সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

পুরোনো দিনের কথা জানাবে ফেসবুক!

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে এবার পুরোনো দিনের কথা জানা যাবে। এর ফলে ফেসবুকের ব্যবহারকারীরা পুরোনো দিনগুলোতে কী করেছেন, সেগুলো সহজেই জানতে পারবেন। যদিও টাইমলাইনের সাহায্যে ফেসবুকের পুরোনো দিনগুলোর কর্মকাণ্ড জানা যায়, তবে নতুন এ সুবিধার ফলে নির্দিষ্ট তারিখে ফেসবুকের ব্যবহারকারী কী করেছেন, সেটি জানতে পারবেন খুব সহজেই। ‘অন দিস ডে’ নামের এ সুবিধার সাহায্যে নির্দিষ্ট দিনে দেওয়া হালনাগাদ, ছবি, বন্ধুদের পোস্টসহ অন্যান্য বিষয় জানা যাবে। ফেসবুকে যোগ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রতিটি দিনে ব্যবহারকারীর বিস্তারিত জানা যাবে নতুন এ বৈশিষ্ট্যের মাধ্যমে।

Translation | সাধারণ জ্ঞান ( 31-03-2015)

Translation

০১. একতায় উত্থান, বিভেদে পতন।
– United we stand, divided we fail.
০২. অপচয় করো না, অভাবও হবে না।
– Waste not, want not.
০৩. অসারের তর্জন গর্জন স্যার।
– Empty vessel sounds much.
০৪. আপন চরকায় তেল দাও।
– Oil your own machine.
০৫. কষ্ট বিনা কেষ্ট মেলে না।
– No pains, no gains.

English (Analogy) | সাধারণ জ্ঞান ( 30-03-2015)

English (Analogy)

Rancid : Taste : Rank : smell

Master : Servant :: Monarch : Subject

Candle : Tallow :: Statue : Bronze

Fragile : Break :: Flammable : Burn

Novelist : Plot :: Architect : Blueprint

বাংলাদেশে ডাক ব্যবস্থা | সাধারণ জ্ঞান ( 29-03-2015)

বাংলাদেশে ডাক ব্যবস্থা

পৃথিবীর সর্বপ্রথম ডাকটিকেট চালু করে- বৃটেন

পেনিব্লাক উদ্ভাবক – স্যার রোনাল্ড হিল (১৮৪০ সালে)

স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম ডাকঘর স্থাপন করা হয় – চুয়াডাঙ্গা

বাংলাদেশ ডাক বিভাগের শ্লোগান – সেবাই আদর্শ

বাংলাদেশের একমাত্রা পোষ্টাল একাডেমি উপস্থিত – রাজশাহী

স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকেট ছবি ছিল – শহীদ মিনারের

ডাকটিকেট সংগ্রহ ও অধ্যয়ন সম্পর্কিত বিদ্যা হচ্ছে- ফিলাটেলি

ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন – শেরশাহ

বাংলা সাহিত্য (বেগম রোকেয়া) | সাধারণ জ্ঞান ( 28-03-2015)

বাংলা সাহিত্য (বেগম রোকেয়া)

০১. রোকেয়া সাখাওয়াত হোসেন প্রথম কি নাম লিখতেন?
উ: মিসেস আর এস হোসেন নামে।
০২. তিনি কোথায় বসে সাহিত্যে সাধনায় আত্মনিয়োগ করেন?
উ: ভাগলপুরে।
০৩. কত সালে তাঁর স্বামীর মৃত্যু হয়?
উ: ১৯০৯ সালে।
০৪. তিনি কত সালে কলকাতায় গমন করেন?
উ: ১৯১০ সালে।
০৫. তাঁর সব রচনাতে সমাজ-জীবনের কোন বোধটি উৎসারিত ?
উ: বেদনাবোধ।

গড় আয়ুতে সর্বোচ্চ দেশ | সাধারণ জ্ঞান ( 27-03-2015)

গড় আয়ুতে সর্বোচ্চ দেশ

০১. জাপান : ৮৩ বছর
০২. হংকং : ৮২.৫ বছর
০৩. সুইজারল্যান্ড : ৮১.৯ বছর
০৪. অস্ট্রেলিয়া : ৮১.৯ বছর
০৫. ইতালি: ৮১.৯ বছর
০৬. আইসল্যান্ড: ৮১.৮ বছর
০৭. ডেনমার্ক: ৮১.৬ বছর
০৮. ফ্রান্স: ৮১.৫ বছর
০৯. স্পেন : ৮১.৪ বছর
১০. সুইডেন : ৮১.৪ বছর

পৃথিবীর মহাসাগরসমূহ | সাধারণ জ্ঞান ( 26-03-2015)



পৃথিবীর মহাসাগরসমূহ



মহাসাগরের নাম               আয়তন বর্গ কি. মি.                  গড় গভীরতা মিটার        সর্বোচ্চ গভীরতা মিটার
প্রশান্ত মহাসাগর              ১৬,৬২,৪১,০০০                                ৪,০৭৯                                  ১১,০৩৩
আটলান্টিক মহাসাগর      ৮,৬৫,৫৭,০০০                                 ৩,৯২৬                                   ৯,৩০০
ভারত মহাসাগর             ৭,৩৪,২৭,০০০                                   ৩,৯৬২                                  ৭,২৫৮
উত্তর বা আর্কটিক মহাসাগর  ৯৪,৮৫,০০০                                 ১,২৮০                                  ৫,১১২
অ্যান্টার্কটিক মহাসাগর      ১,৯৪,২৫,০০০                                                                               ৫,৭৪৫

বিজ্ঞান | সাধারণ জ্ঞান ( 25-03-2015)

বিজ্ঞান

০১. কাঁদুনে গ্যাসের অপর নাম কি?
উ: ক্লোরোপিকরিন
০২. রান্নার জন্য সিলিন্ডারে যে গ্যাস বিক্রি করা হয় তা হচ্ছে-
উ: মিথেন
০৩. কোনটি অগ্নি নির্বাপক গ্যাস?
উ: কার্বন ডাই-অক্সাইড
০৪. কচুশাকে বিশেষভাবে উপস্থিত ——-।
উ: লৌহ
০৫. পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয়-
উ: ইউরেনিয়াম

General Knowlege (ক্রিকেট) | সাধারণ জ্ঞান ( 24-03-2015)

সাধারণ জ্ঞান (ক্রিকেট)

০১. ক্রিকেট বলের ওজন কত?
উঃ ৫.৫ থেকে ৬.৫ আউন্স।
০২. ক্রিকেটে ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থ সর্বাধিক কত ইঞ্চি হবে?
উঃ ৩৮ ইঞ্চি এবং প্রস্থ ৪.৫ ইঞ্চি।
০৩. ক্রিকেট স্ট্যাম্পের দৈর্ঘ্য মাটি থেকে কত ইঞ্চি?
উ: ২৭ ইঞ্চি।
০৪. ICC প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ ১৫ জুন, ১৯০৯।
০৫. প্রথম আইসিসি অ্যাওয়ার্ড বা ক্রিকেট অস্কার দেওয়া হয় কত সালে?
উঃ ২০০৪ সালে।

বাংলা সাহিত্য | সাধারণ জ্ঞান ( 23-03-2015)

বাংলা সাহিত্য

০১. রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারটি কোন বংশের ছিল?
উ: পিরালি ব্রাহ্মণ বংশের।
০২. তিনি কত বছর বয়সে কবিতা রচনা আরম্ভ করেন?
উ: আট বছর।
০৩.রবীন্দ্রনাথ কত সালে ইংরেজি সাহিত্য পাঠের উদ্দেশ্যে প্রথম ইংল্যান্ড যান?
উ: ১৮৭৮ সালে।
০৪. রবীন্দ্রনাথ তাঁর নিচের লেখা কয়টি নাটকে অভিনয় করেন?
উ: ১৩টি।
০৫. আর্জেন্টিার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন?
উ: ভিক্টোরিয়া ওকাম্পো।
০৬. তাঁকে রবীন্দ্রনাথ কী উৎসর্গ করেন?
উঃ পূরবী কাব্য (১৯২৫)।
০৭. রবীন্দ্রনাথের সর্বশেষ বিদেশযাত্রা কোন দেশে, কবে?
উঃ সিংহল, ১৯৩৪ সালে।
০৮. রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি কোথায়?
উঃ বাংলাদেশের খুলনায়।
০৯. রবীন্দ্রনাথ কত সালে ব্রাহ্ম সমাজের দায়িত্ব গ্রহণ করেন?
উঃ ১৮৮৪ সালে
১০. তাঁর ‘রাজর্ষি’ উপন্যাস কোন পত্রিকায় বের হয়?
উঃ ‘বালক’ পত্রিকায়।

বাংলাদেশ সমুদ্রসীমা | সাধারণ জ্ঞান ( 22-03-2015)

বাংলাদেশ সমুদ্রসীমা

০১. বাংলাদেশ-ভারতের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয় কবে?
উঃ ৭ জুলাই ২০১৪
০২. বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে?
উঃ স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস)
০৩. বাংলাদেশ-ভারতের মোট সমুদ্রসীমা কত?
উঃ ১,১৮,৮১৩ বর্গ কি. মি.
০৪. বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে কত বর্গ কি.মি. বাংলাদেশ লাভ করে?
উঃ ১৯,৪৬৭ বর্গ কি. মি.
০৫. বাংলাদেশ-ভারতের মধ্যে সমুদ্র বিরোধপূর্ণ এলাকা ছিল কত?
উঃ ২৫,৬০২ বর্গ কি. মি.

বাক্য শুদ্ধিকরণ | সাধারণ জ্ঞান ( 21-03-2015)

বাক্য শুদ্ধিকরণ

০১. তোমার সাথে আমার একটি গোপন পরামর্শ আছে।
শুদ্ধ: তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে।
০২. কাঁটা হেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে।
শুদ্ধ: কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে।
০৩. আমি বড় অপমান হইয়াছি।
শুদ্ধ: আমি বড় অপমানিত হইয়াছি।
০৪. সকল সুধীমণ্ডলী উপস্থিত আছেন।
শুদ্ধ: সুধীমণ্ডলী উপস্থিত আছেন।
০৫. এ বিষয়ে তাহারা সচেষ্টিত নহে।
শুদ্ধ: এ বিষয়ে তাহারা সচেষ্ট নহে।

বিশ্বের নতুন সরকার ও রাষ্ট্র প্রধান পরিচিতি | সাধারণ জ্ঞান ( 20-03-2015)

বিশ্বের নতুন সরকার ও রাষ্ট্র প্রধান পরিচিতি

লিবিয়ার নতুন প্রেসিডেন্ট = আগুইলঅ সালেহ ঈসা

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট = জেকো উইদাদো

ইরাকের বর্তমান প্রেসিডেন্ট = ফুয়াদ মাসুম

ইসারায়েলের বর্তমান প্রেসিডেন্ট = রিউভেন রুভি রিভলিন

তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট = রেসেপে তায়েপ এরদোগান

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রথম মুসলমান ও বর্তমান প্রধানমন্ত্রী = মোহাম্মদ কামুন

ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী = হায়দার আল আবাদি

থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর = প্রাইউথ শান-ওশা

তুরস্কের বর্তমান প্রধানমন্ত্রী = আহমেদ দাভুতোগুল

কলকাতার প্রথম নারী বিচারপতি = ড. মঞ্জুলা চেল্লুর

বাংলা | সাধারণ জ্ঞান ( 19-03-2015)

বাংলা

০১. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’-এর পারিবারিক পদবি কোনটি?
উঃ বন্দ্যোপাধ্যায়
০২. ‘জীবন থেকে নেয়া’, ‘স্টপ জেনোসাইড’ ও ‘লেট দেয়ার বি লাইট’ কার লেখা?
উঃ জহির রায়হান
০৩. ‘মহাশ্মশান’ মহাকাব্যটি কার রচিত?
উঃ কায়কোবাদ
০৪.‘সনেট’-এ কয়টি পংক্তি থাকে?
উঃ ১৪টি
০৫. বাংলা কাব্যে ‘অমিত্রাক্ষর ছন্দ’ প্রবর্তন করেন কে?
উঃ মাইকেল মধুসূদন দত্ত

Computer Knowledge | সাধারণ জ্ঞান ( 18-03-2015)

Computer Knowledge

01. A compiler means_____
Ans: A person which translates source program into object program

02. Virtual memory consists of:
Ans: Static RAM

03. Which of the following commands is given to reboot the computer?
Ans: Ctrl + Alt + Del

04. Which of the following is not in OSI model?
Ans: Internet layer

05. Cache memory acts between_____.
Ans: CPU and RAM

06. Bit stands for-
Ans: Binary Digit

07. Web hosting service is a type of –
Ans: Internet hosting service

08. Which respect to a network interface card, the term 10/100 refers to –
Ans: megabits per seconds

09. Each character on the keyboard of computer has ASCII value which stands for:
Ans: American Standard Code for Information Interchange

10. When CPU is executing a program that is part of the operating System, it is said to be in:
Ans: System mode

স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ক্ষতি থেকে চোখ রক্ষা করার উপায় -

যারা সারাদিন কম্পিউটারের সামনে কাজ করেন তারা সবাই শেষ বিকেলের দিকে ক্লান্তি বোধ করে, অস্পষ্ট দেখতে পায়। আবার কিছু সময় মাথাব্যাথা শুরু হয়। এই উপসর্গ কম্পিউটার ভিশন সিন্ড্রোম হিসাবে পরিচিত।
এটি আধুনিক যুগের এক রোগ আর শুধু যুক্তরাষ্ট্রেই ৬০ শতাংশ মানুষ এই রোগে ভোগে। দুই ঘন্টার বেশী সময় কম্পিউটার কাজ, স্মার্টফোন ব্যবহার অথবা টেলিভিশন দেখার ফলে চোখের ক্ষতির ঝুঁকি অনিবার্য। সৌভাগ্যবসত, অস্বস্তি এবং সম্ভাব্য ক্ষতি কমানোর জন্য বিশেষজ্ঞরা কিছু বিষয় মেনে চলার সুপারিশ করে থাকেন। এর ভিত্তিতে এখানে চারটি সহজ উপায় দেয়া হল

টেক্সট সম্প্রসারিত করা
ছোট আকৃতির লেখা পড়তে চোখের উপর বেশী চাপ পড়ে। তাই টেক্সট এর আকার বড় করে নিলে পড়তে সুবিধা হয় পাশাপাশি চোখের আরাম হয়।

English(Synonym) | সাধারণ জ্ঞান ( 17-03-2015)

English(Synonym)

Numb – Frigid
Panoramic – Scenic
Ambiguous – Obscure
Capable – Adept
Referendum – Plebiscite
Credential – Authentication
Public – Governmental
Reprimand – Admonish

অব্যবহৃত সিমের মালিকানা হারাবেন গ্রাহক

মোবাইল সংযোগ একনাগাড়ে দুই বছর ব্যবহার না করলে সিমের মালিকানা হারাবেন মোবাইল ফোন গ্রাহক। এরপর সংশ্লিষ্ট কোম্পানি ওই নম্বরটি বিক্রি করে দিতে পারবে। এ ছাড়া অব্যবহৃত ইন্টারনেট ডেটা পরের মাসে কেনা প্যাকেজের সঙ্গে ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি মোবাইল ফোন কোম্পানিগুলোকে এ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় তিনটি সুনির্দিষ্ট বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। মোবাইল কোম্পানিগুলো বলছে, তাদের সঙ্গে আলোচনা করেই এ নির্দেশনা দেওয়া হয়েছে এবং দেশের মোবাইল খাতের জন্য এ সিদ্ধান্তকে তারা ইতিবাচকভাবেই দেখছে।

General Knowlege | সাধারণ জ্ঞান ( 16-03-2015)

সাধারণ জ্ঞান

০১ ‘যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন।’- এটি কার উক্তি?
উঃ হিটলার
০২. লালবাগ শাহী মসজিদটি কে নির্মাণ করেন?
উঃ যুবরাজ মোহাম্মদ আযম
০৩. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে?
উঃ ২৬ মার্চ ১৯৭১
০৪. আরকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?
উঃ সাঙ্গু নদী
০৫. ‘পাবলো পিকাসো’ কে ছিলেন?
উঃ চিত্রশিল্পী

বাংলা সাহিত্য | সাধারণ জ্ঞান ( 15-03-2015)

বাংলা সাহিত্য


০১. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পিতার নাম কি?
উঃ কাজী ফকির আহমদ।
০২. রণসঙ্গীত হিসাবে মূল কবিতাটির কত চরণ গৃহীত?
উঃ ২১ চরণ।
০৩. নজরুলের কোন কাব্য গ্রন্থে রণসঙ্গীত অন্তর্ভুক্ত আছে?
উঃ সন্ধ্যা কাব্যগ্রন্থে।
০৪. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন?
উঃ বসন্ত।
০৫. নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম কী?
উঃ বাউণ্ডেলের আত্মকাহিনী ( প্রকাশ: জ্যৈষ্ঠ ১৩২৬)।

ইতিহাস | সাধারণ জ্ঞান ( 14-03-2015)

ইতিহাস


০১. বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক- থুকিডাইডেস
০২. ভারতের উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে- ১৮৫৮ সালে
০৩. পাল বংশের শ্রেষ্ঠ নরপতি - ধর্মপাল
০৪. ভৌগলিক আবিষ্কারের প্রচেষ্টা শুরু হয়- ষোড়শ শতাব্দীতে।
০৫. পাটিগণিতের গুণ পদ্ধতি আবিষ্কার করেন- সুমেরীয়রা।

Translation | সাধারণ জ্ঞান ( 13-03-2015)

Translation

০১. সে বড় শক্ত লোক
= He is a hard nut to crack.
০২. অতি আদরে ছেলেটি গোল্লায় গেছে
= Too much indulgence has spoiled the boy.
০৩. এই বইখানি আমি খুঁজছি
= This is the book I am looking for.
০৪. তিলকে তাল করা
= To make a mountain out of a mole hill.
০৫. সে অত্যন্ত ধূর্ত
= He is very clever.

PSC- Primary Scholarship Result 2014- 2015 ১৫ মার্চ রোববার : ফলাফল দেখার উপায় সমূহ এখানে |

আগামী রোববার প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ করা হবে।
গত নভেম্বরে অনুষ্ঠিত ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে ওইদিন ফল ঘোষণা করা হবে।
দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মে§লনে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় সমকালকে জানান, আগের মতো এবারও সারাদেশের ৫৫ হাজার শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেতে যাচ্ছে। এর মধ্যে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) ২২ হাজার ও ৩৩ হাজার শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে।

বাংলা | সাধারণ জ্ঞান ( 12-03-2015)

বাংলা


০১. ‘শকট’ শব্দের অর্থ কি?
উঃ গাড়ি
০২. ‘শেষের কবিতা’ উপন্যাস হলে ‘শেষ লেখা’ কি?
উঃ কাব্য
০৩. যে বিষয়ে কোন বিবাদ বা বিরোধ নেই-
উঃ অবিসংবাদী
০৪. ‘নীল-দর্পণ’ নাটক কোথা থেকে প্রথম প্রকাশিত হয়?
উঃ ঢাকা
০৫. ‘মেঘনাদবদ কাব্য’ কত সালে প্রকাশিত হয়?
উঃ ১৯৬১

General Knowlege | সাধারণ জ্ঞান ( 11-03-2015)

সাধারণ জ্ঞান


০১. বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উঃ ১.৩৭%
০২. বাংলাদশে ও ভারতে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদলতে?
উঃ স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস)
০৩. জার্মানি কতবার ফুটবলে বিশ্বকাপ জয়লাভ করে?
উঃ ৪ বার
০৪. জীনের রাসায়নিক উপাদান কোনটি?
উঃ ডিএনএ
০৫. সাত গম্বুজ মসজিদটির নির্মাতা কে?
উঃ সায়েস্তা খান
০৬. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
উঃ মূল্য সংযোজন কর (ভ্যাট)
০৭. জাপানের আইন সভার নাম কি?
উঃ ডায়েট
০৮. হেলসিংকি কোন দেশের রাজধানী?
উঃ ফিনল্যান্ড
০৯. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ ব্রাসেলস
১০. জনসংখ্যা ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি?
উঃ ইন্দোনেশিয়া

ভূগোল | সাধারণ জ্ঞান ( 10-03-2015)

ভূগোল


০১. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে.মিটারে কত?
উ: ১০ নিউটন
০২. সৌরজগতের ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহ কোনটি?
উ: বুধ
০৩. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?
উ: ৭৮.০২ ভাগ
০৪. সমুদ্রবায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়?
উ: অপরাহ্নে
০৫. প্রবল জোয়ারের কারণ, এ সময়-
উ: সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে

পারিভাষিক শব্দ | সাধারণ জ্ঞান ( 09-03-2015)

পারিভাষিক শব্দ

০১. Subsidiary-সম্পূরক।
০২. Supervision-তত্ত্বাবধান।
০৩. Survey- জরিপ
০৪. Symposium- আলোচনা সভা
০৫. Technical- কারিগরি
০৬. Tender- দরপত্র
০৭. Ultimatum- চরমপত্র

English (Narration) | সাধারণ জ্ঞান ( 08-03-2015)

English (Narration)


She asked me, ‘Are you happy to you new job?’
-She asked me if I was happy in my new job.

Rana said to me, ‘Let us go home.’
– Rana proposed to me that we should go home.

The boy said, ‘Let me have a pencil.’
– The boy said that he might have a pencil.

The teacher said to me, ‘May you live long.’
– The teacher wished that I might live long.

The man said, ‘Good morning my friends.
– The man wished his friends good morning.

ফেসবুক পেজের লাইক সংখ্যা কমে যাবে |

রাতে ঘুম থেকে উঠে দেখা যেতে পারে কোন সংস্থা ফেসবুক ফ্যান পেজের লাইকের সংখ্যা আচমকা কমে গিয়েছে৷ এক বা দু’লক্ষ লাইক রাতারাতি কমে যেতে পারে৷ কতটা কমবে তার কোনও ঠিক-ঠিকানা নেই৷ বহু নামি-দামি সংস্থা, প্রতিষ্ঠান লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেসবুকের লাইক কিনে এখন বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছেন৷

আর এই শঙ্কার কথা জানিয়েছে খোদ সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক কর্তৃপক্ষ৷

গত কয়েক সপ্তাহ ধরেই ফেসবুক কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন প্রান্তের ইউজারের প্রোফাইলে নজরদারি চালিয়েছে৷ তাতে তারা প্রচুর নিষ্ক্রিয় ইউজারের সন্ধান পেয়েছে৷

General Knowlege | সাধারণ জ্ঞান ( 07-03-2015)

সাধারণ জ্ঞান

০১. ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতেহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে?
উঃ ১৯৯৭
০২. বাংলাদেশের ‘White Gold’ কোনটি?
উঃ চিংড়ি
০৩. পদ্মার শাখা নয় কোনটি?
উঃ ধরলা
০৪. ‘গারুদা’ কোন দেশের বিমান সংস্থা?
উঃ ইন্দোনেশিয়া
০৫. ‘মাদার তেরেসা’ কোন দেশে জন্মগ্রহণ করেন?
উঃ মেসিডোনিয়া
০৬. ‘সাগর কন্যা’ বলা হয় কোন জেলাকে?
উঃ পটুয়াখালি
০৭. বাংলাদেশের সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় কোন স্থানে?
উঃ হরিপুর
০৮. পাখি ছাড়া ‘দোয়েল’ নিচের কোন জাতের শস্যকে বোঝায়?
উঃ গম
০৯. ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত ‘দেয়াল’ পত্রিকার নাম নিচের কোনটি?
উঃ দিশারী
১০. বাংলা ভাষায় প্রথম মহিলা কবির নাম কি?
উঃ চন্দ্রবতী

জীববিজ্ঞান | সাধারণ জ্ঞান ( 05-03-2015)

জীববিজ্ঞান
০১. ক্রোমোজোমের প্রধান উপাদান হলো – আমিষ ও DNA ।
০২. আদিকোষ পাওয়া যায় নীলাভ সবুজ শৈবালে।
০৩. নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন।
০৪. উদ্ভিদ কোষের ‘পাওয়ার হাউস’ বলা হয়- Mitochondria কে।
০৫. কোষের অঙ্গনু, যা আমিষ সংক্ষেষণে সহায়তা করে তাকে বলে- Ribosome ।
০৬. মাইটোকন্ডিয়ার অভ্যন্তররের অনিয়মিত ভাঁজকে বলে- ক্রিস্টি।
০৭. মূল, কাণ্ড বা এদের শাখা-প্রশাখার শীর্ষে অবস্থিত ভাজক টিস্যুকেই শীর্ষস্থ ভাজক টিস্যু বলে।
০৮. সীভনলের পাশে সঙ্গীকোষ দেখা যায় গুপ্তবীজী উদ্ভিদে।
০৯. একটি একবীজপত্রী মূলে জাইলেম বান্ডেল থাকে- ছয়ের অধিক।
১০. জাইলেম কলার একমাত্র জীবিত কোষ- জাইলেম প্যারেনকাইমা।

English (Voice Change) | সাধারণ জ্ঞান ( 04-03-2015)

English (Voice Change)

01. I don’t like people telling me what to do.
– People are not liked by me telling me what to do.

02. He does not like liars.
– Liars are not of his liking.

03. The trainer walked the horse after race.
– The horse was walked after the race by the trainer.

04. He decided to leave the job.
– He decided the job to be left.
educarebd24 educarebd24 educarebd24