সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

Free online PDF converter

কেমন আছেন । আশা করি ভালই আছেন।

পিডিএফ কী, তা আজকের যুগে কারোরই অজানা নয়। বিখ্যাত কোম্পানী অ্যাডোবি পোর্টেবল ডকুমেন্ট ফাইল সংক্ষেপে পিডিএফ বের করা মাত্রই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এই পিডিএফ।
পিডিএফ এর মাধ্যমে আপনার ওয়ার্ড বা এক্সেল ডকুমেন্টকে পোর্টেবল ডকুমেন্টে রূপ দিতে পারবেন। প্রায় সব কম্পিউটারেই আজকাল পিডিএফ ফাইল পড়ার উপযোগী সফটওয়্যার যেমন অ্যাডোবি রীডার ইত্যাদি ইন্সটল করা থাকে। আপনি আপনার ফাইলটিও পিডিএফ এ রূপ দিতে পারেন। এজন্য আপনার প্রয়োজন হবে একটি পিডিএফ ক্রিয়েটর সফটওয়্যারের যা বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। তবে ইংরেজী ডকুমেন্ট পিডিএফ করার জন্য আপনাকে সফটওয়্যার ডাউনলোড ও ইন্সটলের ঝামেলায় যেতে হবে না। ইন্টারেনেট বেশকিছু ওয়েবসাইট আছে যারা বিনামূল্যে আপনার ডকুমেন্টকে পিডিএফ-এ রূপান্তর করে দিবে। তবে আপনার যদি প্রায়ই পিডিএফ তৈরির প্রয়োজন পড়ে, তাহলে আপনার জন্য মূল সফটওয়্যারটি ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করে নেয়াই ভাল হবে। কেননা, ইন্টারেনেটর মাধ্যমে কোন সফটওয়্যার ইন্সটল করা ছাড়া পিডিএফ তৈরি করতে গেলে আপনার কিছুটা সময় ব্যয় হবে। আপনি এই সময়টা বাঁচাতে পারেন যদি মূল সফটওয়্যারটি ডাউনলোড করে পিসিতে ইন্সটল করে নিন। নীচে কিছু ফ্রি অনলাইন পিডিএফ কনভার্টার ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেয়া হল। সাইটগুলো ব্যবহার করা পানির মত সহজ। সাইটগুলো ভিজিট করলেই আপনি বুঝতে পারবেন পিডিএফ তৈরি করতে হলে কী করতে হবে। তাই কথা না বাড়িয়ে শুধু ঠিকানাগুলোই দিয়ে দিলাম। আপনার পছন্দমত সাইট বেছে নিন এবং পিডিএফ তৈরি করুন।
http://www.expresspdf.com [Writer's Best Pick]
http://www.freepdfcovert.com
http://www.pdfonline.com
http://online.primopdf.com [Also available a downloadable version for your desktop computer]
http://www.adobe.com/products/acrobat/access_onlinetools.html
http://www.k2pdf.com/
http://www.dopdf.com/ [Desktop version]
http://www.pdfonfly.com/
http://www.html-to-pdf.net/free-online-pdf-converter.aspx

সবাই ভাল থাকবেন। 
educarebd24 educarebd24 educarebd24

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, এই পোস্ট পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই এডুকেয়ারবিডি২৪ এর নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। --- এডুকেয়ারবিডি২৪