সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

জীববিজ্ঞান | সাধারণ জ্ঞান ( 05-03-2015)

জীববিজ্ঞান
০১. ক্রোমোজোমের প্রধান উপাদান হলো – আমিষ ও DNA ।
০২. আদিকোষ পাওয়া যায় নীলাভ সবুজ শৈবালে।
০৩. নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন।
০৪. উদ্ভিদ কোষের ‘পাওয়ার হাউস’ বলা হয়- Mitochondria কে।
০৫. কোষের অঙ্গনু, যা আমিষ সংক্ষেষণে সহায়তা করে তাকে বলে- Ribosome ।
০৬. মাইটোকন্ডিয়ার অভ্যন্তররের অনিয়মিত ভাঁজকে বলে- ক্রিস্টি।
০৭. মূল, কাণ্ড বা এদের শাখা-প্রশাখার শীর্ষে অবস্থিত ভাজক টিস্যুকেই শীর্ষস্থ ভাজক টিস্যু বলে।
০৮. সীভনলের পাশে সঙ্গীকোষ দেখা যায় গুপ্তবীজী উদ্ভিদে।
০৯. একটি একবীজপত্রী মূলে জাইলেম বান্ডেল থাকে- ছয়ের অধিক।
১০. জাইলেম কলার একমাত্র জীবিত কোষ- জাইলেম প্যারেনকাইমা।
educarebd24 educarebd24 educarebd24

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, এই পোস্ট পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই এডুকেয়ারবিডি২৪ এর নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। --- এডুকেয়ারবিডি২৪