সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০১৫

ফেইসবুক থেকেই এখন ভয়েস কল |

প্রযুক্তিপণ্যের বাজারে নতুন গুজব, ভয়েস কলিং অ্যাপ নিয়ে কাজ করছে শীর্ষ সোশাল নেটওয়ার্কিং সেবা ফেইসবুক। একাধিক প্রযুক্তিবিষয়ক সাইটের প্রতিবেদন অনুযায়ী, ফেইসবুকের ফ্রেন্ড লিস্ট ধরে কে ফোন করছে তার নাম সহ বিভিন্ন তথ্য দেখাবে নতুন অ্যাপটি।

অ্যান্ড্রয়েডভিত্তিক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ফেইসবুক নতুন অ্যাপটির নাম দিয়েছে ‘ফোন’। কলারের ফেইসবুক তথ্যই স্ক্রিনে দেখানো হবে বলে ধারণা করছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল। পাশাপাশি স্প্যাম হিসেবে চিহ্নিত করা কনটাক্টগুলো থেকে আসা কলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করবে অ্যাপটি।

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫

পুরোনো দিনের কথা জানাবে ফেসবুক!

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে এবার পুরোনো দিনের কথা জানা যাবে। এর ফলে ফেসবুকের ব্যবহারকারীরা পুরোনো দিনগুলোতে কী করেছেন, সেগুলো সহজেই জানতে পারবেন। যদিও টাইমলাইনের সাহায্যে ফেসবুকের পুরোনো দিনগুলোর কর্মকাণ্ড জানা যায়, তবে নতুন এ সুবিধার ফলে নির্দিষ্ট তারিখে ফেসবুকের ব্যবহারকারী কী করেছেন, সেটি জানতে পারবেন খুব সহজেই। ‘অন দিস ডে’ নামের এ সুবিধার সাহায্যে নির্দিষ্ট দিনে দেওয়া হালনাগাদ, ছবি, বন্ধুদের পোস্টসহ অন্যান্য বিষয় জানা যাবে। ফেসবুকে যোগ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রতিটি দিনে ব্যবহারকারীর বিস্তারিত জানা যাবে নতুন এ বৈশিষ্ট্যের মাধ্যমে।

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫

স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ক্ষতি থেকে চোখ রক্ষা করার উপায় -

যারা সারাদিন কম্পিউটারের সামনে কাজ করেন তারা সবাই শেষ বিকেলের দিকে ক্লান্তি বোধ করে, অস্পষ্ট দেখতে পায়। আবার কিছু সময় মাথাব্যাথা শুরু হয়। এই উপসর্গ কম্পিউটার ভিশন সিন্ড্রোম হিসাবে পরিচিত।
এটি আধুনিক যুগের এক রোগ আর শুধু যুক্তরাষ্ট্রেই ৬০ শতাংশ মানুষ এই রোগে ভোগে। দুই ঘন্টার বেশী সময় কম্পিউটার কাজ, স্মার্টফোন ব্যবহার অথবা টেলিভিশন দেখার ফলে চোখের ক্ষতির ঝুঁকি অনিবার্য। সৌভাগ্যবসত, অস্বস্তি এবং সম্ভাব্য ক্ষতি কমানোর জন্য বিশেষজ্ঞরা কিছু বিষয় মেনে চলার সুপারিশ করে থাকেন। এর ভিত্তিতে এখানে চারটি সহজ উপায় দেয়া হল

টেক্সট সম্প্রসারিত করা
ছোট আকৃতির লেখা পড়তে চোখের উপর বেশী চাপ পড়ে। তাই টেক্সট এর আকার বড় করে নিলে পড়তে সুবিধা হয় পাশাপাশি চোখের আরাম হয়।

সোমবার, ১৬ মার্চ, ২০১৫

অব্যবহৃত সিমের মালিকানা হারাবেন গ্রাহক

মোবাইল সংযোগ একনাগাড়ে দুই বছর ব্যবহার না করলে সিমের মালিকানা হারাবেন মোবাইল ফোন গ্রাহক। এরপর সংশ্লিষ্ট কোম্পানি ওই নম্বরটি বিক্রি করে দিতে পারবে। এ ছাড়া অব্যবহৃত ইন্টারনেট ডেটা পরের মাসে কেনা প্যাকেজের সঙ্গে ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি মোবাইল ফোন কোম্পানিগুলোকে এ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় তিনটি সুনির্দিষ্ট বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। মোবাইল কোম্পানিগুলো বলছে, তাদের সঙ্গে আলোচনা করেই এ নির্দেশনা দেওয়া হয়েছে এবং দেশের মোবাইল খাতের জন্য এ সিদ্ধান্তকে তারা ইতিবাচকভাবেই দেখছে।

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

PSC- Primary Scholarship Result 2014- 2015 ১৫ মার্চ রোববার : ফলাফল দেখার উপায় সমূহ এখানে |

আগামী রোববার প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ করা হবে।
গত নভেম্বরে অনুষ্ঠিত ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে ওইদিন ফল ঘোষণা করা হবে।
দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মে§লনে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় সমকালকে জানান, আগের মতো এবারও সারাদেশের ৫৫ হাজার শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেতে যাচ্ছে। এর মধ্যে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) ২২ হাজার ও ৩৩ হাজার শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে।

রবিবার, ৮ মার্চ, ২০১৫

ফেসবুক পেজের লাইক সংখ্যা কমে যাবে |

রাতে ঘুম থেকে উঠে দেখা যেতে পারে কোন সংস্থা ফেসবুক ফ্যান পেজের লাইকের সংখ্যা আচমকা কমে গিয়েছে৷ এক বা দু’লক্ষ লাইক রাতারাতি কমে যেতে পারে৷ কতটা কমবে তার কোনও ঠিক-ঠিকানা নেই৷ বহু নামি-দামি সংস্থা, প্রতিষ্ঠান লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেসবুকের লাইক কিনে এখন বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছেন৷

আর এই শঙ্কার কথা জানিয়েছে খোদ সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক কর্তৃপক্ষ৷

গত কয়েক সপ্তাহ ধরেই ফেসবুক কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন প্রান্তের ইউজারের প্রোফাইলে নজরদারি চালিয়েছে৷ তাতে তারা প্রচুর নিষ্ক্রিয় ইউজারের সন্ধান পেয়েছে৷