সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

জাতীয় পরিচয়পত্রের সবকিছু এখন অনলাইনে




এখন থেকে অনলাইনেই জাতীয় পরিচয়পত্রের আবেদন, তথ্য সংশোধন করা যাবে। বুধবার থেকে এ সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশনে এক সাংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, আগামী দুই মাস প্রাথমিকভাবে এ ‍সুযোগ রাখা হবে। এতে নাগরিকরা স্মার্ট কার্ড পাওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য সংশোধন করে নিতে পারবেন। অনলাইনে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন ফরম পূরণ করে প্রমাণাদিসহ তা সংশ্লিষ্ট থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিতে হবে।


এখন থেকে services.nidw.gov.bd ঠিকানার ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের সব সেবা পাওয়া যাবে।

# জাতীয় পরিচয়পত্র : অনলাইনেই তথ্য সংশোধন
# অনলাইনে জাতীয় পরিচয়পত্র
# জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়
# জাতীয় পরিচয়পত্র হারালে ও সংশোধন করতে
# মোবাইল অ্যাপসে জাতীয় পরিচয়পত্র



Jagonews24



educarebd24 educarebd24 educarebd24

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, এই পোস্ট পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই এডুকেয়ারবিডি২৪ এর নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। --- এডুকেয়ারবিডি২৪