সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

মাত্র তিন সেকেন্ডেই ডাউনলোড হবে ১০০ টি ফুল মুভি !



মোবাইলে ডাটা ট্রান্সফারে গতির যাবতীয় মাইলফলক ভেঙে চুরে দিয়েছে এক নতুন স্পিডস্টার। সম্প্রতি এই গতি নিয়ে ব্রিটেনের ইউনিভার্সিটি অব সারের গবেষকরা দেখালেন এক ভোজবাজি। যে জাদুর নাম দেওয়া হলো ফাইভ-জি। প্রচলিত ফোর-জির চেয়ে যার গতি ৬৫ হাজার গুণ বেশি!

কেমন গতি এটা? উদাহরণ দিলেই পরিষ্কার হবে, নতুন এ ফাইভ-জি গতিতে ১০০টি হাই রেজুলেশন সিনেমা ডাউনলোড করা যাবে মাত্র তি
ন সেকেন্ডে! অর্থাৎ এর গতি হবে সেকেন্ডে এক টেরাবিট।

সারের ফাইভ-জি ইনোভেশন সেন্টার (৫জিআইসি) জানালো, ব্রিটেন ও ইউরোপে এ প্রযুক্তি ঘরে ঘরে যেতে অপেক্ষা করতে হবে ২০২০ সাল পর্যন্ত।

আগের রেকর্ডটা করেছিল স্যামসাং। তারা অর্জন করতে পেরেছিল সেকেন্ডে ৭.৫ গিগাবিট গতি। যা এই ফাইভ-জির ১ শতাংশেরও কম।

তবে গতির পাগলা ঘোড়ার দৌড় এখানেই শেষ নয়। ৫-জিআইসির পরিচালক রহিম তফাজ্জলি জানালেন, এটা নিয়ে আমাদের মোট ১০টা ব্রেক থ্রু আছে। এক টেরাবিট গতিকে আমরা চাইলে তারবিহীন কাঠামোতেও নিয়ে যেতে পারব। আপাতত ল্যাবের ভেতর ১০০ মিটার দূরত্বে এই গতিতে তথ্য আদান-প্রদান করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

গবেষকরা বিবিসিকে আরও যা জানালেন- এই গতি পেতে হলে তৈরি করতে হবে হাই-ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কাঠামো। যার গতি ৬ গিগাহার্টজ হতেই হবে। এক্ষেত্রে ধারণা করা হচ্ছে ফাইভ-জি মোবাইলগুলোতে ডাটা ট্রান্সফারের গতি হবে ১০ থেকে ৫০ গিগাবিট পার সেকেন্ড। এখনকার ফোর-জিতে পাওয়া যাচ্ছে ১৫ মেগাবিট।

তবে তফাজ্জলি জানালেন, ফাইভ-জিকে ঘিরে এখনও অনেক সমস্যা উৎরে যেতে হবে। এ ছাড়া ভবিষ্যতে এ গতিকে সামলাতে পারবে এমন অ্যাপ্লিকেশনও নিয়ে আসতে হবে। আর ল্যাটেন্সি (মাঝের বিরতি) যত কমে আসবে, ততই তৈরি হবে ফাইভ জি প্রযুক্তির নতুন চাহিদা।

educarebd24 educarebd24 educarebd24

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, এই পোস্ট পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই এডুকেয়ারবিডি২৪ এর নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। --- এডুকেয়ারবিডি২৪