2 [উভয় পক্ষকে (2-2) দ্বারা ভাগ করে]
অতএব, ২=৫
[প্রমাণিত]
নোটঃ  এই প্রমাণের ভুল খোঁজার চেষ্টা করুন এবং নিচে মন্তব্য করুন ↓ ↓ ↓